Daily Mukto Sakal 71 দৈনিক মুক্ত সকাল ৭১

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Daily Mukto Sakal 71 দৈনিক মুক্ত সকাল ৭১

Daily Mukto Sakal 71  দৈনিক মুক্ত সকাল ৭১ আসসালামু আলাইকুম

শুভ জম্মদিন,, খান রিয়াজুল ইসলাম রনি ভাইয়া❤️শুভ হোক আপনার আগামী দিন গুলো💚যেতে হবে বহু দূর ❤️✅
11/05/2024

শুভ জম্মদিন,,
খান রিয়াজুল ইসলাম রনি ভাইয়া❤️
শুভ হোক আপনার আগামী দিন গুলো💚
যেতে হবে বহু দূর ❤️✅

আ'হত স্বামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
13/04/2024

আ'হত স্বামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

13/04/2024

শাড়িতে মেয়েদের লাগে বুয়াদের মতো। তবু্ও মন রক্ষার্থে ও দেশের পোশাকশিল্পের স্বার্থে বলতে হয় অসাধারণ লাগছে।

13/04/2024

আপনি গরুর মাংস খাওয়ার দাওয়াত দিলেন, আপনাকে যদি শুয়োরের মাংস খাওয়ার দাওয়াত দেয়; আপনি কি সেটা গ্রহণ করবেন? যার যার বিশ্বাস নিয়ে থাকতে দিন।

সবার স্বপ্ন বাড়ি যায় না!ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমত...
07/04/2024

সবার স্বপ্ন বাড়ি যায় না!

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঙ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারাবাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক। না ফেরার দেশে চলে যান বাবা।

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ছবি ও তথ্যঃ প্রিয় পুলিশ কর্মকর্তা পলাশ দাসের।

07/04/2024

যে নারী তার স্বামীর কথায় নিজের জীবন পরিচিত করে, স্বামী যা বলে তাই সুনে, স্বামীর কথার অবাধ্য হয় না, স্বামীর মন মতো নিজের জীবন সাজায় সে নারী দূর্বল নয় বরং সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী!!!💚

দেশের ইতিহাসে প্রথমবারের মত ৬দিনের ছুটি পেতে যাচ্ছে গ্ণমাধ্যমকর্মীরা। ইতিহাসের স্বাক্ষী এবং সুবিধাভোগীর তালিকায় থাকতে পে...
07/04/2024

দেশের ইতিহাসে প্রথমবারের মত ৬দিনের ছুটি পেতে যাচ্ছে গ্ণমাধ্যমকর্মীরা। ইতিহাসের স্বাক্ষী এবং সুবিধাভোগীর তালিকায় থাকতে পেরে আনন্দিত এবং শংকিতও।
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, নিরাপদে শেষ হোক ঈদ আনন্দ ও বৈশাখী উৎসব।

সবাইকে অগ্রীম ঈদ মোবারক

টাকা দিবি নাকি বউ?
09/02/2024

টাকা দিবি নাকি বউ?

09/02/2024

আলহামদুলিল্লাহ 😎

31/01/2024

রাত পোহালেই প্রেমের মাস ❤️😯🤗

জীবন প্যারাময়।
31/01/2024

জীবন প্যারাময়।

30/01/2024

বিদেশ থেকে আইফোন পাঠানোর মতো আমার কোনো আত্মীয় নেই! 🙂

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Daily Mukto Sakal 71 দৈনিক মুক্ত সকাল ৭১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Mukto Sakal 71 দৈনিক মুক্ত সকাল ৭১:

Share

Category