ĀʟŌʀᴀ ᴘᴀᴛʜᴀ

ĀʟŌʀᴀ ᴘᴀᴛʜᴀ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ)।

ইসলামের ইতিহাস
===============

ইসলামের ইতিহাস বলতে ইসলাম ধর্মের উদ্ভবের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কাল পঞ্জী অনুসারে ইসলামের ইতিহাস, ইসলামী সভ্যতার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নকে বুঝানো হয়। অধিকাংশ ঐতিহাসিক[১] স্বীকার করেন যে খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শুরুতে মক্কা ও মদিনায় ইসলামের সূত্রপাত হয়। মুসলমানরা ইসলামকে ঈসা, সুলায়মান, দাউদ, মূসা, ইব্রাহিম, নূহ এবং আদমের মত নবীদ

ের মূল বিশ্বাসের প্রত্যাবর্তন। [২] [৩] মুসলমানরা বিশ্বাস করে আদিকাল থেকেই অর্থাৎ প্রথম মানব আদমের সময় থেকেই ইসলাম ধর্মের প্রচলন শুরু হয়।

৬১০ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের সর্বশেষ নবী মুহাম্মাদের কাছে আল্লহর পক্ষ থেকে কুরান নাযিল হতে থাকে যা মুসলমানরা আল্লাহর ওহী হিসাবে বিশ্বাস করে, সেখানে এক আল্লাহর কাছে নতি স্বীকার করার, আসন্ন শেষ বিচারের প্রতীক্ষা এবং গরিব ও অভাবগ্রস্তদের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে। [৪] মুহাম্মদ (সা) এর প্রাপ্ত এই বাণী কিছু মুষ্টিমেয় অনুগামীগণ গ্রহণ করে এবং মক্কার বেশিরভাগ মানুষের ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হয়। [৫] ৬২২ সালে তার প্রভাবশালী চাচা আবু তালিবের মৃত্যুর ফলে নিরাপত্তা হারানোর কয়েক বছর পর মুহাম্মদ ইয়াসরিব (বর্তমানে মদিনা নামে পরিচিত) শহরে হিজরত করেন। ৬৩২ সালে মুহাম্মাদের ওফাতের পর রাশিদুন খিলাফতের সময় কে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

অষ্টম শতাব্দীর মধ্যে উমাইয়া খিলাফত পশ্চিমে আইবেরিয়া থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃতি লাভ করে। উমাইয়া ও আব্বাসীয় খিলাফত (মধ্যপ্রাচ্যে এবং পরে স্পেন ও দক্ষিণ ইতালি), ফাতিমীয়, সেলযুক, আইয়ুবীয় এবং মামলুকদের দ্বারা শাসিত রাষ্ট্রগুলি বিশ্বের প্রভাবশালী শক্তি ছিল। সামানি সাম্রাজ্য, গজনভি রাজবংশ, ঘুরি সাম্রাজ্য নিজেদের প্রতিষ্ঠিত সাম্রাজ্যে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। ইসলামিক স্বর্ণযুগে সংস্কৃতি ও বিজ্ঞানের অনেক ক্ষেত্র বিকাশ লাভ করে এবং মধ্যযুগে উল্লেখযোগ্য পলিম্যাথ, জ্যোতির্বিদ, গণিতবিদ, চিকিৎসক এবং দার্শনিকের জন্ম হয়।

ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে দিল্লী সালতানাত ভারতীয় উপমহাদেশের উত্তর অংশ জয় করে, যখন রুম সালতানাত ও আর্তুকলু বেইলিক এর মতো তুর্কি রাজবংশগুলি একাদশ ও দ্বাদশ শতাব্দী জুড়ে বাইজান্টাইন সাম্রাজ্য থেকে আনাতোলিয়ার বেশিরভাগ জয় করে। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে ধ্বংসাত্মক মঙ্গোলদের আক্রমণ এবং পূর্ব দিক থেকে তৈমুর লং এর আক্রমণের সাথে কালো মড়কে জনগণের প্রাণহানির ফলে পারস্য থেকে মিশর পর্যন্ত বিস্তৃত মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী নগরকেন্দ্রগুলিকে অত্যন্ত দুর্বল করে ফেলে, কিন্তু একই সময়ে তিমুরিদ রেনেসাঁ নবজাগরণ এবং পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য এবং দক্ষিণ এশিয়ার বাংলা সালতানাতের মতো বড় বড় বিশ্ব অর্থনৈতিক শক্তি উদ্ভব ঘটে।[৬][৭][৮] সিসিলি আমিরাত এবং অন্যান্য ইতালীয় অঞ্চল থেকে মুসলিম মুররা বিতাড়িত ও দাসত্বে পরিনত হওয়ার ফলে[৯] রিকনকোয়েস্টার সময় ইসলামিক স্পেন ধীরে ধীরে খ্রিস্টান বাহিনী দখল করে নেয়। তা সত্ত্বেও প্রারম্ভিক আধুনিক যুগে ইসলামিক বারুদ যুগের রাষ্ট্রগুলি - উসমানীয় তুর্কি, সাফাভিয় ইরান এবং মোগল ভারত এর মতো মহান বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল।

উনবিংশ ও বিংশ শতকের গোড়ার দিকে ইসলামী বিশ্বের বেশিরভাগ অংশ ইউরোপীয় "বৈশ্বিক শক্তি" এর প্রভাব বা প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে যায়। বিগত দুই শতাব্দীর পরিক্রমায় স্বাধীনতা অর্জন এবং আধুনিক রাষ্ট্র গঠনে তাদের প্রচেষ্টা আজ অবধি অব্যাহত রয়েছে, পাশাপাশি ফিলিস্তিন, কাশ্মীর, জিনজিয়াং, চেচনিয়া, মধ্য আফ্রিকা, বসনিয়া এবং মায়ানমারের মতো অঞ্চলে সংঘাতময়-অঞ্চল তৈরি হয়েছে। তেল বুম পারস্য উপসাগরের আরব রাষ্ট্রগুলিকে স্থিতিশীল করেছে, তাদেরকে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী এবং রফতানিকারক দেশে পরিনত করেছে, যা মুক্ত বাণিজ্য ও পর্যটনকে আকর্ষণ করে।[১০][১১]

পাঁচ (৫) কালেমাঃ বাংলা উচ্চারণ, বাংলা অর্থ ও আরবি অডিওকালেমা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিচয় বহন করে। কালেমার মূল অর্থ হল,...
12/12/2022

পাঁচ (৫) কালেমাঃ বাংলা উচ্চারণ, বাংলা অর্থ ও আরবি অডিও

কালেমা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিচয় বহন করে। কালেমার মূল অর্থ হল, সৃষ্টিকর্তা আল্লাহ্‌ ও সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কে মনে প্রাণে বিশ্বাস করা।

🤲মূলত কালেমা হল, আরবি কিছু পঙক্তি। আরবি কিছু লাইন।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে কালেমার বিভিন্ন রূপ আছে। কেউ কেউ বলেন কালেমা ৫টি, কেউ বলেন কালেমা ৬টি, কেউবা বলেন কালেমা ৪টি।

কালেমা না জানলে কি মুসলমান হওয়া যাবে না?
উত্তরঃ হ্যাঁ যাবে, কালেমা মুখস্ত করার সাথে মুসলমান হবার কোন সম্পর্ক নেই।

মনে রাখা জরুরী, কালেমা মুখস্ত করার বিষয় নয়। মুসলমান হতে হলে কালেমা মুখস্ত করতে হবে এমন কোন কথা নেই।

“কালেমা মুখস্ত না করলে মুসলমান হওয়া যাবে না”- এই কথাটি সম্পূর্ণ ভূল।

তাহলে কালেমা আমরা কেন শিখব?
আমরা কালেমা শিখব ৩টি কারণে-

ঈমান মজবুত করার জন্য,
আল্লাহ্‌ ও রাসূলের প্রতি অনুগত থাকার জন্য,
নেক (ভাল) কাজ করার জন্য।

১। কালেমা তাইয়্যেবাঃ
لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله

কালেমা তাইয়্যেবা উচ্চারণঃ

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ।

কালেমা তাইয়্যেবা বাংলা অর্থঃ
আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেহই নাই। হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম তাঁহার প্রেরিত রসূল।

ইংরেজি অর্থ :

There is none worthy of worship besides Allah, Muhammad [sallallaahu alayhi wasallam] is the messenger of Allah.

২। কালেমা শাহাদাতঃ

اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُه

কালেমা শাহাদাত বাংলা উচ্চারনঃ

আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু ।

কালেমা শাহাদাত বাংলা অর্থঃ

আমি সাক্ষ্য দিতেছি যে , অল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাঁহার কোন অংশীদার নাই । আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাঁহার প্রেরিত নবী।

কালেমা শাহাদাত ইংরেজি অর্থ :

I bear witness that there is none worthy of worship besides Allah. He is alone. He has no partner, and I bear witness that Muhammad is His servant and messenger.

৩। কালিমা তাওহীদ

আরবিঃ

لا الهَ اِلَّا اللّهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْى وَ يُمِيْتُ وَ هُوَحَىُّ لَّا يَمُوْتُ اَبَدًا اَبَدًا ط ذُو الْجَلَالِ وَ الْاِكْرَامِ ط بِيَدِهِ الْخَيْرُ ط وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ ط

কালিমা তাওহীদ বাংলা উচ্চারণঃ

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দাহু লা-সারিকা লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহা ই ওয়া উ মিতু বি ইয়া সি হিল খাইরু ওয়া-হু-ওয়া আ-লা কুল্লি শাইয়িন ক্বাদীর।

কালিমা তাওহীদ বাংলা অর্থঃ

আল্লাহ এক আর কোন মাবুদ নেই তিনি এক তার কোন অংশীদার নেই। সমস্ত সৃষ্টি জগৎ এবং সকল প্রশংসা তাঁরই। তিনি জীবন হান করেন আবার তিনিই মৃত্যুর কারণ তার হাতেই সব ভাল কিছু এবং তিনিই সৃষ্টির সবকিছুর উপর ক্ষমতাবান।

কালিমা তাওহীদ ইংরেজি অর্থঃ

There is none worthy of worship besides Allah who is alone. He has no partner. For him is the Kingdom, and for Him is all praise. He gives life and causes death. In His hand is all good. And He has power over everything.

৪। কালেমা-ই তামজীদঃ

لَا اِلَهَ اِلَّا اَنْتَ نُوْرَ يَّهْدِىَ اللهُ لِنُوْرِهِ مَنْ يَّشَاءُ مُحَمَّدُ رَّسَوْ لُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَا تَمُ النَّبِيِّنَ

কালেমা–ই তামজীদ বাংলা উচ্চারনঃ লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন।

কালেমা–ই তামজীদ বাংলা অর্থঃ

হে আল্লাহ ! তুমি ব্যতীত কেহই উপাস্য নাই, তুমি জ্যোতিময় । তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন কর । মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী।

কালেমা–ই–তামজীদ ইংরেজি অর্থ :

Glory belah. All praise be to Allah. There is none worthy of worship besides Allah and Allah is the Gratest. There is no power and might except from Allah, the Most High, the Great.

আজকের সবচেয়ে সুন্দর ছবি। নিজে এক জন ভিক্ষুক হয়েও সিলেট বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন একজন ভিখারি। তবে তাকে ভিখারি বলা...
24/06/2022

আজকের সবচেয়ে সুন্দর ছবি। নিজে এক জন ভিক্ষুক হয়েও সিলেট বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন একজন ভিখারি। তবে তাকে ভিখারি বলা কখনই উচিত হবে না। কারণ সে যে মন মানসিকতা এবং যে ভালোবাসা যে উদারতা দেখিয়েছে তা দেখে মনে হয় একজন বড় মনের মানুষ। আল্লাহ যেন তাকে আরও দান করার তৌফিক দান করে আমিন।

❤️এই ভাই টির জন্য এক হাজার কমেন্ট চাই?

এই পানি কি আর পেটের খুদা মানেআমরা সর্বোচ্চ চেষ্টা করতেসি।।সিলেট বন্যা পরিস্থিতিhttps://www.youtube.com/watch?v=9dBGgwCuK...
19/06/2022

এই পানি কি আর পেটের খুদা মানে
আমরা সর্বোচ্চ চেষ্টা করতেসি।।

সিলেট বন্যা পরিস্থিতি
https://www.youtube.com/watch?v=9dBGgwCuKRY

আপনি যদি ইসলামকে ভালবেসে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং ভিডিওগুলো কে শেয়ার...
19/06/2022

আপনি যদি ইসলামকে ভালবেসে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং ভিডিওগুলো কে শেয়ার করে মানুষদেরকে আরো উৎসাহিত করুন। তাতে আপনার অনেক নেক আমল হবে ইনশাআল্লাহ।

আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিওগুলো আপনারা পাবেন তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার ....

update:দুই দিনে ১৬লক্ষ টাকা অনুদান এসেছে।। আমাদের সব নাম্বারের লিমিট শেষ।  এখন কেউ টাকা পাঠায়েন না। আমরা এইটা ডিস্ট্রিবি...
19/06/2022

update:

দুই দিনে ১৬লক্ষ টাকা অনুদান এসেছে।। আমাদের সব নাম্বারের লিমিট শেষ। এখন কেউ টাকা পাঠায়েন না। আমরা এইটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব।

হায়রে পানি!

কখনো মানুষরে হাসায়, কখনো কাঁদায়।।

আজ সিলেটের কম্পানিগঞ্জ গিয়েছিলাম একজন অন্তসত্বা মহিলাকে উদ্ধার করার জন্যে।

জানেন? এখানে কোন কোন নৌকা এক ঘন্টার জন্যে ৫০হাজার এক লাখ টকাও চাইছে। ওরাই বা কি করবে ওদের ত সব গেছে।

যাবার পথে দেখলাম সেনাবাহিনীও নৌকার খোঁজ করছে ঘাটে বসে। হেল্প চাইলাম , উনারাও নিরুপায়।

অনেক কষ্টে একজন মাঝির হাতে পায়ে ধরে রোগির কথা বলিয়ে রাজি করালাম। তবে মাঝি আস্তে আস্তে বলছিল " আমার ঘরের লোক গলা পানিতে ভাসতাসে আমি জাইতাম নায়" ।

গ্রামের মানুষের মনটা হয় আকাশের চেয়ে বড়। রাজি হয়ে ঠিকি নিয়ে গেলেন আমাদের। কোনরকমে শ্রোত পার করে পৌছালাম সেই অন্তসত্বা মহিলার ঘরের দরজায়।

কোন নেটওয়ার্ক বা যোগাযগের ব্যাবস্থা ছিলনা।। উনার ছোট বোন আমাদের সাথে গিয়েছিল বাড়িটা ও চিনিয়ে দিল আমাদের।মেয়েটা ওর বড় বোনের চিন্তায় অনেকটা দম আটকে ছিল পুরো রাস্তা।

গিয়ে শুনলাম অল্প কিছুখন আগেই উনারা অনেক কষ্টে আরেকটা নৌকা মেনেজ করে সিলেটের উদ্দ্যেশ্যে রউনা করেছেন।

পানিতে সব ডুবে যাওয়ায় ওদিকটা যোগাযোগ বিচ্ছিন তাই উনার খোঁজ ও নিতে পারছিলাম না । একদিকে উনাদের দুশ্চিতা আর অপর দিকে ভাবছিলাম এটা না মাত্র একটা কাহিনী । এরকম লক্ষ লক্ষ কাহিনীর উপর দীর্ঘশ্বাস ফেলে পার হচ্ছে সিলেট বাসীর দিন।

প্রায় ৩ঘন্টা পর জানতে পারলাম সেই অন্তসত্বা ভদ্রমহিলা পৌছেছেন সিলেটে। শান্তির নিশ্বাস ফেলতে ফেলতেই অস্থিরতা শুরু হলো মনে যে কাল কয়টা পরিবারের কাছে খাবার পৌছাতে পারব?

মোট দুই লক্ষের কিছু বেশি টাকা উঠেছে। যা দিয়ে ২০০ পরিবারের কাছে সামনের ৭দিনের খাবার ত পৌছে দিতে পারব অন্তত।

কিন্তু তারপর ?

নৌকা নিয়ে যাবার পথে ডানে বামে যাদের দেখলাম ক্ষুদার্ত কাকের মত আমাদের দিকে চেয়েছিল এই বুঝি নৌকা থামিয়ে কিছু খাবার দেব !! তাদের দিকে তাকাব কোন মুখে?

বিশ্বাস আছে হয়ত আরও কিছু অনুদান আসবে। এত তারাতারি সিলেট থেকে পালিয়ে যেতে চাই না আমি।

কথাগুলো পড়ে নেহাত গল্প মনে হলে একটা বার এসে স্বচোক্ষে দেখে যান কিভাবে পানিতে তলিয়ে যাচ্ছে সব । খাবার ত দূরে থাক পানির কলের উপরে পানি উঠে যাওয়ায় পানি না খেয়েও দিন পার করছে কতশত মানুষ ।

এদের রেখে পালাতে চাই না আমি ।

বাজার করা হচ্ছে । কাল কম্পানিগঞ্জ যাচ্ছি আমরা তাশরিফ স্কোয়াড । দোয়া কইরেন ।

সম্ভব হলে অনুদান পাঠিয়েন সাধ্যমত, কোন জোর নেই।

আল্লাহ আমাকে তোমার পথে কবুল করো। আমিন।
19/06/2022

আল্লাহ আমাকে তোমার পথে কবুল করো। আমিন।

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful          
19/06/2022

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful








19/06/2022

আল্লাহ আমাদের মাফ করে দাও আমিন। 🙏🙏

-অশ্লীলতা প্রচারের ভয়াবহ পরিণতি।~কেউ কোনো অশ্লীল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে যত মানুষ ওই পোস্ট দেখবে, সেখান...
19/06/2022

-অশ্লীলতা প্রচারের ভয়াবহ পরিণতি।

~

কেউ কোনো অশ্লীল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে যত মানুষ ওই পোস্ট দেখবে, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে গুনাহে লিপ্ত হবে, নিজেদের মধ্যে শেয়ার করবে—পোস্টদাতা তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে

~

অনেকে আছে ভাইরাল হওয়ার জন্য কিংবা অর্থ উপার্জনের জন্য সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও প্রচার করে। এটি জঘন্য অপরাধ। এই পোস্ট, ভিডিও ইত্যাদি দ্বারা যত মানুষ গুনাহ করবে, সে তার একটি অংশ পেতে থাকবে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি।আর আল্লাহ জানেন, তোমরা জানো না। ’

________________ (সুরা : নুর, আয়াত : ১৯)

~

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, জারির বিন আবদুল্লাহ বিন জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করল এবং লোকে তদনুযায়ী কাজ করল, তার জন্য তার নিজের পুরস্কার রয়েছে, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পুরস্কারও সে পাবে, এতে তাদের পুরস্কার মোটেও হ্রাস পাবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করল এবং লোকেরা তদনুযায়ী কাজ করল, তার জন্য তার নিজের পাপ তো আছেই, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে, তাদের সমপরিমাণ পাপও সে পাবে, এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না।

__________________ (ইবনে মাজাহ, হাদিস : ২০৩)

~

অতএব কেউ কোনো অশ্লীল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে যত মানুষ ওই পোস্ট দেখবে, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে গুনাহে লিপ্ত হবে, নিজেদের মধ্যে শেয়ার করবে—পোস্টদাতা তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ সবাইকে এ ধরনের কাজ থেকে দূরে রাখুন।

19/06/2022

নামাজের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করবেন ?

Address

Gulshan/2
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ĀʟŌʀᴀ ᴘᴀᴛʜᴀ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ĀʟŌʀᴀ ᴘᴀᴛʜᴀ:

Share

Category