
16/01/2023
সকল শ্রেণির বই এর বেসিক বই সংস্করণ । প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির প্রতিটা বিষয়ের বেসিক মাত্র ২০-৫০ পেজের বই এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে।
🗣️বেসিক বলতে কি বুঝায়?
✅একটা মানুষের কঙ্কাল হচ্ছে মানুষের বেস বা ভিত্তি আবার একটা ১০ তলা ভবনের পিলার বা ১ম তলা যেমন বেস বা ভিত্তি তেমনি আমরা সারা জীবন যেই বই গুলো পড়েছি সেই বই গুলোর ভিত্তি বা বেসিক হলো এই বইগুলো। বই গুলোতে ব্যাখ্যা বা কোনো উদাহরণ নাই আছে শুধু প্রতিটি টপিকের মূল কনসেপ্ট টুকু।
🗣️ বই গুলোর ২ টা বৈশিষ্ট্যঃ
১. বই গুলোর পেজ মাত্র ২০-৩০। পেজ কম হওয়ার কারণ সকল ব্যাখ্যা ও উদাহরণ বাদ দেওয়া হয়েছে, শুধু বেসিক বিষয় গুলো রাখা হয়েছে।
২. বইগুলো পড়ার মাধ্যমে আপনার
🗣️কিছু কথাঃ
১. যেকোনো কিছুর বেসিক জানা মানে ওই বিষয়ের ৯০% জানা কম্পিলিট।
২. বেসিক জেনে, আপনি যদি ওই বিষয়ের
৩. ক্লাসে স্যার যখন এডভান্স কিছু পড়ায় তখন না বুঝার একমাত্র কারণ হলে বেসিকে সমস্যা থাকা। আর বেসিক এর সমাধান না করলে আপনি আরো পিছিয়ে যাবেন।
৪. সারাজীবন যা পড়লেন, তার থেকে এডভান্স কিছু না জানলেও কোনো সমস্যা নাই কিন্তু কেউ যদি আপনাকে বেসিক কোনো প্রশ্ন করে তখন যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে বিষয়টা অত্যন্ত অপমানজনক।
বই গুলো কাদের জন্যঃ
১. বইগুলো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধদের জন্য।
বইগুলোর মূল্যঃ সবগুলো একসাথে ২০০ টাকা ( প্রতিটি ৫০ টাকা)
বইগুলোর
আমাদের বেসিক বই সমূহঃ
১. ইসলাম শিক্ষার বেসিক
২. Basic of English Grammar
৩. বিজ্ঞানের বেসিক
৪. গণিতের বেসিক
৫. বাংলা ব্যাকরণের বেসিক
৬. কম্পিউটার শিক্ষার বেসিক
৭. পদার্থ বিজ্ঞানের বেসিক
৮. জীব বিজ্ঞানের বেসিক
৯. রসায়নের বেসিক
১০. অর্থনীতির বেসিক
১১. ভূগোলের বেসিক
১২. ইতিহাস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বেসিক
১৩. পৌরনীতির বেসিক
১৪. হিসাব বিজ্ঞানের বেসিক
১৫. ফিন্যান্স এর বেসিক
১৬.হিন্দু ধর্ম শিক্ষার বেসিক
১৭. বৌদ্ধ ধর্ম শিক্ষার বেসিক
১৮. খ্রিষ্টধর্ম শিক্ষার বেসিক
১৯. কৃষি শিক্ষার বেসিক
২০. গার্হস্থ্য বিজ্ঞানের বেসিক
২১. শারীরিক শিক্ষার বেসিক
২২. কর্ম ও জীবনমূখ