17/07/2024
ইনবক্সে আমার এক বড় ভাই (তিনি একজন স্কোয়াড লিডার, আর্মি) তার সাথে কথা হল। সে আমাদের আন্দোলনকারী সাথীদের জন্য কিছু দিকনির্দেশনা দিয়েছে। প্লিজ সবার এই কথাগুলো প্রতিটি আন্দো*লনকারী বন্ধুদের কাছে পৌঁছে দেয়া দরকার। এটা আমাদের জন্য অনেক বড় ভূমিকা রাখবে ইনশা আল্লাহ। প্রয়োজনে লেখাটা ইনবক্সে শেয়ার করুন। প্লিজ, প্লিজ! এ সময়ে আমাদের সকলের সাহায্য লাগবে।
১. সবাই সাধ্যমতো টুথপেষ্ট মজুদ রাখতে বলো। গ্যাস ফা য়া র, ক*কটে*ল, টিয়া*রসেল বা রাসায়নিক কোন বো*মা যদি ব্যবহার করে, তাহলে চোখে–নাকে পারলে পুরো চেহারায় ভালো করে পেস্ট লাগিয়ে নিতে বলবে। তাহলে আর রাসা*য়নিক প্রভাব চেহারায় পড়বে না, ভালো ভাবে নিশ্বাস নিতে পারবে।
২. যদি সম্ভব হয় তাহলে চটের বা ছালার বস্তা রাখতে বলবে। যদি পেস্ট এ কাজ না হয়, তাহলে ওই বস্তায় আ*গুন জা*লিয়ে দিলে রাসা*য়নিক পদার্থের প্রভাব কেটে যাবে। আ*গুন জা*লালে সেখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এর মিক্স বাতাস প্রবাহিত হবে। আর এই পদার্থের সামনে অন্য কোন রাসা*য়নিক পদার্থ টিকতে পারে না।
৩. রাবার বু*লেট ফা*য়ার হতে পারে। তাই যথাসম্ভব ভারী আর মোটা কাপড় পড়ে থাকতে বলবে। রাবার বু*লেট যদি ও শরীরে বি*দ্ধ হয় না, কিন্তু তাও প্রচুর ক্ষ*তি করে, হাড়ে আ*ঘাত হানতে পারে, বা র*ক্ত জমাট বাধিয়ে ইন*জুর করতে পারে, আর চা*মড়া পাতলা হলে শরীরে বি*দ্ধ হতেও পারে।
৪. সবাইকে অন্তত যেকোনো পদ্ধতিতে মাথা, কোমড়, পিঠ, বুক, পেট এবং হাত আর পাগুলো যেনো স্বাভাবিক থাকে সেইদিকে খেয়াল রাখতে বলো। বিশেষভাবে মাথা, ঘাড় আর কোমড়। কারণ এগুলোই সবচেয়ে দূর্বল পয়েন্ট আর নেগে*টিভ সাইড। খুব সম্ভবত এই দিকগুলোতে টা*র্গেট করেই আ*ঘাত করতে পারে।
৫. আর যদি ভারী কিছু দিয়ে আ*ঘাত করা হয়, তাহলে যেনো হাত দিয়ে সেটা না আ*টকায়, ওইখান থেকে যেনো সরে যায়। কারণ যদি রডের বা*রি হয়, তাহলে হাত দিয়ে আট*কালে হাতেই আ*ঘাত পাওয়ার সম্ভাবনা আছে। আর সবাই তো আমাদের মতো অভিজ্ঞ না।
সর্বপরি তোমাদের আ ন্দো ল ন সফল হোক!
©আমির হামজা
Copped