Ar Rafee

Ar Rafee It’s a kind of dawah page.Many exclusive Quranik video you will get here.You can like & follow our

27/08/2025

Literally can't control my tears :) 🙂

11/07/2025

চাঁদা আনলে পুরস্কার 🌹
ধরা পড়লে বহিষ্কার 😎

দুপুরে বাসায় শুয়ে ছিলাম।পাশের বাসার আন্টি এসে বললেন- বাবা তোমাদের ফ্রিজে একটু মাংস রাখতেছি। এই বলে কালো পলিথিনে মো'ড়ানো ...
07/06/2025

দুপুরে বাসায় শুয়ে ছিলাম।পাশের বাসার আন্টি এসে বললেন- বাবা তোমাদের ফ্রিজে একটু মাংস রাখতেছি। এই বলে কালো পলিথিনে মো'ড়ানো মাংস গুলো ফ্রিজে রাখলেন।

জিজ্ঞেস করলাম-কো'রবানি কি আগেই দিয়ে দিলেন?

মুচকি হেসে বলা শুরু করলেন- না বাবা। তোমার বোনের (অর্থাৎ আন্টির মেয়ে) শশুর বাড়িতে পাঠানোর জন্য চকবাজার থেকে নিয়ে আসলাম ৩৮০০ টাকা দিয়ে দিয়ে।

ওর বিবাহের সময় হওয়া ঋণ এখনো পরিশোধ করতে পারিনি। যার ফলে এই বছর কোরবানি দিতে পারতেছি না। এখন আমরা কোরবানি দিচ্ছি নাকি দিচ্ছি না ঐটা তো আর মেয়ের শশুর বাড়ির লোকজন বুঝবে না।তাই ওদের জন্য সামান্য মাংস কিনে আনলাম। কো'রবানের দিন পাঠাই দিবো।

তোমাদের চট্টগ্রামে মেয়ে বিয়ে দিয়ে এক বি'পদে পড়ছি। কি সব বেদাত পালন করতে হয়। তুমি আবার চট্টগ্রাম নাম নেওয়ায় মন খারাপ করিও না।

আমি শুধু মুচকি হেসে বললাম-দূর কিযে বলেন আপনি!

এটা কিন্তু কাল্পনিক সংলাপ নয়। আন্টি যখন ঐসব বলছিলো তখন ওনার চেহারাটায় ঋণের ছাপ দেখতে পেয়েছি।

এগুলো আর কতদিন চলবে?এসব বে'দাত কবে দূর হবে? তরুণরা কি এইসব বি'দাতের বি'পক্ষে কথা বলবে না? তারা কি আগামীতেও এইসব কুপ্রথা জারি রাখবে? নাকি হা'সিনার মতো এইসব কু'প্রথারও মূলোৎপা'টন করবে?

লেখা : copy

কেন এতো হতাশ হই?এতোটা বিপদ আমার জীবনে তো আসেনি!
05/06/2025

কেন এতো হতাশ হই?
এতোটা বিপদ আমার জীবনে তো আসেনি!

আমাদের আর কী আছে?আমাদের সম্পদ একটাই—সিজদাহ। 😥
18/03/2025

আমাদের আর কী আছে?
আমাদের সম্পদ একটাই—সিজদাহ। 😥

বিয়ে কঠিন হওয়ার অন্যতম কারণ!!আল্লাহ তা'য়ালা সবাইকে সঠিক বুঝ দান করুন।আমিন।©
06/03/2025

বিয়ে কঠিন হওয়ার অন্যতম কারণ!!

আল্লাহ তা'য়ালা সবাইকে সঠিক বুঝ দান করুন।আমিন।

©

04/03/2025

His voice 🫀🖤

রীচ কোথায় 😭😭😭
19/02/2025

রীচ কোথায় 😭😭😭

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Ar Rafee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ar Rafee:

Share