নার্সিং ভর্তিযুদ্ধ

নার্সিং ভর্তিযুদ্ধ নার্সিং ভর্তি সম্পর্কিত সঠিক গাইডলাইন ও তথ্য পেতে "নার্সিং ভর্তিযুদ্ধ" পেইজ টি Follow করুন।

বিশেষ নির্দেশনা : ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না।
25/05/2023

বিশেষ নির্দেশনা : ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না।

03/04/2023

২০২৩ বিশ্বকাপের উন্মোচিত লোগোর নাম কী?
সঠিক উত্তর প্রথম কমেন্টে..

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ এর নীতিমালা
13/03/2023

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ এর নীতিমালা

09/03/2023

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩ প্রকাশ।
ভর্তি সম্পর্কিত সকল তথ্য জেনে নিন।
বিস্তারিত প্রথম কমেন্টে 👇

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি
09/03/2023

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

08/03/2023

নার্সিং ভর্তি সংক্রান্ত সকল তথ্য ১ ভিডিও তে || নার্সিং ভর্তি তথ্য ২০২২-২৩ || Nursing Admission 22-23By, 'Nursing Insider'নার্সিং ভর্তি সম্পর্কি....

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ এর সকল তথ্য জানতে ভিডিও টি দেখতে পারেন।লিংক👇https://youtu.be/T1fyx3dnWKc
08/03/2023

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ এর সকল তথ্য জানতে ভিডিও টি দেখতে পারেন।লিংক👇
https://youtu.be/T1fyx3dnWKc

ক্রমিক নং ৬: ২৩৬৭ টি পদে সিনিয়র স্টাফ নার্স এবং ক্রমিক নং ১৮: ৫৫ টি পদে ডিপ্লোমা নার্স সহ বিভিন্ন মন্ত্রণালয়ে জনবল নিয়োগ...
06/02/2023

ক্রমিক নং ৬: ২৩৬৭ টি পদে সিনিয়র স্টাফ নার্স এবং
ক্রমিক নং ১৮: ৫৫ টি পদে ডিপ্লোমা নার্স সহ বিভিন্ন মন্ত্রণালয়ে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
মোট নার্সিং এর পদ সংখ্যাঃ ২৩৬৭+৫৫=২৪২২

আবেদন শুরু: ০৯/০২/২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২ টা
আবেদনের শেষ সময়: ০৭/০৩/২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬ টা
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: ১০/০৩/২০২৩ খ্রিস্টাব্দ
©️collected

অনেকে বলে নার্সিং কেন পড়বো ✅Nursing কোর্স সম্পন্ন করার পর চাকরির কিছু ক্ষেত্র সমূহ: ১. BPSC এর অধীনে General BCS এর মাধ্...
01/11/2022

অনেকে বলে নার্সিং কেন পড়বো ✅

Nursing কোর্স সম্পন্ন করার পর চাকরির কিছু ক্ষেত্র সমূহ:

১. BPSC এর অধীনে General BCS এর মাধ্যমে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, ট্যাক্স ইত্যাদি সহ আরও গুরুত্বপূর্ণ পদে চাকরির সুযোগ রয়েছে।

২. বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট সমূহে শিক্ষকতার সুযোগ রয়েছে।

৩. নার্সিং পড়া শেষ করেই BPSC এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে ও উত্তীর্ণ হয়ে সরাসরি নার্সিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতাল এ যোগদান করার সুযোগ রয়েছে।

৪. সরকারি হাসপাতালে নার্সিং কর্মকর্তাগণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৫ বছর পর দেশের বিভিন্ন নার্সিং কলেজ বা ইনস্টিটিউট এ শিক্ষকতা করার সুযোগ পেয়ে থাকেন। এছাড়া সরাসরি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫. WHO, UNICEF, UNFPA, ICDDRB, MSF, IOM, ACP, BRAC, RED CRESCENT সহ বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান নার্সিং কর্মকর্তা, নার্স গবেষক, নার্স কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৬. বাংলাদেশ ব্যাংকে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৭. বাংলাদেশ ইপিজেড গুলোতে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৮. বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি Lieutenant হিসেবে ও নৌবাহিনীতে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

৯. দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এ নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

১০. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নার্সিং বিভাগে পড়ে বিভিন্ন ব্যাংকের জেনারেল ম্যানেজার, সিনিয়র অফিসার, অফিসার (জেনারেল), অফিসার (ক্যাশ), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

১১. বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মের সুযোগ রয়েছে।

১২. দুর্নীতি দমন কমিশনে পরিচালক বা বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে।

১৩. বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দপ্তরে চাকুরীর সুযোগ রয়েছে।

১৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে নার্সিং কর্মকর্তা হিসেবে কর্মের সুযোগ রয়েছে।

১৫. দেশের স্বনামধন্য বড় হাসপাতালগুলোতে নার্সিং কর্মকর্তা, নার্স ম্যানেজার, নার্সিং সুপারভাইজার, নার্সিং সুপারিনটেনডেন্ট হিসেবে কাজের সুযোগ রয়েছে।

১৬. বিদেশে বিভিন্ন বড় বড় হাসপাতালে নার্সিং job করার সুযোগ থাকে।

Join: Nursing Community Bangladesh

28/07/2022

আমি কে? আমি একজন গর্বিত নার্স❤️🥰

19/07/2022

ব্লাড প্রয়োজন।
তারা দুই জনই নার্সিং কর্মকর্তা। বাইক এক্সিডেন্টে মুমূর্ষু অবস্থায় ইবনেসিনা হাসপাতালে ভর্তি আছেন সাথে ৬ মাসের অন্তসত্তা।

হাতজোড় অনুরুধ কেও থাকলে এগিয়ে আসুন

🚫 রোগীর সমস্যা : রোড এক্সিডেন্ট
🔴 রক্তের গ্রুপ : এবি+ পজিটিভ
💉 রক্তের পরিমান : ১২ ব্যাগ
⌚ রক্তদানের সময়ঃ যত দ্রুত সম্ভব
🏥 রক্তদানের স্থান : ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কল্যাণপুর, ঢাকা।
☎ যোগাযোগের নাম্বার : +8801788560676

রিভারভিউ নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ছাত্র /ছাত্রী ভর্তির আসন খালি আছে। বিশে...
20/06/2022

রিভারভিউ নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ছাত্র /ছাত্রী ভর্তির আসন খালি আছে।
বিশেষ ছাড় দেয়া হচ্ছে।
01550-699057
01918922998
সরাসরি যোগাযোগ করুন।

20/06/2022

10,000+ Followers done🥰
Thanks Everyone💕

03/06/2022

কে কোন কলেজ/ ইনস্টিটিউটে ভর্তি হলেন? 🥰

03/06/2022

BNMC এর নির্দেশনা অনুযায়ী ২০২১-২০২২ সেশনের সরকারি ও বেসরকারি কলেজ গুলোয় একযোগে ক্লাস শুরু হবে ১ আগষ্ট থেকে।

28/05/2022

ঢাকার মধ্যে সল্প খরচে মানসম্মত নার্সিং কলেজে ভর্তি হতে চাইলে Inbox করতে পারেন।
(ছেলে সিট ও আছে)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নার্সিং ভর্তিযুদ্ধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share