Ruchikaar

Ruchikaar চারপাশে রুচির অভাব। গীতিকার, সুরকার, ছড়াকারের মতো রুচি সাজাতে আসছে 'রুচিকার'। চলুন রুচি তৈরি করি।

Senior Broadcast Journalist, Writer, Columnist, Analyst, Content Maker, Photographer

07/05/2024

এবারের ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়েও কখনও কখনও দার্শনিক রবীন্দ্রনাথকে আমার কাছে বড় বলে মনে হয়। এই ভাবনা তার বহু লেখাকে কেন্দ্র করেই জন্ম নিয়েছে। আজ তাঁকে মনে করে তারই লেখা একটি প্রবন্ধ থেকে কিছুটা অংশ নিয়ে কথা বলেছি।
#রবীন্দ্রনাথ_ঠাকুর

THE TASTE MAKER:
সুরকার, গীতিকার বা ছাড়াকারের মতো আমি একজন রুচিকার। চরম রুচির অবক্ষয় আমাদের চারপাশে। কেবল খাবারেই রুচির ব্যাপার থাকে না, কাজে কর্মেও যে রুচির প্রতিফলন ঘটাতে হয় আজ অনেকেই তা আমরা ভুলতে বসেছি। অন্যের রুচি তৈরি করবার ধৃষ্টতা দেখাবো না হয়তো, তবে স্মরণ করিয়ে দেবার চেষ্টা থাকবে খুব করে। আপনাদের সামনে রুচিশীল কথাবার্তা ও রুচিশীল ভাবনার আলাপনে হাজির হতে চায় রুচিকার।

#রুচিকার #বাংলাদেশ #আর্ট #শিল্প #শিল্পী #নাটক #চলচ্চিত্র #গান #সুর #আলোচনা #আলাপন #আলাপচারিতা #রুচি #আর্টিস্ট #গণমাধ্যম #শিল্পমাধ্যম

Our Another Channels:
https://www.youtube.com/
https://www.youtube.com/

31/12/2023

হালের ট্রেন্ড নাটক 'পথে হলো দেরি'। একদিন হলো নাটকটি দেখেছি। আহামরি কোনো গল্প নেই। তবু মুগ্ধতা ছুঁয়েছে চারপাশ থেকে। গদবাঁধা মেকিংয়ের মাঝপথে ঠিক কী এমন আছে এই নাটকে, যা নিয়ে দর্শক থেকে মিডিয়াপাড়া, একযোগে প্রশংসায় ভাসাচ্ছে এই নাটকটিকে, তাও আবার এই নির্বাচনী ডামাডোলের মাঝে? খানিকটা খোঁজার চেষ্টা ছিলো। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই SUBSCRIBE করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।

26/12/2023

পাঠান, জওয়ান দিয়ে যে হাইপ তুলেছিলো বলিউড, তা ছিল আকাশস্পর্শী। ঠিক সেখান থেকেই ডাঙ্কি নিয়ে প্রত্যাশার শুরু। সেটা অনেকটা এমন ছিলো যে, তোলপাড় হবে রীতিমতো বক্স অফিসে। কিন্তু প্রত্যাশার তুলনায় খানিকটা ফিকে হয়েই শুরু হলো ডাঙ্কির বাণিজ্যিক যাত্রা। শাহরুখ-রাজকুমার হিরানি জুটিটা ছিল স্বপ্নসম। তাহলে এর কারণ কী? চলতি TREND এর কাছে মার খেয়ে গেলেন এই লিজেন্ডরা? আরো অনেক কথা আছে ভিডিওতে।

05/12/2023

INTRO-Ruchikaar (রুচিকার)

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruchikaar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruchikaar:

Share