07/05/2024
এবারের ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়েও কখনও কখনও দার্শনিক রবীন্দ্রনাথকে আমার কাছে বড় বলে মনে হয়। এই ভাবনা তার বহু লেখাকে কেন্দ্র করেই জন্ম নিয়েছে। আজ তাঁকে মনে করে তারই লেখা একটি প্রবন্ধ থেকে কিছুটা অংশ নিয়ে কথা বলেছি।
#রবীন্দ্রনাথ_ঠাকুর
THE TASTE MAKER:
সুরকার, গীতিকার বা ছাড়াকারের মতো আমি একজন রুচিকার। চরম রুচির অবক্ষয় আমাদের চারপাশে। কেবল খাবারেই রুচির ব্যাপার থাকে না, কাজে কর্মেও যে রুচির প্রতিফলন ঘটাতে হয় আজ অনেকেই তা আমরা ভুলতে বসেছি। অন্যের রুচি তৈরি করবার ধৃষ্টতা দেখাবো না হয়তো, তবে স্মরণ করিয়ে দেবার চেষ্টা থাকবে খুব করে। আপনাদের সামনে রুচিশীল কথাবার্তা ও রুচিশীল ভাবনার আলাপনে হাজির হতে চায় রুচিকার।
#রুচিকার #বাংলাদেশ #আর্ট #শিল্প #শিল্পী #নাটক #চলচ্চিত্র #গান #সুর #আলোচনা #আলাপন #আলাপচারিতা #রুচি #আর্টিস্ট #গণমাধ্যম #শিল্পমাধ্যম
Our Another Channels:
https://www.youtube.com/
https://www.youtube.com/