
19/03/2024
ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!
মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কিনে তরমুজ খেতে পারতো না।
আজ থেকে সাড়ে ৩ হাজার বছর আগে ফেরাউন মারা গেছে ঠিক ই,কিন্তু ফেরাউনের কিছু বংশধর বর্তমানে বাংলাদেশে তরমুজ এর ব্যবসা করছে।
ওদের বাপ ফেরাউনের মতো ওরা-ও পিচ হিসাবে কিনে এনে অধিক দামে কেজি হিসাবে বিক্রি করে, যা সাধারণ মানুষ কিনে খেতে পারে না।😢😢
একটা তরমুজ সরাসরি কৃষকের হ্মেত থেকে ক্রয় হয় ৮০-১২০ ৳ পর্যন্ত! ওজন ৭-১০ কেজি
আর বাংলাদেশের জাতীয় ফেরাউনরা বাজারে বিক্রি করে প্রতি পিস ৫০০-৭০০৳ পর্যন্ত
বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে!
নেক্সট ১৫ দিন কোন তরমুজ কিনবেন না..সব পচে যাবে।এটাই হোক আমাদের নিরব প্রতিবাদ।