Daily Rupganj

Daily Rupganj Daily Rupganj is an online news portal. It features the daily lives of the people of Rupganj.

Grow your knowledge about Rupganj through all sorts of authentic news.

বর্তমান বাংলাদেশ ক্রিকেট এর যদি কোনো কেন্দ্রবিন্দুর নাম থাকে তাহলে তা নিসন্দেহে হবে সাকিব আল হাসান। তার ক্রিকেট জীবনের ঐ...
04/06/2022

বর্তমান বাংলাদেশ ক্রিকেট এর যদি কোনো কেন্দ্রবিন্দুর নাম থাকে তাহলে তা নিসন্দেহে হবে সাকিব আল হাসান। তার ক্রিকেট জীবনের ঐতিহ্য যেমন সেরাদের কাতারে লিখিত আছে তেমন করে তাকে নিয়ে আলোচনা-সমালোচনারও কোনো অন্ত নেই। কিন্তু কথায় আছে 'ওস্তাদের মার শেষ রাতে' তিনি যে কোনো সাধারণ কোনো ব্যক্তি না, এর প্রমাণ তার কর্মের মাধ্যমেই প্রকাশ পায়। ৩৫ বছর বয়সেও তিনি যে ফরমে আছেন তা অনেক ইয়াংস্টারদেরকেও হার মানতে বাধ্য করবে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সাকিবের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। বৃহস্পতিবার (২ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে এটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। মুমিনুলের নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে, ড্র ২টি। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মুমিনুল। সাকিব টেস্ট দলের অধিনায়ক ছিলেন আগেও। তাঁর ওপর আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব, জয় তিনটিতে ও হার ১১টিতে। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে সিরিজের মধ্যেই আপৎকালীন অধিনায়ক করা হয় সাকিবকে। সেটাই তাঁর প্রথম নেতৃত্বে আসা। সাকিবের দ্বিতীয় মেয়াদের অধিনায়কত্বের শুরু ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আরও একবার টেস্টের নেতৃত্ব উঠল সাকিবের হাতে।
আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অর্থাৎ অধিনায়ক সাকিবের দেখা আগামী ১৬ জুনই মিলবে।

বন্দরে স্কুল ছাত্রীকে অটোরিকশা চালকের অপহরণের চেষ্টা, আত্মরক্ষায় চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে কিশোরী!বন্দরে ৩০ মে সকাল...
31/05/2022

বন্দরে স্কুল ছাত্রীকে অটোরিকশা চালকের অপহরণের চেষ্টা, আত্মরক্ষায় চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে কিশোরী!

বন্দরে ৩০ মে সকালে স্কুলে যাবার জন্য মদনপুর অটোস্ট্যান্ড অটোরিকশাতে উঠে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার। অটোরিকশা চালক তাকে অপহরণ করছে তা বুঝতে পেরে স্কুল ছাত্রী জীবনের ঝুকি নিয়ে সকাল সাড়ে ৬ টার দিকে মদনপুর জয়দেবপুর সড়কে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়। ঘটনাস্থল থেকে আহত কিশোরীকে স্থানীয়রা উদ্ধার করে মদনপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত ফারিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। মুরাদপুর এলাকার ফারুক মিয়ার মেয়ে ফারিয়া আক্তার।
অপরদিকে বন্দরে এই ঘটনার প্রতিবাদে ফারিয়ার বিদ্যালয়ের সহপাঠী এবং শিক্ষার্থীরা দুপুর ১২ টায় বিদ্যালয় সংলগ্ন মদনপুর জয়দেবপুর সড়ক অবরোধ করে। এই সময়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশা চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ধামগড় ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অটোরিকশা চালককে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেটে ফাহিমের দুর্দান্ত সেঞ্চুরি!নারায়ণগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগে দূদার্ন্ত হার না মানা শতক...
17/05/2022

নারায়ণগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেটে ফাহিমের দুর্দান্ত সেঞ্চুরি!

নারায়ণগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগে দূদার্ন্ত হার না মানা শতক হাঁকিয়েছেন শীতলক্ষ্যা ক্লাবের বা-হাতি অলরাউন্ডার ফাহিম।
সোমবার (১৬ মে) সামজুজ্জোহা স্পোটর্স কমপ্লেক্স মাঠে ইসমাঈল বাবুল ক্রিকেট একাডেমীর বিরুদ্ধে ১২১ রানের নট আউট ইনিংস উপহার দেন প্রতিভাবান এই ক্রিকেটার।
প্রথম বিভাগ ক্রিকেট ফাহিমের এটা প্রথম সেঞ্চুরি। শীতলক্ষ্যা ক্লাবের লীগে এটি ৪র্থ ম্যাচ। ৪ ম্যাচে ফাহিমের মোট সংগ্রহ ১৭০ রান।
লীগ কমিটি সূত্র জানায়, ৫০ ওভারের সীমিত ম্যাচের প্রথমে ব্যাট করে শীতলক্ষ্যা ক্লাব ৩২৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। জবাবে ইসমাঈল বাবুল ক্রিকেট একাডেমী ২১৬ রানে গিয়ে আটকে যায়। ১১২ রানের বিশাল ব্যবধানে জয় পায় শীতলক্ষ্যা ক্লাব।

তরুনদের মোবাইলের থেকে দূর করতে হবে: এডি. এসপি শফিকুল“মানুষকে সুস্থ বিনোদন দিতে হবে, তাহলে মানুষ অপরাধ থেকে সরে আসবে। বর্...
16/05/2022

তরুনদের মোবাইলের থেকে দূর করতে হবে: এডি. এসপি শফিকুল

“মানুষকে সুস্থ বিনোদন দিতে হবে, তাহলে মানুষ অপরাধ থেকে সরে আসবে। বর্তমানে কিশোর গ্যাং অন্যতম একটি সমস্যা। সেক্ষেত্রে পরিবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তরুনদের মধ্যে মোবাইলের সংস্কৃতি থেকে দূর করতে হবে। বিনা প্রয়োজনে তাদের কাছে স্মার্টফোন দেয়া যাবে না। আমাদের পুলিশের পক্ষ থেকে যা করা লাগে তা করা যাবে। চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ী, কিশোর গ্যাং এদের লিষ্ট করে লিষ্ট দেন। আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো। আসুন সবাই মিলে তিলোত্তমা নারায়ণগঞ্জ গড়ে তুলি।”
বক্তব্যটি রেখেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, আমরা যদি সকলে দেশকে ভালোবাসি তাহলে দেশে কোন অপরাধ সংসঠিত হবে না। এক্ষেত্রে জনগণের সহযোগীতা আমাদের প্রয়োজন, তবে আমাদের পুলিশের অবস্থান সব সময় জিরো টলারেন্স থাকবে। মানুষের সহযোগীতায় আমরা চানমারির মতো জায়গায় মাদক নিমূল করতে পেরেছি। আজ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর সাথে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পুলিশও কাজ করে যাচ্ছে।
রবিবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় ফতুল্লা থানায় সভা কক্ষে ফতুল্লা মডেল থানা আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শেখ রিজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা মডেল থানার ইন্সেপেক্টর (ওসি তদন্ত) তরিকুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ইন্সেপেক্টর (ওসি অপারেশন) কাজী মাসুম, উপ-পরিদর্শক (এসআই) মো. হারেস, সাংবাদিক রণজিৎ মোদক, কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তফা কামাল, সদস্য আল আমিন প্রধান, কমিউনিটি পুলিশিং ফতুল্লা থানার সদস্য মেম্বার রাশেদুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমসহ বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ।

২ দিন পর নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ১ জন!নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নত...
16/05/2022

২ দিন পর নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ১ জন!

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ১জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ৩শ’ ৫০জন আক্রান্ত হয়েছেন। করোনার প্রকোপ একদমই নেই, তবুও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ দিন দিন বেড়ে চলছে। বাজার, মার্কেট এবং সমাগমের স্থান গুলোতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রতিনিয়ত। নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে এসেছে। বর্তমানে করোনার সংক্রমণ একেবারে নেই বললেই চলে।
নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩৩জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এখন পর্যন্ত মোট ২ লাখ ৪৭হাজার ৭৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টায় রূপগঞ্জ উপজেলায় ১জন আক্রান্ত হয়েছে। এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ১৪ জন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি সোমবার (১৬ মে) সকালে পর্যন্ত তথ্য পাওয়া গেছে।

"রূপগঞ্জে যান চলাচলে বিঘ্ন, ভোগান্তি"নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ব্যস্ততম গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান ...
16/05/2022

"রূপগঞ্জে যান চলাচলে বিঘ্ন, ভোগান্তি"

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ব্যস্ততম গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক দখল করে নির্মাণাধীন ভবনের সরঞ্জাম রাখা হয়েছে। এতে এশিয়ান হাইওয়ে সড়কটি সরু হয়ে যান চলাচলে বিঘ্নসহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রশাসনের নিরবতায় প্রভাবশালীরা ব্যস্ততম এশিয়ান হাইওয়ে সড়কের অর্ধেক জায়গা ইট, বালু, পাথরসহ ভবন নিমার্ণ সামগ্রী দিয়ে দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
বাতাসে উড়ছে বালু, ভোগছে পথচারীসহ যানবাহনের চালকরা। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সরেজমিনে বৃহস্পতিবার (১২ মে) এমন চিত্র দেখা যায় গোলাকান্দাইল এলাকায়।
জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল এলাকার আল-রাফি হাসপাতালের পিছনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের ফুটপাতসহ অর্ধেক সড়ক দখল করে ১৫দিন যাবৎ ইট,বালু, পাথর রেখে চলছে নিমার্ণ কাজ।
রাস্তার উপর এসব নিমার্ণ সামগ্রী রাখায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করছে। যানজটে নাকাল হচ্ছে চালকসহ যাত্রীরা।
ভূলতা হাইওয়ে পুলিশ ও ভূলতা ফাঁড়ির পুলিশ দেখে না দেখার ভান করছে। ব্যস্ততম সড়কের উপর নিমার্ণ সামগ্রী রেখে ভবন নির্মার্ণ করছে দেলোয়ার হোসেন খোকা, করিম, মুজিবুর। এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের (টিআই) ফারুক বলেন, আমার আগে জানা ছিলো না। তবে বিষয়টি এখন জেনেছি। আমি শীঘ্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি।

রূপগঞ্জে বসত ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী!শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকার বধরুজ্জান বাবুর ভাড়াট...
16/05/2022

রূপগঞ্জে বসত ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী!

শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকার বধরুজ্জান বাবুর ভাড়াটিয়া বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন সিলেট জেলার নবীনগড় উপজেলার লক্ষিপুর এলাকার সায়মন সরকারের ছেলে রিংকো (২৫) ও তার স্ত্রী বিশ্নপ্রিয়া (২০)। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী দুইজনে অগ্নিদগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পাশ্ববর্তী রুমের ভাড়াটিয়ারা জানান, শুক্রবার গভীর রাতে হঠাৎ দগ্ধদের ডাক চিৎকার শুনে তারা ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রনে এনে দগ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তারা আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আগুনের সুত্রপাত সমন্ধে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ধারনা করছেন মশার কয়েলের থেকে আগুনে সুত্রপাত হতে পারে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এধরনের কোন ঘটনা আমাদের জানা নাই । আভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপগঞ্জে!বৃহস্পতিবার (১২ মে) বিকালে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মা...
16/05/2022

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপগঞ্জে!

বৃহস্পতিবার (১২ মে) বিকালে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব -১৭) ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করেছেন রূপগঞ্জ উপজেলার ইউএনও শাহ নুসরাত জাহান ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার নিলা, সার্ভেয়ার মশিউর রহমান, খালেক রহমান প্রমুখ।
এসময় ইউএনও শাহ নুসরাত জাহান বলেন, মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবকদের ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই। যুবকরা যাতে খেলাধুলা করতে পারে তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব -১৭) ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হলো। এই টুর্ণামেন্ট এর মাধ্যমে আশা করি যুবকরা আবারও খেলাধুলায় ফিরে আসবে। উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভা নিয়ে এই টুর্ণামেন্ট সাজানো হয়েছে।

12/05/2022
12/05/2022
12/05/2022
১২ ই মে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস!আসুন স্বাস্থ্যসম্মত উপায়ে বৃক্ষরোপণ করি এবং সঠিক পরিচর্যার মধ্য দিয়ে নিজেদের শ...
12/05/2022

১২ ই মে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস!

আসুন স্বাস্থ্যসম্মত উপায়ে বৃক্ষরোপণ করি এবং সঠিক পরিচর্যার মধ্য দিয়ে নিজেদের শহরকে বৈশ্বিক উষ্ণতার হাত থেকে রক্ষা করি।

চট্টগ্রাম টেস্টের আগে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে থাকছেন না তিনি।মঙ্গলবার (১০ মে) গণমাধ্যমকে খবরটি ...
11/05/2022

চট্টগ্রাম টেস্টের আগে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে থাকছেন না তিনি।

মঙ্গলবার (১০ মে) গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক মনজুর কাদের।

১৫ মে চট্টগ্রামে হতে যাওয়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে থাকছেন না বাংলাদেশের আইকন খেলোয়াড় সাকিব আল হাসান।

মুড়াপাড়া জমিদার বাড়িনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অতি পরিচিত একটি স্থান মুড়াপাড়া জমিদার বাড়ি (Murapara Jamidar Bari...
10/05/2022

মুড়াপাড়া জমিদার বাড়ি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অতি পরিচিত একটি স্থান মুড়াপাড়া জমিদার বাড়ি (Murapara Jamidar Bari)। এটি ঢাকা থেকে ২৫ কি.মি. দূরে নরসিংদী রোডে অবস্থিত। জমিদার রামরতন ব্যানার্জী ১৮৮৯ সালে ৪০ হেক্টর জমির উপর নির্মাণ শুরু করেন মুড়াপাড়া জমিদার বাড়িটির। তিনি নাটোর স্টেট এর কোষাধ্যক্ষ ছিলেন এবং তার সততার কারণে একটি উচ্চ পদে উন্নীত হন। কিন্তু প্রচলিত আছে, রামরতন ব্যানার্জী শুধু এই বাড়িটির ভিত্তি ও কাঠামো তৈরি করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর তার পুত্র প্রতাপ চন্দ্র ব্যানার্জী ১৮৮৯ সালেই তার পুরনো বাড়ি ছেড়ে পেছনে আরো একটি প্রাসাদ তৈরি করেন। বিশাল এই জমিদার বাড়িতে প্রায় একশত’র উপরে কক্ষ রয়েছে, যার প্রায় সবগুলোতেই পাবেন কারুকার্যের ছোঁয়া। এই জমিদার বাড়ীতে রয়েছে কাছারিঘর, অতিথিশালা, নাচঘর, পুজা মণ্ডপ, বৈঠকখানা, ভাঁড়ার সহ বিভিন্নভাগে ভাগ করা অংশ।

ঢাকা থেকে কাঁচপুর ব্রীজ পার হয়ে বামে রূপগঞ্জ উপজেলা। একটু সামনেই রূপসী বাসস্টেন থেকে সিএনজি করে ( ২০ টাকা জন প্রতি ভাড়া ) মুড়াপাড়া জমিদার বাড়ি।

Address

(Rongdhanu Business Point) Plot# 77, Road# 3, Block# I, Level/5 Bashundhara R/A, Dhaka/1229 , Dhaka Division
Dhaka
DHAKA-1229

Alerts

Be the first to know and let us send you an email when Daily Rupganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Rupganj:

Share