Freelancing With Mahmud

Freelancing With Mahmud Hey! I'm professional Freelancer. I am working on Digital Marketing field. I have a large group and

04/10/2023
ছেলে নিখোঁজ! তাকে ফিরে পেতে তার বাবার পোস্ট৷ হ্যাঁ ছেলেকে পেয়েছেন বাবা কিন্তু ঠান্ডা দেহটা৷ আহারে জীবন৷ কেউ কি জানতো! কয়...
07/11/2022

ছেলে নিখোঁজ! তাকে ফিরে পেতে তার বাবার পোস্ট৷ হ্যাঁ ছেলেকে পেয়েছেন বাবা কিন্তু ঠান্ডা দেহটা৷ আহারে জীবন৷ কেউ কি জানতো! কয়েকদিন আগে নিখোঁজ হওয়া মেধাবী ছেলেটা ভেসে উঠবে নদীর পাড়ে!

16/10/2022

দেশে প্রায় সাড়ে ১১ কোটি মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে। সম্পদ বিক্রি করছে। ঋণ নিচ্ছে। সামনে সঙ্কট আরো বাড়তে পারে।
-CCS এর প্রতিবেদন

হ্যাক হয়েছে ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেল ।এই চ্যানেলটি বাংলাদেশের ইউটিউব চ্যানেলের শীর্ষে অবস্থান করছিল।চ্যানেলটির নাম পাল...
16/10/2022

হ্যাক হয়েছে ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেল ।
এই চ্যানেলটি বাংলাদেশের ইউটিউব চ্যানেলের শীর্ষে অবস্থান করছিল।

চ্যানেলটির নাম পাল্টিয়ে Ethereum 2.0 রাখা হয়েছে।

১২০টাকার পারিশ্রমিকে আধুনিক দাস!! (২০২২)চা শ্রমিক... দুপুরে ভাত খায়তেছিলো  শুধুমাত্র লবন দিয়ে।ছেলে বাটিতে ও তার বাবা ঢাক...
22/08/2022

১২০টাকার পারিশ্রমিকে আধুনিক দাস!! (২০২২)
চা শ্রমিক...
দুপুরে ভাত খায়তেছিলো শুধুমাত্র লবন দিয়ে।ছেলে বাটিতে ও তার বাবা ঢাকনায় ভাত খাচ্ছে😥

১২০ টাকা করে হলে মাসে ৩৬০০ টাকা।💔

এই যুগে ৩৬০০ টাকা দিয়ে একটা পরিবার কিভাবে সংসার চালাবে। তাদের লবণ দিয়েও ভাত খেতে পারার কথা না।তাদের চেহারার দিকে তাকালেও ত বুঝার কথা যে তারা কতটা কষ্টের সাথে জীবন অতিবাহিত করতেছে।
আমি হিসাব মিলাতে পারছিনা।🥺

তাদের নায্য মজুরি দেওয়া হোক। একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে।তাদের মুজুরী 500-1000 টাকা করা উচিৎ✅💟

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তোষ রবিদাস তার চা শ্রমিক 'মা' কে নিয়ে আবেগঘন এই লেখাটি লিখেছেন ... পড়তে পড়তে নিজেই ...
18/08/2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তোষ রবিদাস তার চা শ্রমিক 'মা' কে নিয়ে আবেগঘন এই লেখাটি লিখেছেন ... পড়তে পড়তে নিজেই কাদলাম! পড়তে পারেন।
--------------------------------------------------

মৌলভীবাজার জেলার শমসেরনগরে ফাঁড়ি কানিহাটি চা-বাগানের এক চা শ্রমিক পরিবারের ছেলে আমি। জন্মের ছয় মাসের মাথায় বাবাকে হারিয়েছি। মা চা-বাগানের শ্রমিক। তখন মজুরি পেতেন দৈনিক ১৮ টাকা।

সেই সময় আমাকে পটের দুধ খাইয়ে, অন্যের বাসায় রেখে মা যেতেন বাগানে কাজ করতে।

২০০৭ সালে আমি ক্লাস ফাইভে পড়ি। মায়ের মজুরি তখন ৮৮ টাকা। এক দিন বললেন, ‘বাজারে গিয়ে পাঁচ কেজি চাল নিয়ে আয়।’ সেই চাল দিয়ে এক মাস চলেছে আমাদের। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে দেখি মা চাল ভাজলেন। পলিথিনে সেই ভাজা চাল, আটার রুটি আর লাল চা একটা বোতলে ভরে গামছায় প্যাঁচালেন। আর আমাকে আটার রুটি ও লাল চা দিলেন। দুপুরে খেতে গিয়ে দেখি শুধু পেঁয়াজ, শুকনা ভাত, তেল আর লবণ আছে। তা দিয়ে মেখে খেলাম। রাতেও কোনো তরকারি ছিল না। তখন পাশের বাসার কাকু আমাকে ডেকে কুমড়া আর আলু দিয়েছিলেন, যা দিয়ে আমরা দুইটা দিন পার করেছিলাম। তখন কুপি বাতির আলোয় পড়তাম। মা আগেই রেডি করে দিতেন বাতি। তেল শেষ হয়ে গেলে আর পড়া হতো না। দোকানদার বাকিতে তেল দিতেন না।

পঞ্চম শ্রেণির পর ভর্তি পরীক্ষায় পাস করে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলে পাঁচ বছরের জন্য ফ্রি পড়ালেখার সুযোগ পাই। মা অনেক খুশি হয়েছিলেন। তখন তাঁর সামান্য আয়ের একটা অংশ থেকে আমাকে টিফিন খাওয়ার জন্য প্রতি সপ্তাহে ৭০-৮০ টাকা দিতেন।

২০১৩ সালে বিএএফ শাহীন কলেজে ভর্তি হই। তখন মা ১০২ টাকা করে পেতেন। এই সময়ে তিনি গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলে আমার ভর্তির টাকা, ইউনিফর্ম আর বই-খাতা কিনে দিয়েছিলেন।

২০১৪ ডিসেম্বর। মায়ের হাতে টাকা নেই। তখন এইচএসসির রেজিস্ট্রেশন চলছিল। মা ৫০ টাকার একটা নোট দিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলেছিলেন, ‘কেউ ধার দেয়নি রে বাপ।’ কলেজের এক শিক্ষকের কাছ থেকে ধার নিয়ে সেবার রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম।

এইচএসসির পর ভর্তি পরীক্ষার কোচিং। মা তখন আবার লোন নিলেন গ্রামীণ ব্যাংক থেকে। লোনের কিস্তির জন্য এই সময় মা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন। বিনিময়ে পেতেন ৩০০ টাকা। আমি জানতাম ঘরে চাল নেই। শুধু আলু খেয়েই অনেক বেলা কাটিয়েছিলেন মা।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলাম। মা তখন কী যে খুশি হয়েছিলেন! কিন্তু ভর্তির সময় যত ঘনিয়ে আসছিল, মায়ের মুখটা তত মলিন দেখাচ্ছিল। কারণ চা-বাগানে কাজ করে যা পান তা দিয়ে তো সংসারই চলে না। ভর্তির টাকা দেবেন কোথা থেকে। পরে এলাকার লোকজন চাঁদা তুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করল। বিশ্ববিদ্যালয়ে টিউশনি করেই চলতাম। হলের ক্যান্টিনে ২০ টাকার সবজি-ভাত খেয়েই দিন পার করেছি। অনেক দিন সকালে টাকার অভাবে নাশতাও করতে পারিনি। দুর্গাপূজায় কখনো একটা নতুন জামা কিনতে পারিনি।

২০১৮ সালে শ্রেষ্ঠ মা হিসেবে উপজেলায় মাকে সম্মাননা দেওয়া হবে বলে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়। পরে মায়ের নামটা কেটে দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জেনেছি, মা আমার চা শ্রমিক। স্টেজে উঠে নাকি কিছু বলতে পারবেন না। তাই নাম কেটে দিয়েছে! মা এখনো প্রতিদিন সকালে একটা বোতলে লবণ, চা-পাতা ভর্তা, আটার রুটি, সামান্য ভাত পলিথিনে ভরে নিজের পাতি তোলার গামছায় মুড়িয়ে নিয়ে দৌড়ান চা-বাগানে। আট ঘণ্টা পরিশ্রম করে মাত্র ১২০ টাকা মজুরি পান! এই মজুরিতে কিভাবে চলে একজন শ্রমিকের সংসার? আজকাল মায়ের শরীর আর আগের মতো সায় দেয় না। বলেন, ‘তোর চাকরি হইলে বাগানের কাজ ছেড়ে দেব।’

আমি এখন সেই দিনের প্রতীক্ষায় আছি....!

- সন্তোষ রবিদাস অঞ্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়

14/08/2022

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।

– অ্যানোনিমাস

যারা স্বপ্ন দেখতে জানে,তারা কাজও করতে জানে।কেননা স্বপ্নকে বাস্তবায়ন করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো কাজ।সুতরাং স্বপ্ন দেখুন...
11/08/2022

যারা স্বপ্ন দেখতে জানে,
তারা কাজও করতে জানে।
কেননা স্বপ্নকে বাস্তবায়ন করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো কাজ।
সুতরাং স্বপ্ন দেখুন এবং কাজের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রকাশ করুন।

10/08/2022
টাকার মান আরও ৩০ পয়সা কমলো!!!!!বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সোমবার (৮ আগস্ট) ডলার বিক্রি করেছে ৯৫ টাকা দরে...
09/08/2022

টাকার মান আরও ৩০ পয়সা কমলো!!!!!

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সোমবার (৮ আগস্ট) ডলার বিক্রি করেছে ৯৫ টাকা দরে। অর্থাৎ এ দিন আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হয়েছে ৯৫ টাকা। একদিন আগেও রবিবার (৭ আগস্ট) এই দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক নতুন দামে ১৩৯ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে। এদিন ডলার বিক্রির পর বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৯ দশ‌মিক ৫৬ বিলিয়ন ডলা‌রে।

নিয়ম অনুযায়ী, এটিই ডলারের আনুষ্ঠানিক দর। অবশ্য গত মে মাসের শুরুর দিকে ডলারের দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।

এদিকে এদিন কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলার নগদ কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১৪ থে‌কে ১১৫ টাকা। আর বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তে ১০৭ থে‌কে ১০৮ টাকা পর্যন্ত দা‌মে নগদ ডলার বি‌ক্রি হচ্ছে।

👉.ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে?যারা নতুন ফ্রিল্যান্সার আছেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমেই ...
07/08/2022

👉.ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে?
যারা নতুন ফ্রিল্যান্সার আছেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমেই একটি ব্যাপার মাথায় আসে আর সেটা হলো ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে! আসলেই আমাদের দেশের বেশির ভাগ মানুষের ফ্রিল্যন্সিং নিয়ে এখনো পর্যাপ্ত ধারণা নেই। আর তাই তারা বিশ্বাস করতে পারেন না যে, ঘরে বসে আসলেই অনলাইনে উপার্জন আয় করা সম্ভব!
👉.কিন্তু আসলেই বাংলাদেশের অনেক মানুষ ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন, আর ফ্রিল্যান্সিং করে সফল হয়েছেন! তাই, অবশ্যই আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং করেও উপার্জন করা যায়, এবং এই উপার্জন অন্য যেকোন ১০ টা চাকরির থেকে নেহাত কম নয়! আর এই কারনে প্রযুক্তির সাথে সম্পৃক্ত তারা ধীরে ধীরে ফ্রিল্যাস্নিং এর প্রতি আগ্রহী হচ্ছেন এবং ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। কিন্তু নতুন দের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হলো, তারা প্রথমে বুঝতে পারে না যে আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে হয় কিভাবে।
👇
ফ্রিল্যান্সিং কি___?
ফ্রিল্যান্সিং কেন করবো___?
ফ্রিল্যান্সিং কিভাবে করবো.__?
কিভাবে কাজ শুরু করবো__?
কিভাবে ইনকাম করবো___?
ফ্রিল্যান্সিং সম্পর্কে সব কিছু জানুন তার পর ফ্রিল্যান্সিং শুরু করুন?
সকল পশ্নের উত্তর জানতে লাইভ ক্লাসে অংশ গ্রহণ করুন।
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

✨  #সময় থাকতে আমরা সময় গুরুত্ব দেই এবং  নিজেদের  #স্কিল ডেভেলপ করে নিজেদের কে  #বেকার_মুক্ত জীবন গড়ে তুলি৷⏳📣📣 আর তাই আমা...
06/08/2022

✨ #সময় থাকতে আমরা সময় গুরুত্ব দেই এবং নিজেদের #স্কিল ডেভেলপ করে নিজেদের কে #বেকার_মুক্ত জীবন গড়ে তুলি৷⏳

📣📣 আর তাই আমাদের জন্য দারুণ সুখবর। আজ # ৬_আগস্ট _ #শনিবার_সন্ধ্যা_৭ঃ৩০মিনিটে ফ্রিল্যান্সিং এর (A-Z) বিস্তারিত ওয়েবিনারে আলোচনা করা হবে।? (এই ক্লাসটি সম্পূর্ণ ফ্রি)

তাই আসুন এই সুযোগকে কাজে লাগাই।
দেরি না করে এখনি #রেজিস্ট্রেশন করি। 👇👇
#সিট_লিমিটেড ( সবাই সুযোগ পাবে না) ⏳

মাধ্যমঃ গুগল মিট📱
বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার ফেবু ম্যাসেন্জার এবং ইমেইল এ প্রেরণ করা হবে।
আরো বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন। ধন্যবাদ


Address

Mirpur/2
Dhaka
7700

Telephone

+8801784731372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing With Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing With Mahmud:

Share