03/02/2021
From: তোমারি প্রেমে উন্মাদ দশম ব্যাচেরই একজন😇
To,
Name: Binty Islam
Department: FDAE
Batch: 10th
সুন্দরী ওগো শুকতারা,
আমার জীবনে তুমি যেন শুকতারারূপে আবির্ভূত হয়েছ।সন্ধ্যার আকাশে দীপ্তিমান আকাশের সব তারার ভিড়ের মাঝে যেমন উজ্জ্বলভাবে জ্বলতে থাকা শুকতারাকে আলাদাভাবে চেনা যায়,তেমনি শত শত সুন্দরী রমণীদের মাঝে তোমাকে চিনতে খুব একটা বেগ পেতে হয় নি আমার।ওগো প্রেয়সী, তুমি আমার আকাশে শুকতারারূপে জ্বলবে?ভরিয়ে দেবে কি আমার আকাশ আলোয় আলোয়?কেন জানি তুমি ছাড়া আমার আকাশ অপূর্ণ রয়ে যায় ঠিক যেমন অমাবস্যার রাতের অন্ধকার আকাশের মতো😔।
তোমাকে দেখার পর থেকে রক্তের সমগ্র শিরা উপশিরা নিলয়ে অলিন্দে একটাই প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল,"ভালবাসি,একটু নয় বড্ড বেশি ভালবাসি"।ক্রাশ শব্দটাকে কেমন জানি ঠুনকো লাগে।তবে আমার শুরুটা কিন্তু ওই ক্রাশ বা প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়ার মধ্য দিয়ে।এরপর মনের কোন গভীর কোণ থেকে ভাবতে ভাল লাগে তোমাকে।ভাবতে ভাবতে যেন আমি কোন মহাসমুদ্রে দিকভ্রান্ত কোন নাবিক হয়ে যায়,কোন কূল কিনারা পাই না। তবে তোমার মিষ্টিমাখা হাসিভরা ওই মুখ যতবার দেখি মোবাইলের স্ক্রিন জুড়ে, তখন সমস্ত গ্লানি ব্যর্থতা যেন নিমিষেই মিলিয়ে যায়।আর হ্যা তোমার ওই গুলুমুলু মুখটাতেই অনেক বেশি কিউট লাগে,চিরদিন এমনই রবে গো। তোমাকে হারায়ে ফেলার বড্ড ভয় জাগে সবসময়। হারাতে চায় না কখনো। সযত্নে আগলে রাখব আমার হৃদয় মাঝে।একসাথেই না হয় বৃদ্ধ হলাম♥।
কবিগুরুর সাথে তাল মিলিয়ে কয়েকলাইন বলে গেলাম,
"কি করিলে বল পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে,
ওহে এত প্রেম আমি কোথা পাব
তোমারে হৃদয়ে রাখিতে,
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনা না এলে কে পারে
হৃদয়ে রাখিতে"।🥰
ইতি,
তোমারি প্রেমে উন্মাদ দশম ব্যাচেরই একজন😇