Prithvi Raj Saha

Prithvi Raj Saha Hello, myself Prithu Saha
A professional Digital Consultant. I've been working as a Digital Marketer.

19/01/2023

সুযোগ-সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই, তাদের কাছে সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে, তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়।

সাফল্যের চাবিকাঠি!♠️
03/12/2022

সাফল্যের চাবিকাঠি!♠️

পৃথিবীতে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে মার্কেটিং।ডিজিটাল মার্কেটিং এর একটা কাজএফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট...
24/11/2022

পৃথিবীতে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ
এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং করার সুবিধা গুলো :

১.কোনো নিজস্ব প্রোডাক্ট থাকার প্রয়োজন হয় না।

২.পছন্দমতো প্রোডাক্ট প্রমোট করা যায়।

৩.ঘরে বসে অনলাইনে কাজ করা যায়।

৪. প্রোডাক্টের সেলস করার পর সার্ভিস নিয়ে কোনো চিন্তা করতে হয় না।

৫.ফুলটাইম ক্যারিয়ার গড়া যায়।

৬. নিজেই নিজের বস হিসাবে কাজ করা যায়।

৭. সময়ের স্বাধীনতা থাকে তাই যেকোনো সময় ভ্রমণে যাওয়া যায়।

৮. যে কোনো জায়গা থেকে কাজ করা যায়।

৯.বিভিন্ন কোম্পানির কাছে যথেষ্ট সম্মান পাওয়া যায়।

১০.অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোনো বিড করার প্রয়োজন পড়ে না।

১১.অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ থাকে।

১২.সবকটি ওয়েবসাইট দিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করা সম্ভব হয়।

১৩.একটি অ্যাফিলিয়েট সাইট দিয়ে একাধিক ওয়েতে ইনকাম করা সম্ভব হয়।

১৪.আনলিমিটেড ইনকাম করা সম্ভব।

 #অনলাইনে_ক্যারিয়ার_গড়াআজকাল অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছে যারা গতানুগতিক চাকরি-ব্যবসা ইত্যাদি বাদ দিয়ে সম্পূর্ণ স্বাধ...
23/11/2022

#অনলাইনে_ক্যারিয়ার_গড়া

আজকাল অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছে যারা গতানুগতিক চাকরি-ব্যবসা ইত্যাদি বাদ দিয়ে সম্পূর্ণ স্বাধীন ভাবে নিজে কিছু করার স্বপ্ন দেখে। এরকম স্বপ্ন দেখা মানুষ জন্য অনলাইন প্লাটফর্ম যেসব নতুন দিগন্তের সম্ভাবনার দুয়ার খুলেছে তার বিস্মৃতি আসলে অল্প পরিসরে বোঝানো রীতিমতো অসম্ভব বিষয়।
ক্যারিয়ার বলতে আমরা যা বুঝি তা হলো ইন্টারনেট ব্যবহার করে আপনার কম্পিউটারের সাহায্যে কোন অনলাইন প্ল্যাটফর্ম অথবা ফুল টাইম জব অথবা ব্যবসা করা ।

#অনলাইনে_ক্যারিয়ার_গড়ার_সুবিধা

★নিজের ইচ্ছামতো সময়ে কাজ করার স্বাধীনতা আপনি কেবল অনলাইনেই পাবেন।

★কোথায় বসে কাজ করবেন,কখন করবেন,কতক্ষণ করবেন এসব নির্ধারণ করার ক্ষমতা আপনার হাতেই থাকবে।

★কোন কাজ করবেন, কিভাবে কাজ করবেন সসম্পূর্ণ আপনার হাতেই থাকে।

★একই প্রতিষ্ঠানের হয়ে কাজ না করে একের অধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারেন এবং নিজের ইচ্ছামত কাজের রেট ও ফিক্স করতে পারেন।

★যেহেতু অনলাইনের বেশিরভাগ কাজই প্রজেক্ট ভিত্তিক তাই অল্প সময়ে অধিক টাকা উপার্জনের উপায় আপনি অনলাইনেই পাবেন ।

★যেহেতু দলীয়ভাবে কাজ করার সুযোগ থাকে তাই দেশি-বিদেশি বিভিন্ন জায়গায় একটি সুন্দর সম্পর্ক মেইনটেইন করার সুযোগও আপনি এই সেক্টর থেকে পাবেন

★সর্বোপরি যেহেতু একজন মেন্টরের তত্ত্বাবধায়নে কাজ করার সুযোগ থাকে তাই এই সেক্টর থেকে সফলতার হার ১০০%

#১০ উপায়ে অনলাইনে ইনকাম

★ডিজিটাল মার্কেটিং
★অ্যাফিলিয়েট মার্কেটিং
★ ইউটিউব
★ ব্লগিং এবং কনটেন্ট রাইটিং
★ইকমার্স
★গ্রাফিক্স ডিজাইন
★সোশ্যাল মিডিয়া
★ অনলাইন টিউটর
★ অনুবাদের কাজ
★ ভার্চুয়াল সহকারীর কাজ

বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ফ্রিলান্সার ড্যান লক।তার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মোট ইনকাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদ...
21/11/2022

বর্তমান বিশ্বের সবচেয়ে
ধনী ফ্রিলান্সার ড্যান লক।
তার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মোট ইনকাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় (৮ ০৮,০০,০০,০০০ টাকা)।

হংকং এর এই ড্যান লক আজ সকল ফ্রিল্যান্সারদের
আইডল, ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করে আজ তিনি বিশ্বের অন্যতম একজন সফল উদ্যোক্তা।🔥

Freelancing কাকে বলে?🤔🤔☞একজন স্বাধীন উদ্যোক্তা যিনি কোনো একটি মাত্র কোম্পানিতে কাজ না করে নিজের সেবা একই সময় বিভিন্ন কোম...
19/11/2022

Freelancing কাকে বলে?🤔🤔

☞একজন স্বাধীন উদ্যোক্তা যিনি কোনো একটি মাত্র কোম্পানিতে কাজ না করে নিজের সেবা একই সময় বিভিন্ন কোম্পনিতে প্রদান করতে পারেন তাকে Freelancer বলা হয়।

সহজ ভাষায় বলতে গেলে, Freelancing হলো:- কোন একটি কোম্পানির কর্মচারী হিসেবে কাজ না করে, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি-ভিত্তিক ভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়।😊😊

চাওয়াটা যদি হয় নিখুত✊✊
পাওয়াটা হবে সুনিশ্চিত✌✌

😊✌️

Hey there,My name is  Prithvi Raj Saha I am a professional digital marketer and a digital consultant.I just opened my Pr...
18/11/2022

Hey there,

My name is Prithvi Raj Saha
I am a professional digital marketer and a digital consultant.

I just opened my Professional page.

And I will actively work on this page of mine from now

Stay with me to
Know all the information about
freelancing.

Don't forget to like
Comment & share

Thank you.❤️

Address

Dhaka
1203

Telephone

+8801704961671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prithvi Raj Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prithvi Raj Saha:

Share