প্রবাসী Probashi

প্রবাসী Probashi প্রবাসীদের সুখ দু:খের সেতুবন্ধন“প্রব

সরকারি ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ার আইটি কোম্পানিতে চাকুরীর সুযোগ
06/05/2022

সরকারি ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ার আইটি কোম্পানিতে চাকুরীর সুযোগ

10/07/2021
10/07/2021
10/07/2021
এখনই জেনে নিন, বিদেশ ফেরত প্রবাসীরা যে প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে আসবেন...
07/06/2021

এখনই জেনে নিন, বিদেশ ফেরত প্রবাসীরা যে প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে আসবেন...

returning overseas will arrive at Dhaka airport. Preparing passen...

03/05/2021

প্রবাস আয়ে নাকি আবারও রেকর্ড হয়েছে। প্রবাসী কর্মীরা এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১০ মাসে রেমিট্যান্স এসেছে দুই হাজার ৬৭ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ের চেয়ে ৬০০ কোটি ডলার বেশি।

বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়ে রেমিটেন্স যোদ্ধারা এভাবেই ঘুমায় হজ ক্যাম্পে সরকারি ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

🌿আজকে সৌদি আরবে আমি যেখানে থাকি সেখানে সবাইকে এই রকম একটি করে ইফতার পেকেট গোপনে দিয়ে গেছে। খোঁজেই পেলাম না দাতাকে একটি স...
21/04/2021

🌿আজকে সৌদি আরবে আমি যেখানে থাকি সেখানে সবাইকে এই রকম একটি করে ইফতার পেকেট গোপনে দিয়ে গেছে। খোঁজেই পেলাম না দাতাকে একটি সেলফি তোলার জন্য। যেই নোটটি দিয়েছে বাংলা টাকায় প্রায় সাড়ে এগারো হাজার টাকা। এসে জিজ্ঞেস করেছেন এখানে কতো জন লোক থাকে, একটি বক্সে ঠিক ততটা পেকেট দিয়ে চলে গেছে।

🌿কোন আয়োজন নেই, ক্যামেরা নেই, সেলফি নেই, তেল বাজ নেই।

🌿আমার মনে হয় এটাই তাওহীদ।
সংগ্রহীত।

08/03/2021

নেপালের নারীরা যখন
কাতারে সুপার মলের ক্যাশিয়ার পদে ৪০০০ রিয়ালের বেতন কাজ করে
আমরা তখন কাতারে রাস্তা ঝাড়ু দিতে ব্যস্ত
মাত্র ৭০০ রিয়াল বেতনে----!
নেপালীরা কাতারে আসতে খরচ হয় বড় জোর ১ লাখ টাকা
আমরা রাস্তা ঝাঁড়ু দিতে আসি ---৫/৬ লাখ টাকায়।
৭১ এ দক্ষিন পূর্বএশিয়ার সর্বোন্নত দেশটি আজ
কেবলই চাপার জোরে এগিয়ে---!
বিশ্বের দুটি মাত্র হিন্দু দেশ --ভারত নেপাল--তারপরও
ভারতের নগ্ন শোষনে অতিষ্ট হয়ে যখনই ভারতের মুখে থু মেরে চীনের দিকে মুখ ফিরালো--চমকে গেল তাদের ভাগ্য---আজ তারা স্বনির্ভর--প্রকৃত উন্নয়নশীল দেশ।

আমাদেরকে চীন,মালয়েশিয়া,ভিয়েতনাম,সিঙ্গাপুর বানানোর দরকার নেই--পারলে নেপাল বানিয়ে দিন।
এর ১ মাত্র উপায়-ভারতের করাল থাবা থেকে মুক্তি।

সিংগাপুর আসার আগে ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে RT-PCR test / Covid-19 test করতে হয় ।এর জন্য আপনাকে মেডিক্যাল যাওয়ার পরে একট...
12/02/2021

সিংগাপুর আসার আগে ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে RT-PCR test / Covid-19 test করতে হয় ।
এর জন্য আপনাকে মেডিক্যাল যাওয়ার পরে একটা ফর্ম দেয়া হয়ে থাকে । নমুনা ছবিতে দেয়া হল ।
আপনাকে অবস্যই নির্ভুল ভাবে এই ফর্ম টি পূর্ন করতে হবে ।
এই ফর্ম টি ১ পৃষ্ঠার কিন্তু ৪ টি ভাগ করা আছে,
আপনাকে উপরের ২ টি ভাগ পূর্ন করতে মানে লিখতে হবে ।
ফর্ম লেখার সময় একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ সকল তথ্য যেন আপনার পাসপোর্ট দেখে এর সাথে ১০০% মিল রেখে লিখবেন ।
ভুল করলে সমস্যা হবে সিংগাপুর ইমিগ্রেশনে ।

ফর্মের বাম পাশে লাল কালিতে লেখা আছে:
*সেবা গ্রহীতা এই অংশটুকু পূরণ করবেন*

সাথে কাল / নীল কালির বলপেন (কলম) নিয়ে যাবেন যেন কারো কাছে কলমের জন্য হাত পাতার প্রয়োজন না হয় ।

এই টেস্ট করার পরে আপনাকে সম্পুর্ণ ভাবে আলাদা বা বাহিরের কারো সাথে দেখা করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়, এটা মেনে চলা আপনার কর্তব্য ।

07/02/2021

আলহামদুলিল্লাহ বাংলাদেশের উপর আরোপিত 'ভিসা নিষেধাজ্ঞা' শিথিল

দক্ষিণ কোরিয়ায় আসার জন্য অপেক্ষা রত বাংলাদেশীদের জানানো যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়ায় আগত বাংলাদেশি নাগরিকদের মধ্যে কোভিড -১৯ সংক্রমণের হার সম্প্রতি হ্রাস পাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশের নাগরিকদের উপর আরোপিত 'ভিসা নিষেধাজ্ঞা' এই সপ্তাহ হতে শিথিল করতে যাচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়েছে।

এতে করে, শিক্ষার্থীসহ ইপিএস কর্মীরা দক্ষিণ কোরিয়ায় আসবার ভিসার জন্য আবেদন করতে পারবেন ।

তবে, দক্ষিণ কোরিয়ায় আগত বাংলাদেশি নাগরিকদের মধ্যে কোভিড -১৯ সংক্রমণের হারের মাএা আবারো বৃদ্ধি পেলে এই 'ভিসা নিষেধাজ্ঞা' পুনরায় চালু হতে পারে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন।

তাই, দক্ষিণ কোরিয়ার আগমনের পূর্বে, করোনা সনাক্তে নমুনা পরীক্ষাকালে এবং এ সংক্রান্ত সনদ সংগ্রহকালে সংশ্লিষ্ট সকলকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করবার জন্য বিনীত ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার পক্ষ থেকে সকল কে বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।

*****
সূত্র:
বাংলাদেশ দূতাবাস সিউল ফেসবুক পেইজ।

আসসালামুআলাইকুম।  প্রিয়  প্রবাসী সিঙ্গাপুরি  ভাই, আপনারা যদি কেউ হোটেল থেকে আমার পোস্টটা দেখে থাকেন কিংবা এই মুহূর্তে দ...
30/01/2021

আসসালামুআলাইকুম। প্রিয় প্রবাসী সিঙ্গাপুরি ভাই, আপনারা যদি কেউ হোটেল থেকে আমার পোস্টটা দেখে থাকেন কিংবা এই মুহূর্তে দেশ থেকে সিঙ্গাপুর আসবেন তাদের জন্য এই পোস্ট। যদি কেউ ডিজিটাল থার্মোমিটার নিয়ে আসেন FWMOMCare য়খন বডি টেম্পারেচার আপডেট দিবেন, ঠিক তখন ফারেনহাইট থেকে সেলসিয়াস করে আপনাকে আপডেট দিতে হবে। আপনার শরীরে তাপমাত্রা। তাই কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াস করা যায়, সেই নরমাল টেম্পারেচার আমি নিজ হাতে লেখা আপনাদের জন্য পোস্ট করলাম। ইনশাআল্লাহ আমার বিশ্বাস কোন এক ভাইয়ের উপকার আসবে।

MM Nasir,
an expatriate from Singapore.

Address

Nikunja-02, Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share