Unknown Matter

Unknown Matter Unknown Matter এটি একটি শিক্ষামূলক চ্যানেল।

20/02/2025

ভোট হয়ে যাক,
আওয়ামী লীগ ❤️
বিএনপি 👍

20/02/2025

চাঁদাবাজি তে কোন দল এগিয়ে?

15/02/2025

বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৮ টি
ঘ. ৪ টি

15/02/2025

নিচের কোনটি সঠিক?
A. Cofe B. Coffe
C. Coffee D. Coofe

ভালবাসার ভাই❤️
15/02/2025

ভালবাসার ভাই❤️

26 টি বই এর পিডিএফ মূল্য মাত্র 25 টাকা।যারা পিডিএফ পড়তে ভালবাসেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। 1. সাম্প্রতিক বিষয় (জুলাই - নভ...
15/02/2025

26 টি বই এর পিডিএফ মূল্য মাত্র 25 টাকা।

যারা পিডিএফ পড়তে ভালবাসেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।

1. সাম্প্রতিক বিষয় (জুলাই - নভেম্বর)-২০২৪
2. Professor Job Solution (2024) নিউ ভার্সন
3. প্রফেসর অফিস সহায়ক (২০২৩)
4. বিষয় ভিত্তিক রিসেন্ট জব সলুশন (২০২৩)
5.অগ্রদূত রিসেন্ট জব সলুশন (২০২৪)
6. A Handbook of English literature
7. ১০-৪৬ BCS MCQ ব্যাখ্যা সহ (২০২৪)
8. Magic Math (নিউ ভার্সন)
9. Khairul's Basic Math (২০২৩)
10. Master’s English (নিউ ভার্সন)
11. প্রাইমারি বিগত সালের প্রশ্ন (৬০০ পেজ)
12. অগ্রদূত বাংলা (২০২৪)
13.George MP3 বাংলাদেশ (২০২৪)
14.George MP3 আন্তর্জাতিক (২০২৪)
15.George MP3 ভূগোল (২০২৩)
16. প্রাইমারি সাজেশন শীট (২০২৪)
17. class five to ten all math book (2024)
18.English for competitive Exam
19. নিবন্ধন বিগত সালের প্রশ্ন (২০২৪)
20.গাজী মিজানুর রহমানের অ্যানালাইসিস

21. প্রফেসর'স স্বাস্থ্য অধিদপ্তর (২০২৪)
22. প্রফেসর'স ভূমি মন্ত্রালয় (২০২৪)
23. প্রফেসর'স খাদ্য মন্ত্রণালয় (২০২৪)
24. অর্কিড সমাজ সেবা অধিদপ্তর (২০২৪)
25. Newspaper Vocabulary
26. Saifur's Vocabulary Note(Hand Writing)

23/10/2024

৬ সমন্বয়ক ডিবি অফিস থেকে বের হয়ে বলেছিল ওখানে আমরা যা বলেছি সেটা হারুন জোর করে বলাইছে।
রাষ্ট্রপতি যেই ভাষণ জাতির উদ্দেশ্য দিয়ে ছিল সেটাও তাকে তখন দেশের পরিস্থিতি এবং প্রশাসনিক চাপের মুখে বলতে বাধ্য করা হয়েছিলো।এটা কি মানতে সমস্যা?
কেননা মিথ্যার উপর ভিত্তি করেই তো শেখ হাসিনাকে দোষী করেছেন। হাসিনা আপনাদের কাছে হারছেনা হাসিনা হারছে আমেরিকার কাছে।
এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যে আমেরিকার পাপেট এবং পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে দেশের স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে সেটা এদেশের আপামর জনতা বুঝে গিয়েছে।
Loud and Clear.

৫ ই আগস্ট স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর থেকে দেশে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিতভাবে জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। পেটে ভাত...
14/10/2024

৫ ই আগস্ট স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর থেকে দেশে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিতভাবে জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। পেটে ভাত না থাকলে এইসব উন্নয়ন ও সংস্কার দিয়ে পেট ভরবে না। নিম্ন আয়ের মানুষ দুবেলা খেতেই হিমসিম খাচ্ছে। এর জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এগুলো নিয়ে কথা বলতে গেলেই অনেকে বলে ছাত্রলীগ, আফসোস লীগ। বিগত সরকারের আমলেও জিনিসপত্রের দাম বেড়েছে, তাই বলে হুট করে সব জিনিসের দাম একেবারে বাড়েনি, ২-১ টা পণ্যের দাম বাড়তো। এগুলো বলতে গেলে অনেকে বলেন ১৫ বছর কই ছিলেন? আমি বিষয়টি বুজতে পারলাম না আগে কথা বলা জাইনি তাই বলে এখন বলা যাবে না? আগে বাকস্বাধীনতা ছিল না তাই বলে এখনও থাকবে না? ৫ আগস্টের পর অসংখ্য গার্মেন্টস,কলকারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক পুলিশ হত্যা করা হয়েছে এগুলোর কি কোনো বিচার হবে না? যেমন সেলুনে চুল কাটতে গিয়ে যুবকের মরদেহ পাওয়া গেছে, অমককে কুপিয়ে হত্যা, অমককে পিটিয়ে হত্যা, গণধোলাই দিয়ে মানুষ হত্যা। এতকিছু হওয়ার পর ও কোনো একশন নেওয়া হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থা নাই বললেই চলে দেশে। দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে।
পরি
অবশেষে এটাই বলতে চাই, ভালো থাকুক আমার দেশের প্রতিটি মানুষ।

24/05/2024

আমি ব্যক্তিগতভাবে গিয়াসউদ্দিন তাহেরীকে পছন্দ করি বর্তমানে যারা ভাইরাল তাদের তুলনায় উনি প্রায় সবসময়ই হক কথা বলে থাকেন, একটু হলেও হুংকার দেন ওয়াজের মাহফিলএ অনিয়ম অবিচারের বিরুদ্ধে।কোনো মানুষ ই শতভাগ সঠিক নয়, একটু ভুল ভ্রান্তি হতেই পারে।

অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় বক্তা শায়েখ আহমাদুল্লাহ, আবরারুল হক আসিফ(রিলেশন এক্সপার্ট) যাদেরকে কোনোদিন দেখলাম না যে ওয়াজের মাঠে গর্জন দিতে।ওনারা পারেন শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করতে, মনে হয় মধু মেশানো ওয়াজ।এছাড়াও ওনারা পারেন বিভিন্ন মাস'আলার উত্তর দিতে।যেমনঃ ১। মুরগীর ডিম খাওয়া জায়েজ কিনা? মুরগী ত পায়খানা করে পানি নেয় না।
২। দিনের বেলা সহবা* করা যাবে কিনা?
৩। স্বামীর ডানপাশে স্ত্রীর ঘুমানো যাবে কিনা?
৪। অন্যের গাছের নিচে বসা যাবে কিনা?
৫। ভাত খাওয়ার আগে পানি খাওয়া যাবে
কিনা?
৬। গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা যাবে কিনা?
৭। গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া যাবে কিনা?
ইত্যাদি ইত্যাদি।

আর এদিকে
দেশ ভরে গেছে অনিয়ম, অবিচারে, বাংলাদেশ - ভারত সীমান্তে নিয়মিত মারা হচ্ছে বাংলাদেশের বর্ডারগার্ডদের। কোটি কোটি টাকা পাচার হচ্ছে, ঘুষ, দুর্নীতি ভরে গেছে। প্রতি সেক্টরে হচ্ছে অরাজকতা, দুর্নীতি আর ধর্ষন তো হরহামেশাই নিত্যদিনের ঘটনা। এসব নিয়ে,কোনোদিন তাকে কথা বলতে দেখিনি।
ওনাদের মতো যদি আমাদের জনপ্রিয় বক্তা দেলোয়ার হোসেন সাইদী, মামুনুল হক মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতো তাহলে তাদের আর জেলে যাওয়া লাগতো না।
আমির হামজার মতো বক্তাকে কারাগারে থাকা লাগতো না। সাইদী হুজুর যদি সরকারের গোলামী করতো তাহলে তিনি থাকতো সরকারের গুরুত্বপূর্ণ পেশায়।একই কালিমার দাওয়াত দিয়ে কেউ খায় পোলাও বিরিয়ানি আবার কেউ পায় বেতের বাড়ি, দেশ ছাড়ার হুমকি আবার আবার এমন বক্তাও আছে যারা হত্যার হুমকিও পেয়ে থাকেন।

এসব ভাইরাল বক্তাদের মানে
ওনাদের কখনো দেখলাম না রাজনৈতিক বিষয়ে কথা বলতে!! আমাদের নবী কি রাজনীতি করেননি? সমাজ, দেশ পরিচালনা করেন নি?

09/05/2024

তুফান ভয় পাইছি রে।।

11/08/2023

১) কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।

২) আধুনিক কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।

৩) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল- ENIC.

৪) কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।

৫) কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।

৬) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)

৭) বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.

৮) ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.

৯) ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।

১০) ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)

১১) HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
১২) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।

১৩) উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।

১৪) OCR হল Optical Character Recognition.

১৫) OMR হল Optical Mark Reader-এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে।

১৬) বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

১৭) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে - মাদার বোর্ড বলে।

১৮) মাইক্রো কম্পিউটারকে -PC বলা হয়।

11/08/2023


কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তরঃ- পরিবহন পদ্ধতিতে

কফিতে কোন উপাদান থাকে?
উত্তরঃ- ক্যাফেইন

কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তরঃ- এসকরবিক অ্যাসিড

কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা?
উত্তরঃ- বাড়ে

কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তরঃ- হাওয়ার্ড এইকিন

কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তরঃ- ৩ টি

কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?
উত্তরঃ- করপিক্রিন

কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ- বালি

কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তরঃ- ইন্টারফেরণ প্রয়োগ

ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তরঃ- সিনকোনা

কে প্রথম রোবট আবিস্কার করেন?
উত্তরঃ- উইলিয়াম গে ওয়ালটার

কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তরঃ- বেটসন ( ১৯০৮ সালে।

কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তরঃ- ত্বকের

কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উত্তরঃ- গ্রাফাইট

কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তরঃ- লাইগেজ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unknown Matter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category