DC LIVE

DC LIVE শিক্ষা ও বিনোদনে নিজেকে সতেজ রাখুন।

19/05/2025
03/05/2025

যখন ডিসিয়ান রা ইডেনের সামনে দিয়ে যায়! ভিডিও না করে থাকতে পারে না তখন!!

এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত 'সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন:বিদেশি বিনিয়োগ সম্মেলন ও চালেঞ্জ নিয়ে ছায়া সংস...
26/04/2025

এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত 'সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন:বিদেশি বিনিয়োগ সম্মেলন ও চালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্কে ঢাকা কলেজকে পরাজিত করে বিজয়ী হয়েছে ইডেন কলেজ। এটাই বাস্তব!

25/04/2025

সিটি কলেজ শুধু মেয়েদের জন্য করা হোক!

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ক্লিন ডাইভ!
24/04/2025

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ক্লিন ডাইভ!

যুক্তিসংগত বিষয়।~ কালেক্টেড
23/04/2025

যুক্তিসংগত বিষয়।

~ কালেক্টেড

    কুয়েটের শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীবৃন্দের ‘প্রতীকী অনশন’-এ সংহতি জা...
23/04/2025


কুয়েটের শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীবৃন্দের ‘প্রতীকী অনশন’-এ সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা রুবাইয়াত শিরিন ও শাহরিয়ার সুলতানা।

২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা কলেজ শহীদ মিনার

23/04/2025

ধানমন্ডি ৩-এর কোনায় রাস্তার পাশে ভ্রাম্যমাণ চা খাইতেছি। রাস্তার পাশে এখনো ইটের টুকরা টাকরা। চাওয়ালারে জিজ্ঞেস করলাম, ঝামেলা কি বেশি হইছে?

চাওয়ালা বলতেছে, কী কন ঝামেলা, যুদ্ধ হইছে যুদ্ধ। দুইডা কলেজের চুত*মারানির পোলারা কয়দিন পরে পরেই কাহিনি চো*দায়...

আমি গম্ভীরমুখে চায়ে চুমুক দিলাম।

আপনেও তো লেহাপড়া করছেন মামা। কন এগুলান সহ্য হয়?

না।

চাওয়ালা কী যেন ভাবল হঠাৎ কিছুক্ষণ৷ তারপর চিকন গলায় জানতে চাইল, মামায় পড়ছেন কই?

আমি গম্ভীর গলায় বললাম, ঢাকা কলেজ।

চাওয়ালা লো-কমড স্টাইলে বসেই ছিল। গামছা দিয়ে মুখ মুছল একবার। কিছুক্ষণ নিরবতা। আমি চা খাইতেছি। আড়চোখে দেখলাম, বেচারা ফ্লাস্কটার দিকে তাকিয়ে আছে। ভাবলাম বলি, ঠিক আছে, টেনশন নিয়েন না।

আমি মুখ খোলার আগেই চাওয়ালা বলে উঠলেন, আমার সুমন্দির পোলাও ঢাকা কলেজে পড়ে মামা। আপনার মতোই দেখতে। ভালো পোলা মামা৷ এইসব মারামারিতে নাই৷ সবাই তো আর এক না মামা...

© আহমেদ ইশতিয়াক

22/04/2025

"আগে চান্স পেয়ে দেখাও" 🤡

ভিডিও: MotoCop

22/04/2025

সিটি কলেজ তাদের স্থায়ী ক্যাম্পাস এর জমি পুর্বাচলে কিনেছে সেখানে স্থানান্তর করার জোর দাবি জানাচ্ছি।

ভাই ভাই!ঢাকা কলেজ! ঢাকা কলেজ!
22/04/2025

ভাই ভাই!
ঢাকা কলেজ! ঢাকা কলেজ!

22/04/2025

সিটি কলেজের নেইম ফলক তুলে এনেছে ঢাকা কলেজ(ইন্টারমিডিয়েট)শিক্ষার্থীরা।উল্লেখ্য গতকাল ঢাকা ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মা র ধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা।

Address

Dhaka College
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DC LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category