
19/08/2025
"যে গাড়ি মৃ'তদেহ বহন করে, তার দিকে সবাই কৌতূহলভরে তাকায়। সামনে উড়তে থাকা লাল নিশানই জানিয়ে দেয়—এটি শ'বযান। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মানুষের দৃষ্টি মৃ'তদেহের দিকে নয়; তারা তাকায় সেইসব জীবিত মুখগুলোর দিকে, যারা দেহটির সঙ্গে যাচ্ছে। কারণ মৃ'ত মানুষ আর গল্প বলে না, তার কোনো নতুন কাহিনি জন্ম নেয় না। মানুষ সবসময় গল্প খোঁজে, আর সেই গল্প থাকে জীবিতদের চোখেমুখে।"