21/08/2024
আমার মনে হয় এখন একটা কাজ করা দরকার যে ম্যাটস অনুমোদন কারা দিতাছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত, কারণ ম্যাটস এ লেখাপড়া করে কোন কর্মসংস্থান নাই। তাহলে ওরা ছাত্র-ছাত্রীদেরকে কেন ম্যাটসে লেখাপড়া করাচ্ছে মূর্খ বানানোর জন্য এদের উদ্দেশ্য একটাই এই জাতিগুলোকে ধ্বংস করা। বুকে বড় জ্বালা বুকে বড় জ্বালা, ডি, এম, এফ, জাতিদের বুকে বড় জ্বালা