26/09/2025
প্রিয় তোমাকে এই কথাটা অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম। কিন্তু কিভাবে বল্লে ভালো হয় সেটা বুঝতে পারছিলাম। প্রতিদিন ইচ্ছে হয় বলি আবার ভয় হয় তোমাকে হরিয়ে ফেলার ভয় তুবুও আজ সাহজ করে লিখতে বসেছি। আশা করি তুমি পরবে তোমাকে যতটুকু চিনেছি ততবারি মনে হচ্ছে তুমি বিশাল সুন্দর একজন মানুষ। শুধু রুপে নয় মনেও কি এক অদ্ভুত টান অনুভব করি। তোমার মাঝে সময়ের সঙ্গে সঙ্গে সেটা শুধু বেরেই যাচ্ছে তুমি যেমন সহজ সরল তেমই হাসি খুছি একজন মানুষ। সোজা কথায় বলি আমি তোমাকে খুব পছন্দ করি। আর যদি তুমি চাও এই পছন্দটাকে ভালোবাসায় রুপ দিতে চাই তোমার ভালো খারাপ দুটোরি সঙ্গি হতে চাই। ভেবে দেখো তোমার যদি মনে হয় আমাদের গল্পটা এগিয়ে যেতে পারে তাহলে তুমি আমার উত্তরটি অবশ্যই দিবে। তুমি কি আমার জীবনের বিষেশ মানুষ হতে চাও।