11/12/2025
প্রিয় মন,
সবাই তোমাকে ভালোবাসবে না। কেউ কেউ ভালোবাসবে। কেউ কেউ ঘেন্না করবে। কেউ প্রশংসা করবে, কেউ নিন্দে করবে। কেউ খুব ভালো বন্ধু ভাববে। কেউ শ'ত্রু ভেবে হিংসা করবে। কেউ খুব প্রায়োরিটি দিয়ে মাথায় তুলে রাখবে। কেউ অবহেলা করতে করতে ছুঁ'ড়ে ফেলে দেবে। কেউ অপেক্ষা করবে, কেউ বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কেউ খবর না পেলে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় শুকিয়ে যাবে। কেউ বিপদে পড়েছ জেনেও পাশ কাটিয়ে চলে যাবে। কেউ না চিনেও সবটা বুঝবে, কেউ সবটা বুঝেও অচেনা হয়ে যাবে। কেউ কথা না দিয়েও সারা জীবন থেকে যাবে, কেউ সারা জীবনের কথা দিয়েও হুট করে চলে যাবে৷ কে আপন, কে প্রিয়জন, কে তোমায় আগলে রাখবে সেটা বুঝতে শিখো।🖤