বং প্যাঁচাল

বং প্যাঁচাল আপনাদের মনের অনুভূতি, জমানো লুকানো কথা গুলিই লেখনীতে আমাদের - "বং প্যাঁচাল" 🖤

13/12/2025

যে মানুষটা আমার ক্ষতি চেয়েছে, আমি কখনোই সে মানুষটার ক্ষতি কামনা করিনি।

বরং নিজেকে বুঝিয়েছি—হয়তো আমার ক্ষতি হলে, সে মানুষটার ভালো হবে। আর যদি আমার নিজের ক্ষতিতেই কারো মঙ্গল হয়, তবে ক্ষতি না-হয় আমারই হোক। তবুও কেউ ভালো থাকুক...

13/12/2025

মানুষ এর 'ডাবল ফেইস' দেখলে মাঝেমধ্যে বলতে ইচ্ছে করে 'ভাইরে আমার কাউকে দরকার নাই!

আমার কোন ওয়েল উইশার এর দরকার নাই! কারো সাহায্যের দরকার নাই! আমি কাউকে চাই না! তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকি!তবু-ও প্লিজ ডাবল ফেইস টা দেখাইয়ো না!

তোমাদের দেখলেও বিরক্ত লাগে !!

হয়তবা!     ,,
13/12/2025

হয়তবা!
,
,

13/12/2025

... 🙂
,

13/12/2025

আমি তোমাকে চেয়েছিলাম নিরাপত্তার তাগিদে।
যেমন নিরাপত্তা খুঁজেছিলো ইসরায়েলের তাবুতে
নিষ্পাপ ফিলিস্তিনি কিশোর!

12/12/2025

🙂 ...

12/12/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

12/12/2025

প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে আমার নিজস্ব একটা স্টান্ডার্ড আছে;হোক সেটা ফ্রেন্ডস,সিনিয়র, জুনিয়র অথবা অন্যকেউ।

I expect the same treatment I give.

যদি আমি কাওকে আমার দিক থেকে একটা স্পেশাল জায়গা দেই, আমি তাদের থেকে ঠিক সেটাই আশা করি।

যে কোনো সম্পর্কে আপস এন্ড ডাউনস থাকবে এটাই স্বাভাবিক;আমি অপেক্ষা করি,অবজার্ব করি আর ধৈর্য্য ধরি।কিন্তু এত কিছুর পরেও যদি আমার মনে হয়, যে পজিটিভ এনার্জি আমার পক্ষ থেকে যাচ্ছে সেটা রিটার্ন আসছে না, আই বিগিন টু ডিসটেন্স মাইসেল্ফ।

আই স্লোলি টেক ব্যাক দি প্লেস ওয়ান্স আই গেভ দেম!
আমি এটা কখনোই মানবোনা যে তারা আমার কাছে স্পেশাল অথচ আমি তাদের কাছে বাকি আর দশটা মানুষের মতোই!🤍

12/12/2025

2019 🥺💔

পেটও ভরেছে, মনও ভরেছে, পকেটও ভরেছে 🥴এবার পদত্যাগ করে, নির্বাচন করে আরো খেতে হবে।জনগণ চাইলে সম্পদের হিসাবও দিবো, নাহিদ যদ...
12/12/2025

পেটও ভরেছে, মনও ভরেছে, পকেটও ভরেছে 🥴
এবার পদত্যাগ করে, নির্বাচন করে আরো খেতে হবে।

জনগণ চাইলে সম্পদের হিসাবও দিবো, নাহিদ যদি পদত্যাগের সময় ব্যাংকে দেখানো মাত্র '১০ হাজার টাকা দিয়ে এখনও চলতে পারে তাহলে আসিফও চলতে পারবো।😂

12/12/2025

আমি চেষ্টা করেছি!

সত্যি'ই চেষ্টা করেছি,সবার জন্য ভালো কিছু হতে! কিন্তু আজ পর্যন্ত কারো জীবনে আমার উপস্থিতি সুখের কারন হতে পারিনি, বরং আমার কারণে কষ্ট বেড়েছে, ব্যাথা বেড়েছে। কখনো ইচ্ছে ছিল না কাউকে কাঁদাতে, কখনো চাইনি কারো জীবন কঠিন হয়ে যাক আমার কারনে।

তবুও বাস্তবতা বারবার চোখে আঙুল দিয়ে দিখিয়েছে আমি কারো জন্য সৌভাগ্য নয়, একরকম দুর্ভাগ্যই হয়ে উঠেছে।🙂

11/12/2025

প্রিয় মন,
সবাই তোমাকে ভালোবাসবে না। কেউ কেউ ভালোবাসবে। কেউ কেউ ঘেন্না করবে। কেউ প্রশংসা করবে, কেউ নিন্দে করবে। কেউ খুব ভালো বন্ধু ভাববে। কেউ শ'ত্রু ভেবে হিংসা করবে। কেউ খুব প্রায়োরিটি দিয়ে মাথায় তুলে রাখবে। কেউ অবহেলা করতে করতে ছুঁ'ড়ে ফেলে দেবে। কেউ অপেক্ষা করবে, কেউ বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কেউ খবর না পেলে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় শুকিয়ে যাবে। কেউ বিপদে পড়েছ জেনেও পাশ কাটিয়ে চলে যাবে। কেউ না চিনেও সবটা বুঝবে, কেউ সবটা বুঝেও অচেনা হয়ে যাবে। কেউ কথা না দিয়েও সারা জীবন থেকে যাবে, কেউ সারা জীবনের কথা দিয়েও হুট করে চলে যাবে৷ কে আপন, কে প্রিয়জন, কে তোমায় আগলে রাখবে সেটা বুঝতে শিখো।🖤

Address

Dhaka

Telephone

+8801303535456

Website

Alerts

Be the first to know and let us send you an email when বং প্যাঁচাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বং প্যাঁচাল:

Share