04/09/2024
বিডির পতাকার গ্রিন এন্ড রেড টা আমার ভালো লাগে না। শেডটা সুন্দর না। কালার চার্ট দেখে অন্য কম্বিনেশন নেন।বেবি পিংক আর ফুশিয়া কালারে ভালো লাগতে পারে৷ আর মাঝের গোলটা পছন্দ না সেখানে একটু গ্লিটার সিলভারে জারদৌসি কাজ করা যেতে পারে। কর্নারে একটা বোও লাগাবেন। মতামত দিলাম হাসাহাসি করবেন না স্বাধীন দেশে সবার মতামত দেয়ার পূর্ণ অধিকার আছে।
@নিশাত তাসনিম ফারিয়া©️