শূন্যস্থান

শূন্যস্থান !!! Welcome to a world where feelings flow with nature view with beautiful emotional song and get relief for a moment.

31/08/2024

Gez-Z

গত কয়েকমাস রাজনৈতিক টানাপোড়েন এর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। দেশের প্রতিটি সেক্টর কার্যত স্তবির হয়ে পড়েছিল। বৈষম্য বিরোধী ছ...
31/08/2024

গত কয়েকমাস রাজনৈতিক টানাপোড়েন এর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। দেশের প্রতিটি সেক্টর কার্যত স্তবির হয়ে পড়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় কালে মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরী হয়েছে। পরিবর্তন হয়েছে ভাবনার জায়গা গুলো। এ সব কিছু মাথায় রেখে একটি ধারাবাহিক নাটক নির্মানের পরিকল্পনা করেছেন আবু হায়াত মাহমুদ।
এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মুলত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক। একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবার কে কেন্দ্র করে হাসি আনন্দ ভালেবাসা টানাপোড়েন সাথে পলিটিক্যাল স্যাটায়ার এর মিশ্রনে ধারাবাহিকটির গল্প এগিয়ে যাবে

31/08/2024

দাতা হন, বিজ্ঞাপন দাতা নয়।

31/08/2024

শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় ৷ কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক ৷ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিস করা কখনোই গ্রহনযোগ্য নয় ৷

শিক্ষক-শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয় ৷

অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদেরকে ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ৷ যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ ৷

প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১২৭ ট...
31/08/2024

প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১২৭ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্যস্থান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category