Hasie Appi

Hasie Appi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasie Appi, Video Creator, Dhaka.

তানিশা পার্লার বরুড়া মহিলাদের সবধরনের সার্ভিস দেওয়া হয়, ফেসিয়াল, চুল কাটা, চুল রিবন্ডিং,বউ সাজানো, মেনিকিউর, পেডিকিউর, মহিলাদের যাবতীয় কাজ করানো হয়। যোগাযোগ - 01872762604 Cooking videos, recipes, pictures, beauty videos, beauty tips
My page will post cooking videos, skin care, make up, health and beauty tips, cooking tips videos and live. Short Video Funny Video Comedy Video Personal Block Block T

ik Tok Video Snake Video Reel Video Short Video
,
,
,
,
,
,
,
,
,

জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথেই করে! জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে যখন শেষ হয়ে ...
29/09/2025

জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথেই করে! জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে যখন শেষ হয়ে যায়, তবুও মানুষ টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে।

ভালোবাসা, আবেগ-অনুভূতি, মায়া,ভালো থাকাকে বিসর্জন দিয়ে মানুষ তার মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দেয়! কতকিছু সহ্য করে যায় মানুষ।

হতাশা, ক্লান্তি-অবসাদ, কতশত রোগ নিয়েও মানুষ দিব্যি বেঁচে থাকার জন্য লড়াই করে।আজীবন শুধু দুঃখ-কষ্ট ভোগ করে সামান্য একটু সুখের আশায় কত রাত নির্ঘুম কাটায়।

জীবন যুদ্ধে কেউ পরাজিত হতে চায় না সহজে,।হতাশা,ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে বেঁচে থাকাটা ভীষণ যন্ত্রণার হলেও মানুষ বেঁচে থাকে।

তোমারে ভালোবাসিয়া কতশত উপাধি পেলাম—পাগল﹐ছাগল﹐বোকা﹐গাধা﹐ছ্যাঁচড়া﹐ব্রেইনলেস ইত্যাদি ইত্যাদি।আজ উপাধিগুলো সব ঠিকই রয়ে গেলো﹐...
28/09/2025

তোমারে ভালোবাসিয়া কতশত উপাধি পেলাম—
পাগল﹐ছাগল﹐বোকা﹐গাধা﹐ছ্যাঁচড়া﹐ব্রেইনলেস ইত্যাদি ইত্যাদি।
আজ উপাধিগুলো সব ঠিকই রয়ে গেলো﹐
অথচ দ্যাখো তুমি রইলা না।

ডিপ্রেশন থেকে প্যানিক এ্যাটাক, তীব্র বমি ভাব হওয়া আর আত্মহত্যার প্রবনতা টার কি সমাধান?? শুধু মাত্র আবেগ!!! আসলে এইসব কাউ...
25/09/2025

ডিপ্রেশন থেকে প্যানিক এ্যাটাক, তীব্র বমি ভাব হওয়া আর আত্মহত্যার প্রবনতা টার কি সমাধান?? শুধু মাত্র আবেগ!!! আসলে এইসব কাউকে শেয়ার করার মতো না। আর কেউ বুঝবেও না। পারিবারিক, মানসিক,শারিরীক সব দিক থেকেই যখন মানুষ হেরে যায় তখনই কষ্ট বেশি পায়। ভালেবাসার অভাব ফিল করে তখনই এমনটা বেশি হয়।

আমার কষ্ট দেখলে যে মানুষগুলো দুঃখ পায়। আমার সুখ দেখলে যে মানুষগুলো আনন্দিত হয়। দোয়া করি সে মানুষগুলোর জীবনে কখনো কষ্ট না...
13/09/2025

আমার কষ্ট দেখলে যে মানুষগুলো দুঃখ পায়। আমার সুখ দেখলে যে মানুষগুলো আনন্দিত হয়। দোয়া করি সে মানুষগুলোর জীবনে কখনো কষ্ট না আসুক! তারা অনেক বেশি সুখে থাকুক।🖤

ভালোবাসাটা যখন একপাক্ষিক হয়ে যায়, তখন নিজের অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়ে। শুধু ভাবি— আমি কি এতটায় অযোগ্য?
13/09/2025

ভালোবাসাটা যখন একপাক্ষিক হয়ে যায়, তখন নিজের অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়ে। শুধু ভাবি— আমি কি এতটায় অযোগ্য?

12/09/2025

জীবনে আর যাই করেন টাকা পয়সার পাশাপাশি
বিশস্ত একজন মানুষ বেচে নিয়েন,
তাহলে নাহলে একাকিত্ব আর ডিপ্রেশন আপনাকে শেষ করে দিবে 🥹

জানো,কতবার ফোন করতে গিয়েওশেষমেশ থেমে গেছি,অগণিত এসএমএস লিখেআবার মুছে ফেলেছি নিঃশব্দে।মনে হয়েছে—কথা বলি,কিন্তু পরক্ষণেই ভ...
12/09/2025

জানো,
কতবার ফোন করতে গিয়েও
শেষমেশ থেমে গেছি,
অগণিত এসএমএস লিখে
আবার মুছে ফেলেছি নিঃশব্দে।
মনে হয়েছে—কথা বলি,
কিন্তু পরক্ষণেই ভাবি—
আমাকে ছাড়া যদি
সে নিজের মতো ভালো থাকতে পারে,
তবে কেন হবো আমি
তার বিরক্তর কারণ?
মাঝে মাঝে ইচ্ছে করে,
হৃদয়টা যদি বদলাতে পারতাম—
তাহলে হয়তো সে বুঝত,
আমার ভেতরটা কেমন করে
চুপিসারে ভেঙে যাচ্ছে।
জানি,
তার অবহেলায় ভেঙেছি আমি বারবার,
অভিমানের অন্তরে
অগণিত রাত ডুবে গেছে।
কিন্তু সেই ভাষাহীন কান্না
সে বোঝেনি কোনোদিন—
হয়তো বোঝার প্রয়োজনই মনে করেনি...

মানুষ মূলত সমুদ্রের মত একা 🥲🥲
11/09/2025

মানুষ মূলত সমুদ্রের মত একা 🥲🥲

10/09/2025

যেদিন চলে যাব কিছু মানুষ তখন অনেক খুশি হবে
ভালো থেকেও বেঈমান "রা
🥲🥲

মনে শত দুঃখ লইয়াও, আপনারে দেখলে যে মুচকি হাসে ,তারে আবার আপনি দুঃখ দিতে চান কেমনে!❤️‍🩹
10/09/2025

মনে শত দুঃখ লইয়াও, আপনারে দেখলে যে মুচকি হাসে ,তারে আবার আপনি দুঃখ দিতে চান কেমনে!❤️‍🩹

09/09/2025

চোখের জলের যেখানে কোনো মর্যাদা নেই, সেখানে মনের মাঝের লুকোনো আবেগ ও মূল্যহীন!🥲

একদিন সব ঠিক হয়ে যাবে" এইটা খুব ভুল কথা! জানেন?একদিন কেন,.... কোন দিনই কিছুই ঠিক হবে না!!যা ভুল ছিল, যা কষ্ট পাওয়ার মত ছ...
09/09/2025

একদিন সব ঠিক হয়ে যাবে"
এইটা খুব ভুল কথা! জানেন?

একদিন কেন,.... কোন দিনই কিছুই ঠিক হবে না!!
যা ভুল ছিল, যা কষ্ট পাওয়ার মত ছিল, যা কিছু যেমন ছিল, তেমনই থাকবে...... শুধু আপনি সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে যাবেন!! হুম এটাই সত্যি

এখন যে কথায়, যে কাজে....
যে মানুষের জন্য কষ্ট পাচ্ছেন.....
কয়েক বছর পরে আর কষ্ট পাবেন না ...
কারণ কষ্টের ব্যাপারে আপনি Resistant হয়ে যাবেন!!
আপনি কত তাড়াতাড়ি শক্ত হবেন, এটা পুরোই আপনার ইচ্ছার উপরে ... আপনি চাইলে আগামীকাল সকাল থেকেই আপনি বদলে যেতে পারেন!!
আপনি যদি এই মুহূর্তে চোখ বুজে শপথ করেন, কাল সকাল থেকে আপনি কষ্ট পাবেন না কারো কথায় তাহলেই হলো।
পুরোটাই আপনার ইচ্ছাশক্তির উপর নির্ভর করে।
আপনার হাসি-কান্না, কষ্ট-এগুলার অন্য কারোর উপর নির্ভর করবে না, শুধুমাত্র যদি আপনি চান ...

Address

Dhaka

Telephone

+8801887533763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasie Appi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasie Appi:

Share

Category