Hasie Appi

Hasie Appi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasie Appi, Video Creator, Dhaka.

তানিশা পার্লার বরুড়া মহিলাদের সবধরনের সার্ভিস দেওয়া হয়, ফেসিয়াল, চুল কাটা, চুল রিবন্ডিং,বউ সাজানো, মেনিকিউর, পেডিকিউর, মহিলাদের যাবতীয় কাজ করানো হয়। যোগাযোগ - 01872762604 Cooking videos, recipes, pictures, beauty videos, beauty tips
My page will post cooking videos, skin care, make up, health and beauty tips, cooking tips videos and live. Short Video Funny Video Comedy Video Personal Block Block T

ik Tok Video Snake Video Reel Video Short Video
,
,
,
,
,
,
,
,
,

যদি জানতে কতটা বীভৎসভাবে ভেঙেছি হয়তো নিজের অজান্তেই তুমিও কেঁপে উঠতে। হয়তো সেই ভয়ঙ্কর আর্তনাদে আতকে উঠতে  বারংবার। কি...
01/07/2025

যদি জানতে কতটা বীভৎসভাবে ভেঙেছি হয়তো নিজের অজান্তেই তুমিও কেঁপে উঠতে।
হয়তো সেই ভয়ঙ্কর আর্তনাদে আতকে উঠতে বারংবার। কিন্তু আফসোস সে আর্তনাদ তোমার কানে পৌঁছায় না - তোমার শরীরে কাটা দেয় না তার হুংকার।
তাইতো তুমিও জানোনা সুখের হাসি আর দুঃখ লুকোনোর তফাৎ।
অতঃপর আমিও হাল ছেড়ে দিয়েছি বহু আগেই - এখন আর বোঝাই না। বরং চুপচাপ দূরত্ব বাড়াই।

তোমার সাথে কে ছিলো, কে আছে, কে থাকবে এই সমীকরণে আঁটকে থেকো নাহ্! মানুষ বদলায়, সাথে মানুষের চাওয়া-পাওয়াও.!😔💔
30/06/2025

তোমার সাথে কে ছিলো, কে আছে, কে থাকবে এই সমীকরণে আঁটকে থেকো নাহ্! মানুষ বদলায়, সাথে মানুষের চাওয়া-পাওয়াও.!😔💔

কোন একদিন চলে যাবো, শুধু পড়ে থাকবে আমার স্মৃতিগুলো, যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে, কেউ ফিরে পেতে চাইবে কেউ আবার ভুলে যে...
30/06/2025

কোন একদিন চলে যাবো, শুধু পড়ে থাকবে আমার স্মৃতিগুলো, যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে, কেউ ফিরে পেতে চাইবে কেউ আবার ভুলে যেতে চাইবে.!

কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক...
30/06/2025

কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!
আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক্লান্তি, কখনো মানসিক চাপ, কখনো শরীরের অসুস্থতা—সব মিলে যেন জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যায়। চারপাশে মানুষ থাকে, শব্দ থাকে, আলো থাকে, কিন্তু তবুও মনে হয় সবকিছু নিস্তব্ধ। ঠিক এমন সময়েই কিছু মানুষ আসে আমাদের জীবনে, যারা কোনো ডাক্তার নয়, কোনো ওষুধ নয়—তবুও যেন একধরনের জাদু ছুঁয়ে দিয়ে যায়।

ইদানীং কেমন জানি হয়ে গেছি। অল্পতেই মেজাজ হারাইয়া ফেলি। কেউ কল দিলে ধরতে মন চায় না। কারো সাথে কথা বলতে মন চায় না। কারো সা...
29/06/2025

ইদানীং কেমন জানি হয়ে গেছি। অল্পতেই মেজাজ হারাইয়া ফেলি। কেউ কল দিলে ধরতে মন চায় না। কারো সাথে কথা বলতে মন চায় না। কারো সাথে তর্ক করার এনার্জি টাও পাইনা। কেউ 'অভিযোগ' করলেও ওইটা মেনে নেই! ব্যাপার টা এমন যে 'যা হচ্ছে, হোক! দেখতে থাকি!

আমি কারো রাত জাগার কার‍ণ হতে পারেনি,কেউ আমাকে মিস করে ২০-৩০ কল দেয়নি, একদিন অফলাইনে গেলে কেউ শত শত টেক্সট ইনবক্সে ভরেনি,...
29/06/2025

আমি কারো রাত জাগার কার‍ণ হতে পারেনি,কেউ আমাকে মিস করে ২০-৩০ কল দেয়নি, একদিন অফলাইনে গেলে কেউ শত শত টেক্সট ইনবক্সে ভরেনি, কেউ ভুল করেও আমাকে জিজ্ঞেস করেনি " আজ মন ভালো? কেউ কখনো বলেনি চল আজ ঘুরতে যাই খরচ আমি দিবো। কারো মনে, কারো মস্তিষ্কে, কারো স্টোরি তে, কারো কাভার পিকে,কারো ফোনের ওয়ালপেপারে ,কারো গল্পে কখনো আমি স্থান পায়নি।❤️

আমি মানুষ আর আমার মাঝে একটা বড় দেয়াল দাঁড় করে দিয়েছি। আর কেউ আমাকে কাছ থেকে জানুক আমি চাইনা, আমি কাউকে কাছ থেকে জানবো সে...
28/06/2025

আমি মানুষ আর আমার মাঝে একটা বড় দেয়াল দাঁড় করে দিয়েছি। আর কেউ আমাকে কাছ থেকে জানুক আমি চাইনা, আমি কাউকে কাছ থেকে জানবো সেই আগ্রহবোধ টাও নেই এখন আর।

মানুষ কে প্রয়োজনের বেশি জানতে নেই। একটা মানুষকে পুরোপুরি জেনে যাওয়াটা অবহেলা বয়ে আনে। কথা ফুরিয়ে যায়, অজুহাত বাড়ে।

আমার এমন দিনও গেছে, যেদিন নিশ্বাস নিতে ভুলে গেছি কান্নায়।বুকটা হাহাকার করেছে, চোখের জলে পৃথিবীটা ঝাপসা দেখেছি।তখনও কেউ প...
27/06/2025

আমার এমন দিনও গেছে, যেদিন নিশ্বাস নিতে ভুলে গেছি কান্নায়।

বুকটা হাহাকার করেছে, চোখের জলে পৃথিবীটা ঝাপসা দেখেছি।

তখনও কেউ পাশে ছিল না, শুধু নিঃসঙ্গতা আমার কাঁধে মাথা রেখেছিল।

কান্না যেন শব্দহীন চিৎকার, কেউ শুনত না, কেউ বুঝত না।

আবার এমন দিনও গেছে, হাসতে হাসতে চোখে পানি চলে আসতো।

বন্ধুদের মাঝখানে আমি ছিলাম হেসে উঠা আকাশ, হাসির ঝড়েই যেন নিশ্বাস আটকে যেত।

জীবন কখনো শোকের ছায়া, আবার কখনো রোদেলা আনন্দ।

একদিকে দুঃখের অতল গহ্বর, অন্যদিকে সুখের উচ্ছ্বাস।

এই দুইয়ের মাঝেই জীবন খেলে যায়, তবুও বলি-জীবন সত্যিই সুন্দর!

মানসিক শান্তি নির্ভর করে চারপাশে থাকা মানুষগুলোর ব্যবহার উপর৷ তারা যদি নেগেটিভ ভাবে আপনাকে গ্রহণ করে, আপনাকে ভালো না বাস...
25/06/2025

মানসিক শান্তি নির্ভর করে চারপাশে থাকা মানুষগুলোর ব্যবহার উপর৷ তারা যদি নেগেটিভ ভাবে আপনাকে গ্রহণ করে, আপনাকে ভালো না বাসে, আপনাকে সম্মান না দেয়, তবে আপনার জীবন থেকে মানসিক শান্তি নষ্ট হয়ে যায়!

চারপাশে সব Toxic মানুষের ভীড়ে নিজেকে সবসময় খুব অসহায় মনে হয়! যারা ভালোবাসে না, অপছন্দ করে, দুর্ব্যবহার করে, বিন্দুমাত্র সম্মান করে না–কখনো কখনো একপ্রকার বাধ্য হয়েই এইসব মানুষের সান্নিধ্যে থাকতে হয়।

অপছন্দ করা মানুষগুলোর আড় চোখের চাহুনি, আরও বেশি যন্ত্রণা দেয়! যারা কারো ভালোবাসা পায়নি কোনোদিন, তারা নিজেদের কখনোই সুখী ভাবতে পারে না!

একটা মানুষ যখন সবসময় তার চারপাশে সব বিষাক্ত মানুষের সান্নিধ্যে থাকে, তখন সে মানসিক ভাবে ভেঙ্গে পড়তে থাকে! চারপাশে থাকা মানুষের ব্যবহার–আচরণ এবং কথাবার্তার মাঝেও মানসিক শান্তি নির্ভর করে। যারা তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করে, তাদের আশেপাশের মানুষগুলোর ব্যবহারের জন্যই তারা যন্ত্রণা পায়!

আপনি যখন এমন পরিবেশে থাকবেন, যেখানে মানুষ আপনাকে বোঝে, সম্মান দেয়, ভালো ব্যবহার করে, আপনাকে ভালোবাসে–দেখবেন সেখানে আপনার বিন্দুমাত্র থাকতে কষ্ট হচ্ছে না। আর সেখানেই আপনি ভালো থাকবেন।

যারা আপনার হাসিকে পছন্দ করে, সবসময় আপনার মঙ্গল চায়, আপনাকে হাসায়, মূলত তারাই আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসে। যারা আপনার হাসিকে সহ্য করতে পারে না, আপনার আনন্দ দেখে হিংসা করে, আপনাকে অপছন্দ করে, তারা কখনোই আপনার মঙ্গল চায় না।

পৃথিবীতে সব মানুষই আপনাকে ভালোবাসবে না। আপনার ভালোর কথা চিন্তাও করবে না৷ তবে এইসব ঘৃণা করার মানুষের ভীড়ে উপরওয়ালা কাউকে না কাউকে রাখে, যে আপনাকে সত্যি ভালোবাসে। আপনাকে হাসায়, আনন্দ দেয় এমনকি সম্মান করে৷ হোক সংখ্যায় খুবই কম কিংবা একটা মাত্র মানুষ। সেই মানুষটাই আপনাকে জীবনের সব দুঃখবোধ, হতাশা এবং মানসিক অবসাদ ভুলিয়ে রাখবে।

হ্যা! এটা্ই আমার বড় আফসোস! আপনাকে বুঝাইতে পারলাম না; আপনাকে আমি কতটা ভালবাসি! আফসোস! আমার গোপন ব্যথা আপনাকে দেখাইতে পার...
25/06/2025

হ্যা! এটা্ই আমার বড় আফসোস! আপনাকে বুঝাইতে পারলাম না; আপনাকে আমি কতটা ভালবাসি! আফসোস! আমার গোপন ব্যথা আপনাকে দেখাইতে পারলাম না! আপনাকে বুঝাইতে পারলাম না আপনাকে ভালবেসে নিজেকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছি। আপনি একটিবারের জন্যও পিছে ফিরে তাকালেন না, চোখ দুটো মেলে দেখলেন না! এই যে আপনাকে পাইলাম না আমি যেন সেই শৈশবের অবুঝ শিশু; কেঁদে বুক ভাসাইলাম! দেখলেন না কেমন কেমন করে চাইলাম আপনাকে— এই ধরণের বৃদ্ধাশ্রম মা-বাবা তাদের সন্তানেরে যেমন করে কাছে চায়! যেমন করে তাহাজ্জুদ নামাজের শেষে মনোজাতে চায়; সন্তান না হওয়া অসহায় মা তার কোলজুড়ে সন্তান! যেমন করে বিধবা নারী তার নতুন সংসার, অমন করে আপনাকে চাইছি! আপনাকে চাইলাম খুব করে চাইলাম!🙂 যেমন করে ভিক্ষুক চায় দানা, যেমন করে হৃদয়ের ভিতর পাঁপি! যেমন করে ক্ষুধার জ্বালায় কেঁদে কেঁদে চায় অবুঝ শিশু মায়ের কাছে খাবার; অমন করে আপনাকে চাইছি! নিজেকে নিজেই কত শত যন্ত্রণা উপহার দিলাম! এত কষ্ট সহ্য করে, এত করে চেয়েও আপনাকে হারাইলাম!💔 সর্বশেষে সেই আপনাকে না চাইতেই পেয়ে গেলো!😅 করুণাময়ের জগতে চাওয়ায় অসুন্দর হয়ে গেলো! না চাওয়ায় সুন্দর!😅💔

জীবন কেটে যায় অপেক্ষায় কখনো মানুষের, কখনো সুদিনের এসব স্বপ্ন আমার জন্য বিলাসিতা যা আর কোনদিন পূরণ হবে না! এমন একটা জীবন ...
24/06/2025

জীবন কেটে যায় অপেক্ষায়
কখনো মানুষের, কখনো সুদিনের এসব স্বপ্ন আমার জন্য বিলাসিতা যা আর কোনদিন পূরণ হবে না!
এমন একটা জীবন পার করতেছি কোন কিছুতেই শান্তি মিলে না,, মাঝে মধ্যে মনে হয় অচিন কোন দেশে চলে যাই, যেখানে দুঃখ দেওয়ার মানুষ নেই। 🥹
সবকিছু থাকার পরে-ও যদি আপনার শান্তি না মিলে ধরেন আপনার আপন বলতে কেউ নেই! 😭😭

Address

Dhaka

Telephone

+8801887533763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasie Appi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasie Appi:

Share

Category