25/12/2025
ইদানীং মন খারাপ আর হয় না , যে কোন কিছুই সহ্য করার ক্ষমতাটা সৃষ্টিকর্তা আমাকে জোর করেই শিখিয়েছে । তাই অভিযোগ কার কাছে রাখবো , রাতে পর রাত একাকীত্বের মোম জ্বালিয়ে নিজেকে পুড়াতে শিখেছি । নতুন করে আর পুড়ি না । কেউ খারাপ বল্লেও কিছু যায় আসে না । কেউ জীবন থেকে চলে গেলেও আর তাকে জোর করার ইচ্ছা হয় না । কেউ যোগাযোগ বন্ধ করে দিলেও অভিযোগ করতে মনে চায় না ।
আমাকে গুটিয়ে নিতেই যেন বসে থাকি , জীবনের ঝোলাঝুলি খুবই অল্প বিস্তর তাই প্রত্যাশা নেই । অনেক অনেক ইনভেষ্ট কিন্তু ফিরে পাওয়ার আকাঙ্খা মরে গেছে । আগে খুব লড়তে চাইতাম নিজের সাথে এখন আর তাও ইচ্ছে করে না । কি হবে অভিযোগ করে ? সবটাই ধোঁকা !
মানুষ যতটা আপন সাজে তারা ততটা আপন হয় কই ?