Rahul Sheet

Rahul Sheet সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

ভাবছি, চুলটা কি ছোট করবো, নাকি বড়...?" - ✂️✨💇‍♂️💆‍♂️😊।
20/08/2025

ভাবছি, চুলটা কি ছোট করবো, নাকি বড়...?" - ✂️✨💇‍♂️💆‍♂️😊।

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সকলকে জানাই কৃষ্ণপ্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা।পরমকরুনাময় ভ...
16/08/2025

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সকলকে জানাই কৃষ্ণপ্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা।
পরমকরুনাময় ভগবান শ্রীকৃষ্ণ, ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে জন্মগ্রহন করে বৈকুন্ঠ হতে এ ধরায় আবির্ভূত হন,হরে কৃষ্ণ 🙏🙏

পুরাতন রাষ্ট্রব্যবস্থা থেকে নতুন রাষ্ট্রব্যবস্থা তৈরি করার জন্য কিছু মৌলিক পদক্ষেপ নিতে হয়। এই প্রক্রিয়াকে রাষ্ট্র সংস...
01/08/2025

পুরাতন রাষ্ট্রব্যবস্থা থেকে নতুন রাষ্ট্রব্যবস্থা তৈরি করার জন্য কিছু মৌলিক পদক্ষেপ নিতে হয়। এই প্রক্রিয়াকে রাষ্ট্র সংস্কার বা রাজনৈতিক রূপান্তর বলা হয়। নিচে এই পরিবর্তনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হলো।
১. সাংবিধানিক সংস্কার
নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একটি নতুন সংবিধান তৈরি করা। এই সংবিধানে রাষ্ট্রের মূলনীতি, নাগরিকের অধিকার ও কর্তব্য, সরকারের কাঠামো, বিচার বিভাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই সংবিধান জনগণের সম্মতি নিয়ে তৈরি করা হয়।
২. প্রশাসনিক সংস্কার
পুরাতন আমলাতন্ত্রের বদলে একটি দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা আবশ্যক। এর মধ্যে রয়েছে:
* দুর্নীতি দমন: দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ।
* আমলাতন্ত্রের দক্ষতা বৃদ্ধি: সরকারি কর্মীদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজকে সহজ করা।
* জনগণের অংশগ্রহণ: সরকারি সেবায় জনগণের মতামত ও ফিডব্যাক গ্রহণ করা।
৩. অর্থনৈতিক সংস্কার
রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করা নতুন ব্যবস্থার জন্য জরুরি। এটি নির্ভর করে রাষ্ট্রের লক্ষ্য কী তার উপর। যেমন, একটি সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বাজারভিত্তিক অর্থনীতিতে রূপান্তর বা এর উল্টোটা হতে পারে। এর মধ্যে কিছু সাধারণ পদক্ষেপ হলো:
* বাজার উন্মুক্তকরণ: বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা।
* সম্পদের সুষম বণ্টন: কর ব্যবস্থা সংস্কারের মাধ্যমে ধনী-গরীবের বৈষম্য কমানো।
* ভিত্তিগত অবকাঠামো উন্নয়ন: যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো।
৪. বিচার বিভাগীয় সংস্কার
একটি নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ ছাড়া কোনো রাষ্ট্রব্যবস্থা সফল হতে পারে না। এর জন্য:
* বিচারকদের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
* আইনের শাসন প্রতিষ্ঠা করা যাতে সবাই আইনের চোখে সমান হয়।
* দ্রুত বিচার নিশ্চিত করতে বিচার ব্যবস্থার আধুনিকীকরণ করা।
৫. সামাজিক ও শিক্ষা সংস্কার
রাষ্ট্রের সামাজিক মূল্যবোধ ও শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন।
* শিক্ষার মানোন্নয়ন: এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা যা নাগরিকদের সচেতন, কর্মঠ ও দায়িত্বশীল করে তোলে।
* সামাজিক ন্যায়বিচার: নারী-পুরুষের সমতা, ধর্মীয়

ধ্যানলিঙ্গ হলেন পরম এক সত্তা যাঁর শক্তি-শরীর পূর্ণরূপে বিকশিত। শিব স্বয়ং এখানে বিরাজমান।
25/07/2025

ধ্যানলিঙ্গ হলেন পরম এক সত্তা যাঁর শক্তি-শরীর পূর্ণরূপে বিকশিত। শিব স্বয়ং এখানে বিরাজমান।

জীবনে আপনি যতই জিনিসপত্র জমান না কেন, শেষে কোনও কিছুই সঙ্গে যায় না। এখন সময় এসেছে, জিনিসপত্র জমানো থেকে সরে এসে জীবনকে প...
21/07/2025

জীবনে আপনি যতই জিনিসপত্র জমান না কেন, শেষে কোনও কিছুই সঙ্গে যায় না। এখন সময় এসেছে, জিনিসপত্র জমানো থেকে সরে এসে জীবনকে প্রকৃতরূপে উন্নত করে তোলার।

"এই গুরু পূর্ণিমার দিনে, আপনার ভিতরের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করুন। নিজের সাধনা করুন, ধ্যান করুন আর আপনার মনকে একটা ...
11/07/2025

"এই গুরু পূর্ণিমার দিনে, আপনার ভিতরের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করুন। নিজের সাধনা করুন, ধ্যান করুন আর আপনার মনকে একটা মিরাকল বানিয়ে তুলুন। আপনার গুরুর কৃপা আপনার সঙ্গেই আছে। অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইলো,"

আপনি এখানে জীবনকে অনুভব করার জন্য আছেন না জীবন সম্পর্কে ভাবার জন্য।
25/02/2025

আপনি এখানে জীবনকে অনুভব করার জন্য আছেন না জীবন সম্পর্কে ভাবার জন্য।

26/01/2025

জীবন হল একটা নির্দিষ্ট পরিমাণ সময় আর শক্তির সমষ্টি। সকলের কল্যাণের জন্য এই সময় এবং শক্তিকে সর্বাধিক মাত্রায় ব্যবহার করাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য এবং দক্ষতার এক নতুন স্তরে উন্নীত হওয়ার বিষয় হল 'যোগ'।
25/12/2024

জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য এবং দক্ষতার এক নতুন স্তরে উন্নীত হওয়ার বিষয় হল 'যোগ'।

আপনার খাবার খাওয়ার ধরন যে শুধু আপনার শারীরিক সুস্থতা নির্ধারণ করে তা নয়, এমনকি আপনি যেভাবে ভাবেন, যেভাবে অনুভব করেন এবং ...
21/12/2024

আপনার খাবার খাওয়ার ধরন যে শুধু আপনার শারীরিক সুস্থতা নির্ধারণ করে তা নয়, এমনকি আপনি যেভাবে ভাবেন, যেভাবে অনুভব করেন এবং আপনার জীবনের অভিজ্ঞতা, এই সবকিছুই নির্ধারণ করে দেয়।

“ধ্যানলিঙ্গের পরিমণ্ডলে শুধু কয়েক মিনিট নীরবে বসে থাকাই যথেষ্ট, এমনকি তাঁরাও এক গভীর ধ্যান অনুভব করবেন যাঁরা ধ্যান সম্পর...
13/12/2024

“ধ্যানলিঙ্গের পরিমণ্ডলে শুধু কয়েক মিনিট নীরবে বসে থাকাই যথেষ্ট, এমনকি তাঁরাও এক গভীর ধ্যান অনুভব করবেন যাঁরা ধ্যান সম্পর্কে কিছুই জানেন না।

আমার একমাত্র ছেলে সব সময় খুশিতে থাকো এটাই আমার প্রত্যাশা।
04/11/2024

আমার একমাত্র ছেলে সব সময় খুশিতে থাকো এটাই আমার প্রত্যাশা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rahul Sheet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahul Sheet:

Share