Arpana Debi

Arpana Debi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arpana Debi, Digital creator, Mirpur, Dhaka.

02/12/2022
Dengue prevention
22/10/2022

Dengue prevention

সফল ক্যারিয়ার গঠনে Soft Skill এর ভূমিকা  Soft Skill হলো একটি বিশেষ্য পদ , যা মানুষের এমন সব গুণাবলী বা ক্ষমতাকে নির্দেশ ...
20/10/2022

সফল ক্যারিয়ার গঠনে Soft Skill এর ভূমিকা

Soft Skill হলো একটি বিশেষ্য পদ , যা মানুষের এমন সব গুণাবলী বা ক্ষমতাকে নির্দেশ করে , যেগুলো তাদেরকে অন্যের সাথে মিশতে সাহায্য করে এবং তাতে সকলে মিলে মিশে কাজ করা সহজ হয়।

Soft Skill হলো যেখানে যোগাযোগ , ব্যক্তিত্ব , ভাষাগত দক্ষতা ও ইমোশনাল ইন্টেলিজেন্স এর সমন্বয় ঘটে ।

আমাদের জীবনধারণের সকল ক্ষেত্রে এই Soft Skill প্রয়োজন পড়ে ।

এমনকি যে কোন ধরনের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে Soft Skill এর ভুমিকা অপরিসীম।

ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ২ ধরনের দক্ষতার প্রয়োজন পড়ে।
১। হার্ড স্কিল ২। সফট স্কিল

হার্ড স্কিল হলো পেশাগত দক্ষতা । যেমনঃ একজন ডিজিটাল ক্রিয়েটর ডিজাইন , কন্টেন্টের মাধ্যমে তার পণ্যকে প্রমোট করে থাকেন। এটা হলো তার হার্ড স্কিল ।

অন্যদিকে , Soft Skill হলো
১। কাজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকা ২।দলের সাথে কাজটি করা বা নেতৃত্ব দেওয়া
৩।কাজটি সম্পর্কে কাস্টমারকে সাবলীল ও সঠিকভাবে বুঝানো ৪।তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং
৫। সমস্যা হলে সমাধানের পথে আসতে পারা

এইসব গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা বিবেচনা করে আমরা Soft Skill এর দক্ষতা গুলো অর্জনের মাধ্যমে নিজেকে একজন সফল ডিজিটাল ক্রিয়েটর হিসেবে প্রকাশ করতে পারি আর আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারি ।

নিজেকে একজন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে তৈরি করার জন্য ,  যাত্রা শুরু  করি, Success Biz Family তে এডমিশন নিয়ে । লেভেল ১  শেষ...
17/10/2022

নিজেকে একজন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে তৈরি করার জন্য , যাত্রা শুরু করি, Success Biz Family তে এডমিশন নিয়ে । লেভেল ১ শেষ করে ,এখন প্রজেক্ট মেম্বার হিসেবে কাজের সুযোগ পাওয়ার জন্য , স্কিল টেস্টের পর্যায়ে আছি আমরা । এই পর্যন্ত আসতে পারা আর প্রজেক্ট মেম্বার হিসেবে আমাদের ( ব্যাচ ১২) গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই SBF এর কর্তৃপক্ষ ও পরিবারবর্গকে। আমাদের এই জার্নির পথটা ছিলো খুবই মসৃণ ।


আন্তরিকভাবে সবার সহযোগিতা পেয়েছি। Instructor গণ প্রাঞ্জল ভাষায় এবং আনন্দের মাধ্যমে আমাদের শিখিয়েছেন । আমাদের শিখাটাকে টেকসই করার জন্য বাড়ির কাজ ছিল । এতে আমরা খুব ভালভাবে বিষয়গুলো রপ্ত করতে পেরেছি। রুবায়েত স্যারের response এর মাধ্যমে feedback নেয়ার বিষয়টি আমাদের ক্লাসে বেশী মনোযোগী হতে সাহায্য করেছে । কানিজ আপা ধৈর্য্য সহকারে আমাদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করেছেন । আমার লিডার রুমা ধরও আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন । পরিশেষে, আমি বলতে চাই SBF এভাবেই সবার মাঝে সেবাটাকে ছড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাক, আর আমরা সবাই একটি Sustainable career গঠন করি , এটাই প্রত্যাশা আমাদের ।

16/09/2022
15/09/2022

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Arpana Debi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arpana Debi:

Videos

Share