আসসালামু আলাইকুম,
"যেখানে সংবাদ সেখানে,
আমরা আছি আপনার পাশে "
এই স্লোগানে আমরা এক ঝাঁক কলম যোদ্ধা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হয়ে গত ইংরেজি ২০২০ সালে "CHANNEL-Z বাংলা " নামে একটি সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা করেছি। তাই আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনার তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন। আমরা তুলে ধরবো দেশ ও জাতির সামনে।
আমরা জানি সমাজের প্রতিটি স্তরে নৈতিকতার পদস্খলন, সচেতন প্রতিটি না
গরিকদের দায়িত্ব তাদেরকে ভুল পথ থেকে কল্যানের পথে ধাবিত করা। সমাজে মাদক দ্রব্য ছেয়ে গেছে, এ অবস্থা চলতে থাকলে এক সময় আপনার আমার পরিবারের কেউ এ ভাইরাস থেকে রক্ষা পারবেনা, তাই এখই সময় এ সমাজের মাদক, সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম ও অত্যাচার থেকে এদেশের মানুষকে পরিত্রাণ দেয়ার। আসুন আমরা সকলে মিলে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলি।