Bangladesh Eyes

Bangladesh Eyes "Bangladesh Eyes — Seeing the stories that matter"

Bringing Bangladesh into focus — your trusted source for news, trends, and entertainment.
(1)

Stay informed, stay engaged. News || Entertainment || Influencer || Bangladesh🇧🇩❣️ হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
আমিই কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম।
-মানুষ
-কাজী নজরুল ইসলাম।

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
31/05/2025

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

_নোয়াখালী হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়ে গেছে নিঝুমদ্বীপ, আল্লাহ রহম করুন🤲            ゚              ...
29/05/2025

_নোয়াখালী হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়ে গেছে নিঝুমদ্বীপ, আল্লাহ রহম করুন🤲



Follow Us | Like | Comment | Share

আপনি জানলে অবাক হবেন, একটি ব্যাঙকে যদি পানি ভর্তি পাত্রে রেখে সেই পানিকে উত্তপ্ত করতে থাকা হয়, তাহলে ব্যাঙটি কিন্তু পান...
28/05/2025

আপনি জানলে অবাক হবেন, একটি ব্যাঙকে যদি পানি ভর্তি পাত্রে রেখে সেই পানিকে উত্তপ্ত করতে থাকা হয়, তাহলে ব্যাঙটি কিন্তু পানি থেকে লাফ মারে না! ব্যাংঙটি পানির তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে শুরু করে। অর্থাৎ সে পানির উত্তাপ সহ্য করতে থাকে, লাফ দিয়ে বেরোনোর পরিবর্তে!

কিন্তু একসময় পানির প্রচন্ড তাপমাত্রার সাথে ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না। সেই সময় সে ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হায়! ব্যাঙটি তখন আর লাফ দিতে পারে না।

কেন জানেন? কারণ সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যয় করে ফেলেছে যে! এখন পানি থেকে লাফ মারার মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই তার শরীরে। ফলে সে পানিতে সেদ্ধ হয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটাকে বলে "বয়লিং ফ্রগ থিওরি"।

ব্যাঙের মৃত্যুর কারণটা আসলে গরম পানি না, বিপজ্জনক পরিস্থিতির শুরুতে প্রতিরোধ না করাটাই তার করুণ পরিণতির জন্য দায়ী।

একইভাবে বাস্তব জীবনে আপনাকে অনেক রকম বিরূপ পরিস্থিতি মুখোমুখি হতে হয় যা আপনি পরে একসময় প্রতিবাদ করব ভেবে সহ্য করতে থাকেন। বাস্তবতা হচ্ছে এসব ক্ষেত্রে খুব বেশি দেরি হয়ে যাবার আগেই প্রতিরোধ না করলে আপনার অবস্থাও হবে ওই সেদ্ধ ব্যাঙের মতোই!



Follow Us | Like | Comment | Share

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং...
25/05/2025

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।

২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।

৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।

৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।

৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।

৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।

১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।

১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।

১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।

১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।

১৪. আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন।

১৫. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।

১৬. ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন।

১৭. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।

১৮. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি আছেন। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না।

১৯. রাগ আপনার এক নম্বর শত্রু, এটাকে আসতে দিন, যেতে দিন, কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না।

২০. প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান, গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

২১. আপনি সফল না হলে কেউই আপনার ব্যর্থতার গল্প শুনবে না।

২২. আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না।

২৩. আপনি সবাইকে খুশি করতে পারবেন না, এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারাবেন।

২৪. আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর।

- এই যুগের সবচাইতে বড় ক্ষুধা মেবি একটু যত্ন আর জেনুইন ভালোবাসা!'😌🌸   ゚
25/05/2025

- এই যুগের সবচাইতে বড় ক্ষুধা মেবি একটু যত্ন আর জেনুইন ভালোবাসা!'😌🌸

🛐অনেক দিন আগের কথা। ইতালির রোম নগরীতে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। শহরের প্রহরীরা সিমন নামে এক বৃদ্ধকে রুটি চুরির অভিযোগে আটক ...
24/05/2025

🛐অনেক দিন আগের কথা। ইতালির রোম নগরীতে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। শহরের প্রহরীরা সিমন নামে এক বৃদ্ধকে রুটি চুরির অভিযোগে আটক করে। বিচারে সিমনকে কঠিন শাস্তি দেওয়া হয়। মৃত্যুবরণ না করা পর্যন্ত অনাহারে কারারুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয় তাকে।

বৃদ্ধের যুবতী মেয়ে পেরো বাবার এই নিষ্ঠুর পরিণতি মেনে নিতে পারেনি। সে পোশাকের ভেতর খাবার লুকিয়ে দেখা করতে যায় তার বাবার সাথে। কিন্তু কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে খাবারগুলো কেড়ে নেয়। আর তাকে এই বলে সতর্ক করে যে, এরপর যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে আর তার বাবার সাথে দেখা করতে দেওয়া হবে না!

পিতা অন্তঃপ্রাণ পেরো ভিতরে গিয়ে দেখে তার বাবার হাত পিছমোড়া করে বাঁধা। ক্ষুধা তৃষ্ণায় ছটফট করছেন তিনি। এমন করুণ দৃশ্য দেখার পর সদ্য মা হওয়া পেরো আর সহ্য করতে পারে না। বাবাকে বাঁচাতে তখনই নিজের বুকের দুধ পান করায় পেরো। এতে কিছুটা বল ফিরে পায় বৃদ্ধ।

বাবার জীবন রক্ষা করার তীব্র আকুলতা থেকে দিনের পর দিন এই কাজ করে যেতে থাকে পেরো। এদিকে দীর্ঘদিন অভুক্ত থাকার পরও সিমন কেন মারা যাচ্ছে না তা সবাইকে ভাবিয়ে তোলে। অবশেষে একদিন হাতেনাতে ধরা পড়ে যায় পেরো।

কালবিলম্ব না করে উভয়কে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। বিচারসভায় রোমের বিচারকগণ পুরো ঘটনা জেনে চরম বেদনা অনুভব করেন। ব্যাপারটিকে তারা মানবতার এক অনন্য এক দৃষ্টান্ত বলে রায় দেন। রায়ের পর শাসকগোষ্ঠীর মনে মানবতাবোধ জাগ্রত হয়। এরপর পেরো এবং তার বাবাকে বন্দীদশা থেকে মুক্তি দেওয়া হয়।

হৃদয় নাড়া দেওয়া এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। এত বছর পর আজও একটি মেয়ের তার বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর তার আদর্শ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয় পেরোকে। এবং সেই থেকে এই কথাটিও সর্বজন স্বীকৃত হয়ে যায় যে, কন্যাসন্তান আসলে মায়েরই আরেক রূপ!



*গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন💗🕊️

সম্প্রতি আমাদের উপজেলায়, (গ্রাম: ভোজদত্ত, ইউনিয়ন: দেওপাড়া, থানা: ঘাটাইল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যা এখন সামাজিক যোগাযোগ...
24/05/2025

সম্প্রতি আমাদের উপজেলায়, (গ্রাম: ভোজদত্ত, ইউনিয়ন: দেওপাড়া, থানা: ঘাটাইল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। একজন সত্তোরোর্ধ সম্মানিত ভদ্রলোক—যিনি সারাজীবন সমাজে মর্যাদার সঙ্গে চলেছেন—এখন প্রবল অপমান আর মানসিক যন্ত্রণার শিকার হয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছেন।

কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে তিনি বরপক্ষ হয়ে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে কনে পক্ষের কিছু মেয়ে বরপক্ষের জুতা লুকিয়ে রাখে, যা আমাদের সংস্কৃতিতে মাঝে মাঝে মজার অংশ হিসেবে দেখা যায়। কিন্তু এরপর যা ঘটেছে, তা ছিল নির্মম।

ভদ্রলোক বারবার নিজের জুতা চেয়ে অনুরোধ করছিলেন। একসময় এক টিকটকার তরুণী নিজের পায়ে থাকা একটি জুতা ছুঁড়ে দেন তাঁর দিকে। তিনি সরল-সহজ মানুষ, পরিস্থিতি বুঝে না উঠে সেই জুতা পরেন, ভাবেন হয়তো মজার অংশ হিসেবেই বিষয়টি হচ্ছে। কিন্তু সেই টিকটকার তরুণী ঘটনাটির ভিডিও ধারণ করে বলেন, “আপনাকে ভাইরাল করে দেবো!”

তিনি “ভাইরাল” শব্দটির অর্থই বোঝেন না। বুঝতেও পারেননি, সেই মুহূর্তটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে।

আজ, সেই ভিডিও তাঁকে এবং তাঁর পরিবারকে প্রবলভাবে অপমানিত করেছে। তাঁর ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন সবার কাছ থেকে অবান্তর ফোন আসছে, আর তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন!

জাতির কাছে প্রশ্ন, আচ্ছা আমরা কি মানুষ হিসেবে এতটা অসংবেদনশীল হয়ে গেছি? একজন বয়স্ক মানুষকে নিয়ে রসিকতা করতে আমাদের এতটুকুও বিবেক কাজ করে না? সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের বিনোদনের জন্য কি কাউকে চিরতরে লজ্জিত করে তোলা যায়?

এই ঘটনায় আমরা যারা দেখেছি বা জানি, আমাদের উচিত স্পষ্টভাবে বলা " কারও মর্যাদা হরণ করে কোনো কিছুই মজার নয়। ভাইরাল হওয়ার পেছনে দায়িত্ববোধ থাকা উচিত। ”





Follow Us | Like | Comment | Share

ড্রাগনফ্লাই বা ফড়িং প্রকৃতির এক নির্ভরযোগ্য সৈনিক, যাদের প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে শতাধিক মশা! এরা মশার সংখ্যা নিয়ন্ত...
23/05/2025

ড্রাগনফ্লাই বা ফড়িং প্রকৃতির এক নির্ভরযোগ্য সৈনিক, যাদের প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে শতাধিক মশা! এরা মশার সংখ্যা নিয়ন্ত্রণে রাখে নিঃশব্দে, নিঃস্বার্থে। অথচ আমরা অনেকেই জানি না, একটি ফড়িং মে*রে ফেলা মানেই মশার বিজয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।



Follow Us | Like | Comment | Share

📍গা*জা*য় ত্রাণ না ঢুকলে ৪৮ ঘন্টায় মা/রা যেতে পারে প্রায় ১৪ হাজার শিশু -- জাতিসংঘ।⚕️Pray for them🤲❤️‍🩹              Follo...
20/05/2025

📍গা*জা*য় ত্রাণ না ঢুকলে ৪৮ ঘন্টায় মা/রা যেতে পারে প্রায় ১৪ হাজার শিশু -- জাতিসংঘ।⚕️

Pray for them🤲❤️‍🩹



Follow Us | Like | Comment | Share

-গরুর মালিক যখন ৭০ হাজার টাকার গরুর দাম দেড় লাখ চায়!
20/05/2025

-গরুর মালিক যখন ৭০ হাজার টাকার গরুর দাম দেড় লাখ চায়!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share