12/10/2025
আলহামদুলিল্লাহ —মাশা-আল্লাহ ভাইয়া!🕋 আজকের দিনটি পরম আনন্দদায়ক, আল্লাহর নিকট অসীম শুকরিয়া আদায়ের জন্য শ্রেষ্ঠ & স্মরণীয়।
আপনাকে এমন পবিত্রতম মুহুর্ত আলিঙ্গন করতে দেখে হৃদয় যেন জুড়িয়ে গেল, মনে হলো যেন অনন্ত শান্তি আমাদের আত্মাকে ছুঁয়ে গেল।এটা এক অনাবিল আনন্দের অমুল্য মুহূর্ত, যা এক পরম তৃপ্তির অনুভূতি নিয়ে আসে।
আপনার জীবনের শ্রেষ্ঠতম দিনের ন্যায় আজকের এই পবিত্র ক্ষণ দর্শন— আমাদের সকলের জন্যও এক অপার আনন্দের উৎস, যা চোখের সামনে শুধু নয়, হৃদয়ের গভীরে এক পরম তৃপ্তির দৃশ্যরূপে প্রতিভাত হচ্ছে।জীবনের সেরা সময়ে দাঁড়িয়ে আপনি,সেই শ্রেষ্ঠ ক্ষণটির মতোই আজকের এই মুহূর্তটি পুরো ফারহানিয়ান পরিবারের জন্যই অশেষ উচ্ছ্বাসের, অনাবিল শান্তির।
কাবা শরীফের সামনে,পবিত্র হাজরে আসওয়াদের চুম্বন —প্রতিটি মুসলিম বিশ্বাসীর অনন্ত আকাঙ্ক্ষা। আল্লাহ আপনাকে এই শুভক্ষণটি দিয়েছেন; এটি এমন এক ঐশী অনুগ্রহ, যার মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা যায় না। এই পবিত্র চুম্বন প্রতিটি মুমিনের অন্তরের সুপ্ত আশা।
লাখো মানুষের ভিড়ে আল্লাহ আপনাকে বেছেছেন,তাঁর ঘরে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন, এই বিরল সৌভাগ্য যে সবার হয় না—এ সত্যিই এক বিশাল নিয়ামত যা ভাষায় প্রকাশের অতীত।যখন আল্লাহ তাঁর পবিত্র ঘরে ডেকে নেন বান্দাকে, তখন দুনিয়ার কোনো প্রাপ্তিই আর সেই মহিমান্বিত আহ্বানের সমকক্ষ থাকে না।
সেই প্রশান্তি,উচ্ছ্বাস আর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার প্রতিচ্ছবি আপনার মুখের তৃপ্ত হাসিতে স্পষ্ট, যেখানে পুরো পৃথিবী শান্তিতে বিরাজমান।এই মুখে লেগে থাকা তৃপ্তির ছোঁয়া এবং শান্ত হাসির আভা যেন সমগ্র পৃথিবীর প্রশান্তি ধারণ করে আছে,সত্যিই।
এই মুখে এত গভীর প্রশান্তি,এই অসীম তৃপ্তি, এই উচ্ছ্বাস আমি আগে দেখিনি আর —আমার চোখ অনায়াসে ভিজে গেল,যখন আরো শুনলাম আপনি দুনিয়ার সেরা সৌভাগ্যবানদের একজন হতে পেরে, পবিত্র কালো পাথরে চুমু খেতে পেরে যেটা বিশ্বের সকল মুসলিমদের কাঙ্ক্ষিত এক স্বপ্ন সেই পবিত্রতার স্পর্শ পেয়ে—নিজে অঝোরে অশ্রু ঝড়িয়েছেন লম্বা সময় ধরে! 🥹প্রতিটা মুসলিমের জন্য— সরাসরি আল্লাহর নিকট থেকে এ যে এক পরম পাওয়া!😭 এটি স্বয়ং খোদা প্রদত্ত রহমত— এর কাছে দুনিয়ার সকল প্রাপ্তিই তুচ্ছ হয়ে যায়।
MusMusfiq R. Farhan