Rahifdhk news

Rahifdhk news This page dedicated to news . Specially we make news and video . If you need different news , this is the right page for you.

09/04/2024

আজ মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ইংরেজি, ২৬ চৈত্র ১৪৩০ বাংলা, ২৯ রমজান ১৪৪৫ হিজরি। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

সর্বশেষ খবর পেতে rahifdhk news অনুসরণ করুন।

এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:

১২৪১ – লিইয়েগনিটয যুদ্ধে মোঙ্গল বাহিনীর পোলিশ এবং জার্মান সৈন্যদের পরাজিত করে।
১৪১৩ – পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৪৪০ – ক্রিস্টোফার ডেনমার্কের রাজা হন।
১৪৮৩ – প্রথম এডওয়ার্ড চতুর্থ এডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করেন।
১৬০৯ – আশি বছরের যুদ্ধ স্পেন এবং ডাচ প্রজাতন্ত্র এন্টওয়ার্প এর চুক্তি স্বাক্ষর মাধ্যমে যুদ্ধবিরতির শুরু করে।
১৭৮৩ – টিপু সুলতান বৃটিশদের কাছ থেকে বেন্দোর দখল করে নেয়।
১৭৫৬ – নবাব সিরাজ-উদ-দৌলা বা মির্জা মুহাম্মাদ সিরাজ-উদ-দৌলা রাজ্যভার গ্রহণ করেন।
১৮৭২ – স্যামুয়েল আর পার্সি গুঁড়ো দুধ প্যাটেন্ট করে।
১৯১৮ – লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৮ – তুরস্কে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অপারেশন ওয়েসেরুবুং’ জার্মানিরা ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে।
১৯৪৫ – মার্কিন যুক্তরাষ্ট্রে আণবিক শক্তি কমিশন গঠন করা হয়।
১৯৪৮ – বায়তুল মোকাদ্দাসারের পশ্চিমাঞ্চলে অবস্থিত দিরইয়াসিন গ্রামে ইহুদীবাদী ইসরাইলীরা ব্যাপক গণহত্যা চালায়।
১৯৫৭ – সুয়েজখাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
১৯৬৫ – ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়।
১৯৭৪ – দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি সাক্ষরিত হয়।
১৯৯১ – জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
১৯৯৭ – বাংলাদেশ ক্রিকেট দল আই সি সি ট্রফিতে স্কটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ।
১৯৯৮ – সৌদি আরবে হজ্বের শেষ দিনে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৫০ জন মুসল্লি নিহত ।

জন্ম:
১২৮৭ – ইংল্যান্ডের রাজা চতুর্থ এডওয়ার্ড জন্মগ্রহণ করেন।
১৮০৬ – ইসাম্বারড কিংডম ব্রুনেল, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও ক্লিফটন সাসপেনশন ব্রিজ পরিকল্পক।
১৮২১ – ফরাসী কবি শার্ল বোদলেয়ার জন্ম গ্রহণ করেন।
১৮৩০ – এয়াড্বেয়ারড মুয়ব্রিডগে, তিনি ছিলেন ইংরেজ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার।
১৮৩৫ – বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড জন্ম গ্রহণ করেন।
১৮৬৫ – এরিক লুডেন্ডোরফ, তিনি ছিলেন জার্মান জেনারেল ও রাজনীতিবিদ।
১৮৬৭ – ক্রিস ওয়াটসন, তিনি ছিলেন চিলির বংশোদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।
১৮৭২ – লিও বলুম, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৮৯৩ – ঐতিহাসিক ও লেখক রাহুল সাংকৃত্যায়ন জন্ম গ্রহণ করেন।
১৯০১ – পল উইলিয়ামস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
১৯২৫ – শিশু সংগঠক ও সাংবাদিক রোকনুজ্জামান খান দাদা ভাই জন্ম গ্রহণ করেন।
১৯২৬ – হিউ হেফ্নার, তিনি ছিলেন মার্কিন প্রকাশক ও প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।
১৯৩৮ – ভিক্টর চেরনোম্যরডিন, তিনি ছিলেন রাশিয়ান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী।
১৯৪৮ – জয়া বচ্চন, তিনি ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ।
১৯৫৭ – সেভে বালেস্টেরস, তিনি ছিলেন স্প্যানিশ গল্ফ খেলোয়াড় ও স্থপতি।
১৯৬৬ – সিনথিয়া নিক্সন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
১৯৭৫ – রবি ফাওলার, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৮৫ – আন্তোনিও নকেরিনো, তিনি ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু:
০৫৮৫ – সম্রাট জিমু, তিনি ছিলেন জাপানি সম্রাট ।
০৪৯১ – যেনো, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
১৫৫৩ – ফ্রাঁসোয়া রাবলে, তিনি ছিলেন ফরাসি সন্ন্যাসী ও পণ্ডিত।
১৫৫৭ – মিকায়েল আগ্রিকলা, তিনি ছিলেন ফিনিশ যাজক ও পণ্ডিত।
১৬২৬ – ফ্রান্সিস বেকন, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক।
১৭৫৪ – ক্রিস্টিয়ান উলফের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও শিক্ষাবিদ।
১৭৫৬ – নবাব আলীবর্দী খাঁ, তিনি ছিলেন বাংলা, বিহার, ওড়িশার নবাব।
১৮৮২ – ডান্টে গ্যাব্রিয়েল রসেটি, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও কবি।
১৮৮৯ – মাইকেল ইউজিনে শেভরেউল, তিনি ছিলেন ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।
১৯৩৬ – ফেরডিনান্ড টনিয়েস, তিনি ছিলেন জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
১৯৪৫ – ডিয়েট্রিখ বোনহোফের, তিনি ছিলেন জার্মান যাজক ও ধর্মতত্ত্ববিদ।
১৯৪৫ – উইলহেম কানারিস, তিনি ছিলেন জার্মান নৌসেনাপতি।
১৯৫৯ – ফ্র্যাংক লয়েড রাইট, তিনি ছিলেন আমেরিকান আমেরিকান স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার লেখক ও শিক্ষক।
১৯৮০ – মোহাম্মদ বাকির আল-সাদর, তিনি ছিলেন ইরাকি দার্শনিক।
১৯৯৩ – ইরানের বিখ্যাত শিল্পী ও লেখক সাইয়্যেদ মোর্তজা আয়ুবী শাহাদাত বরণ করেন।
২০০১ – শাকুর রানা, তিনি ছিলেন পাকিস্তানি আম্পায়ার।
২০১১ – সিডনি লুমেট, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

14/09/2022

সোমবার থেকে ১১০ টাকায় সয়াবিন তেল, ২০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু

বিস্তারিত কমেন্টে

বাইডেন-জেলেনস্কির ৪০ মিনিট ফোনালাপ, যা জানালেনPosted on February 26, 2022by jannatআন্তর্জাতিক: চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়...
26/02/2022

বাইডেন-জেলেনস্কির ৪০ মিনিট ফোনালাপ, যা জানালেন

Posted on February 26, 2022
by jannat

আন্তর্জাতিক: চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে

৪০ মিনিটের ফোনালাপ হয়েছে। হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, টেলিফোনে বাইডেনকে ইউক্রেনের বর্তমান

পরিস্থিতি সম্পর্কে জানান জেলেনস্কি। এসময়ে ইউক্রেনকে প্রতিরক্ষায় সহায়তার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে টুইটারে বিষয়টি শেয়ার করেন প্রেসিডেন্ট

জেলেনস্কিও লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রতিরক্ষা সহায়তা এবং একটি যুদ্ধবিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)

সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা।

এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়। যুদ্ধের দ্বিতীয় দিনও তুমুল লড়াই হয়। রাজধানীর কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি,

দ্বিতীয় দিনে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তবে দিন শেষে ইউক্রেনের সঙ্গে আলোচনায় সম্মতি দিয়েছেন পুতিন। সূত্র : সিএনএন

POSTED UNDER আন্তর্জাতিক
Post navigation

সময় উপযোগী সংবাদ পেতে আমাদের সাথেই  থাকুন।
25/02/2022

সময় উপযোগী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

25/02/2022
রুশ চক্রব্যূহে ইউক্রেন (Ukraine)। তিনদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী একই কায়...
25/02/2022

রুশ চক্রব্যূহে ইউক্রেন (Ukraine)। তিনদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী একই কায়দায় হামলা চালিয়েছিল মস্কোয়। এ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি! রাশিয়ার যুদ্ধ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই তছনছ ইউক্রেন। ইতিমধ্যে প্রাণ গিয়েছে ১০ নিরীহ নাগরিকের। মৃত্যু হয়েছে ৪০ সেনা জওয়ানেরও। জখম বহু।
বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পরই আকাশ পথে ইউক্রেনের একের পর এক শহরে চলছে ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে শক্তিশালী বোমাও। সূত্রের খবর, ইতিমধ্যে কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার পদাতিক বাহিনীও। এমনকী, আজাকিভ বন্দরেও হামলা হয়েছে। মনে করা হচ্ছে, খারকভ শহর এবং আজাকিভ বন্দরে লাগাতার বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ নাগরিকের। ভেঙে পড়েছে একের পর এক বাড়িঘর।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahifdhk news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category