03/11/2025
আপনি ফজরে উঠতে পারেন না, কিন্তু একটা জব ইন্টারভিউ থাকলে ঠিকই ঘুম ভেঙ্গে যায়। এলার্ম ছাড়া কিংবা এলার্ম দেয়া থাকলেও ফজরে আপনার ঘুম ভাঙ্গে না। অথচ সকালে ফ্লাইট থাকলে ঠিকই জেগে ওঠেন। প্রিয় দলের ফুটবল ম্যাচ থাকলেও ঘুম ভেঙ্গে যায় একা একাই ।
সমস্যাটা ঠিক কোথায় বুঝতে পেরেছেন? সমস্যা হলো আপনার প্রায়োরিটি লিস্টে আল্লাহর পজিশন এখনো নাম্বার ওয়ানে আনতে পারেন নাই! যদি পারতেন, তাহলে এলার্ম ছাড়াই উঠতে পারতেন!
আসেন আজ একটা ছোট্ট লিস্ট বানাই। কীসের লিস্ট? ফজর না পড়লে আপনি যা যা হারাচ্ছেন সেটার লিস্ট।
⚠️১. দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা হারাচ্ছেন। সায়েন্স বলে - ভোরবেলা ব্রেইন থাকে সবচেয়ে ফ্রেশ। উইলপাওয়ার থাকে সর্বোচ্চ। ডিপ ওয়ার্ক করার জন্য এটা বেস্ট টাইম। অথচ আপনি সেই সময়টা কাটাচ্ছেন বিছানায়!
⚠️২. বরকত পাওয়ার শ্রেষ্ঠ সময়টা মিস করছেন। আপনি যতই পরিশ্রম করুন, যতই স্মার্ট ওয়ার্ক করুন - বরকত ছাড়া লাইফে কক্ষনো প্রশান্তি আসবে না! সারাদিন ব্যস্ত থাকবেন কিন্তু কিছুতেই আত্মতৃপ্তির ঢেকুর উঠবে না!
⚠️৩. আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার সুযোগ হারাচ্ছেন। আপনি যখন ঘুমের মজা ছেড়ে কেবল তাঁরই জন্য উঠবেন, তখন তাঁর সাথে সম্পর্কও হবে আরো গভীর। আরো আপন। আরো মধুর ।
নিশ্চয়ই মনে মনে ভাবছেন, ভাই এসব তো সবই জানি, কিন্তু উঠতে পারি না! ঠিক আছে এবার বলছি কীভাবে উঠবেন।
▪️স্ট্র্যাটেজি ১: ভোরে ওঠার চেষ্টা বাদ দিন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন।
সাহাবীরা ইশার পর খুব কম কথা বলতেন। কারণ তারা জানতেন ফজরে উঠতে হবে। আর আমরা? রাত ১২টা পর্যন্ত ফোন স্ক্রল করি! তারপর বলি ফজরে উঠতে পারি না! তাই আজ রাত থেকে ট্রাই করুন: ১০টার মধ্যে ফোন রেখে দিতে। ১১টার মধ্যে ঘুমিয়ে যেতে।
▪️স্ট্র্যাটেজি ২: এলার্মের স্মার্ট ইউজ করুন।
একটা এলার্ম না। ৩টা এলার্ম দিন: প্রথমটা ফজরের ৩০ মিনিট আগে। দ্বিতীয়টা ফজরের ১৫ মিনিট আগে। তৃতীয়টা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে। আর এলার্মটা বেশ দূরে রাখুন। হাতের কাছে থাকলে অফ করে আবার ঘুমিয়ে যাবেন!
▪️স্ট্র্যাটেজি ৩: একাউন্টাবিলিটি পার্টনার
একা পারছেন না? একজন ফ্রেন্ড কে বলুন। একে অপরকে কল দিয়ে তুলবেন। গ্রুপ ক্রিয়েট করুন নাম Fajr Warriors। ট্রাস্ট মি, এই স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে।
▪️স্ট্র্যাটেজি ৪: প্রথম তিনদিন বেশি কষ্ট হবে আগে থেকেই মেনে নিন
মাথায় রাখুন: ফার্স্ট ডে = Hardest. সেকেন্ড ডে = Harder। থার্ড ডে = Hard. ৪র্থ দিন থেকে Moderate. ৭ম দিন থেকে Normal. আর ২১তম দিনে একদম Habit!
স্ট্র্যাটেজি ৫: ভিজুয়াল রিমাইন্ডার ইউজ করুন।
ফোন এর ওয়ালপেপারে লিখে রাখুন: ফজর মিস = দিন মিস। স্টিকি নোট লাগান আয়নায়। ঘুমের আগে বারবার এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দিন।
এই পোস্ট পড়ার পর ১ জনও যদি আগামীকাল ফজর পড়ে, তবেই এই পোস্ট সার্থক! আর আপনি যদি সেই ১ জন হন, তাহলে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এই একটা অভ্যাসের কারণে ইনশাআল্লাহ!
ফজর মানে ডিসিপ্লিন। ফজর মানে উইলপাওয়ার। ফজর মানে কানেকশন উইথ আল্লাহ। ফজর মানে বারাকাহ। ফজর মানে সাক্সেস। সবচেয়ে বড় কথা: ফজরে ওঠাই আপনার জন্য হতে পারে লাইফ চেঞ্জিং হ্যাবিট!
বাই দা ওয়ে, আমরা একটা প্রাইভেট কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি। আমাদের ৬ মাসের সিগনেচার কোর্স, Prophetic Productivity Masterclass-এ যারা ইনরোল করেছেন, তাদের লাইফ আরো প্রশান্তিময়, বারাকাহময় বানাতে নানান রকমের লার্নিংস শেখানোর পাশাপাশি হ্যাবিট বিল্ডআপ নিয়েও তাদের সাথে কাজ করা হচ্ছে।
আমাদের এই যাত্রায় যুক্ত হতে পারেন আপনিও! বিস্তারিত কমেন্টে।
দেখা হবে আগামীকাল ফজরে! ইনশাআল্লাহ!