Masum Ahmed Nerob

Masum Ahmed Nerob Life is beautiful. If you want enjoy your life, you may go to travel.

22/07/2025

হারিয়েই যেতে চেয়েছিলেন ফ্ল্যাইট লেফটেন্যান্ট তৌকির। কিন্তু এভাবে তো নয়! 💔

Lucky wife
04/07/2025

Lucky wife

বন্ধু সফলতার গল্প'টা এমন একটা আড্ডায় হবে.!!☺️🥀
31/05/2025

বন্ধু সফলতার গল্প'টা এমন একটা আড্ডায় হবে.!!☺️🥀

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
25/05/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

কালেক্টেড কিন্তু বাস্তব .. ✅

20/05/2025

Wonderful 🥰

15/05/2025

সুন্দরের জন্য ময়মনসিংহ সেরা রে! 🔥❤️❤️‍🔥

12/05/2025

খুব মিস করি সেই দিন গুলো❤️

আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক মায়ের সাথে! তবুও মা তুমি বেঁচে থাকো যুগ যুগ ধরে!❤️
11/05/2025

আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক মায়ের সাথে! তবুও মা তুমি বেঁচে থাকো যুগ যুগ ধরে!❤️

যু'দ্ধ নয়, শান্তি চাইবর্তমান ভারত-পাকিস্তান সংঘাতে অনেকেই একপাক্ষিক অবস্থান নিচ্ছেন—কেউ ভারতকে, কেউ পাকিস্তানকে সমর্থন ক...
07/05/2025

যু'দ্ধ নয়, শান্তি চাই

বর্তমান ভারত-পাকিস্তান সংঘাতে অনেকেই একপাক্ষিক অবস্থান নিচ্ছেন—কেউ ভারতকে, কেউ পাকিস্তানকে সমর্থন করছেন। কিন্তু আমি এই যু'দ্ধকে কোনোভাবেই সমর্থন করি না।

দুই দেশই পা'র'মাণ'বিক শক্তিধর। একটি ভুল সিদ্ধান্ত গোটা দক্ষিণ এশিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। কোটি কোটি প্রাণ ঝুঁকিতে পড়বে, পরিবেশ দূষিত হবে, অর্থনীতি ভেঙে পড়বে—এ সবকিছু শুধু একটি যু'দ্ধের জন্য?

আমরা যু'দ্ধ চাই না, আমরা চাই শান্তি, সংলাপ এবং সমঝোতা।

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Ahmed Nerob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Ahmed Nerob:

Share