18/04/2025
Video link in comments section👇
গত আট বছর যাবৎ Air Travel বা বিমান ভ্রমণ নিয়ে আমি একটা ইনফরমেটিভ ভিডিও বানাবো বলে ভাবছি এবং প্রতিবার ট্রাভেল করার সময়ই ভাবি করবো। কিন্তু অলসতার কারণে আর সেটা হয়ে উঠেনি।
হ্যা, বর্তমান সময়ে বিমান ভ্রমণ আহামরি কোনো ব্যাপার না। এটা এখন মানুষের বিলাসিতার চেয়ে প্রয়োজন বেশি।আজকাল তো প্রায় সবাই অহরহ এয়ার ট্রাভেল করছেন। শুধুমাত্র পাসপোর্ট, টিকিট আর ভিসা সহ প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টস থাকলে যে কেউ যখন তখন যেখানে খুশি সেখানে উড়ে যেতে পারেন।
হ্যা কথা সত্য। তবে আমার উদ্ধেশ্য শুধুমাত্র কিভাবে এয়ার ট্রাভেল করতে হয় সেটা জানানো না বরং সঠিকভাবে কোনোরকম ঝামেলা ছাড়া, রুলস রেগুলেশন মেনে, জেনে বুঝে কিভাবে ট্রাভেল করবেন সেটা জানানো।
এভিয়েশন প্রফেশনে জড়িত থাকার সুবাধে ফ্লাইটের যাত্রীদের কিছু অপ্রত্যাশিত ব্যাপার আমি প্রতিনিয়ত খুব কাছ থেকে দেখছি দীর্ঘদিন যাবৎ। সবার প্রতি সন্মান রেখেই বলছি- আনফরচুনেটলি, আমাদের দেশের বেশিরভাগ যাত্রীরাই অজ্ঞতার কারণে নিজের অজান্তেই এমন কিছু কাজকর্ম করে ফেলে, যাতে করে বিদেশিদের এবং বহির্বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। অনেক সহকর্মী এবং বিদেশিদেরকে প্রতিনিয়ত দেখি আমাদেরকে নিয়ে হাসাহাসি করে এসব কারণে।
এগুলো আমাকে মানুষিকভাবে খুব বেশি পীড়া দেয় আর সেই দায়িত্ববোধ থেকেই মূলত আমার আজকের এই ভিডিওটা করা। যাতে করে আপনারা এখান থেকে সঠিক নিয়ম-কানুনগুলো জানতে পারেন এবং নেক্সট টাইম থেকে এই ব্যাপারগুলো মাথায় রেখে, আত্মবিশ্বাসী হয়ে, সম্মানের সাথে মাথা উচু করে, নিজের এবং দেশের মান সম্মান বজায় রেখে ট্রাভেল করতে পারেন।
বিঃদ্রঃ : এই ভিডিওটা করার জন্য আমি অসংখ্যবার বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি শুধুমাত্র একেকটা মিসিং ফুটেজ কালেক্ট করার জন্য। আমার এই ভিডিওর উদ্দেশ্যেই হচ্ছে শুধুমাত্র বিমান ভ্রমণ সম্পর্কে আমার ব্যক্তিগত ও প্রফেশনাল অভিজ্ঞতা থেকে কিছু তথ্য দিয়ে কিছু মানুষকে সহযোগিতা করা। কাউকে কোনোভাবে হেয় করা কিংবা কোনোপ্রকার কষ্ট দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য নয়। কোথাও ভুল কিছু বলে থাকলে কাইন্ডলি সংশোধন করে দিবেন। ধন্যবাদ।