| গণিত সহায়ক |
(Bangla Version - English Version - English medium)
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী,SSC,HSC,B.Sc,M.Sc,O-Level, A-Level,Math Olympiad,GRE,SAT,ACT,BANK,BCS,others JOB & any competitive EXAM Raz's Math Academy
হোক তোমার গণিত প্রস্তুতির একমাত্র পাথেয়, এই প্রত্যাশায় আমাদের পথচলা। আমাদের পাশে থাকার জন্যে তোমাকে ধন্যবাদ।
----------------------------------------------------------
| গণিত সহায়ক |
ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী , SSC, HSC, B.Sc , M.Sc , GRE , SAT , ACT & JOB
Bangla Version , English Version & English Medium
-----------------------------------------------------------------------------------------
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমার ১৫ বছর ধরে দেশে এবং বেশ কয়েক বছর ধরে দেশের বাইরের শিক্ষার্থীদের কে গণিত পড়ানোর অভিজ্ঞতায় আমি দেখেছি যে ৯০% শিক্ষার্থী গণিত নিয়ে সমস্যায় থাকে। অনেকের বেসিক দুর্বল থাকা ,নিয়মিত চর্চা না করা ,সঠিক মেন্টরের অভাব ,না বুঝে গণিত অনুশীলন করতে যেয়ে গণিতের প্রতি ভীতি তৈরি হওয়া, সূত্র না বুঝে মুখস্থ করে প্রব্লেম সল্ভ করতে যাওয়া ,এমন ও অনেক শিক্ষার্থী আছে ,সে ক্লাসে যেয়ে দেখে স্যার ত্রিকোণমিতির ৭.১ ক্লাস নিচ্ছেন তারপর সে একটু আনমনা হয়ে ঘুমে ডুব মারলো একটু পর টের পেয়ে দেখে স্যার ৭.৫ অধ্যায়ের ম্যাথ করাচ্ছেন তারপর বাকিটা ইতিহাস ........ইত্যাদি।
✍️ আমার ভীষন খারাপ লাগে যখন শুনতে পাই। (a+b)^2 সূত্রটি শুধু বীজগণিতের ম্যাথ সল্ভ করতে কাজে লাগে, জীবনে আর কোনো কাজে লাগবেনা এই ভেবে ওই যে ক্লাস সেভেনে মুখস্থ করি। তারপর জ্যামিতি,বীজগণিত,ত্রিকোণমিতি ,ক্যালকুলাস সব ফর্মুলা মুখস্থ,গণিত বিদ্যা কে মুখস্থ বিদ্যা বানিয়ে পরীক্ষায় পাস করে শিক্ষা জীবনটা পার করে দিলেই বেঁচে যাই। সেই থেকে শুরু বিরক্তিকর একটা বিষয় গণিত। কিন্তু তা নয় ,(a+b) যে একটা বর্গের বাহু । (a+b)^2 সূত্রটি যে একটা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে,তা যদি একবারও ভাবতাম ?
✍️ আমি কথা দিচ্ছি , Mathematics- এ তুমি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো
প্রান্ত থেকে বেসিক দুর্বলতা কাটিয়ে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর সহ ১০০% প্রস্তুতি নিতে পারবে , এটা আমার দায়িত্ব এবং ওয়াদা ।