Markazus Sunnah As-Salafi

Markazus Sunnah As-Salafi যোগাযোগ করুন:
#01978-801046 (প্রিন্সিপাল) #01300-801046 (অফিস) #01601-801046 (আবাসিক)

16/11/2025

🛑আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
📣ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

🟥কিতাব বিভাগ (শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী/মিশকাত ঊলা পর্যন্ত)
✅মাসিক আরবী, বাংলা ও ইংরেজি বক্তৃতায় বাধ্যতামূলক অংশগ্রহণ।
✅আরবী ও বাংলা সাহিত্য চর্চায় রোজনামচা, দেয়ালিকা ও প্রবন্ধ, ছড়া-কবিতা অনুশীলন করানো।
✅হাফেয ছাত্রদের হিফয ইয়াদ রাখতে দৈনন্দিন দাওর ও প্রশ্নোত্তরে সাপ্তাহিক সবিনার ব্যবস্থা।
✅আরবী মুকালামাহ ও ইংলিশ স্পোকেন।

🟥হিফযুল কুরআন/তাহফীযুল কুরআন বিভাগ
🛑মক্তব শাখা (প্রি হিফয)
✅মাত্র ২ বছরে বাচ্চাদের তৃতীয় শ্রেণীর বাংলা, অংক ও ইংরেজী পাঠদানসহ হিফযের উপযোগী করে গড়ে তোলা।
✅ছহীহ তরীকায় ছালাত শিক্ষাদান, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দো'আসমূহ ও যাবতীয় আদব-আখলাক শিক্ষা দেওয়া।
✅ বাংলা, ইংরেজী ও আরবী হাতের লেখা সুন্দর করা।

🛑নাযেরা শাখা (রিডিং কুরআন ১-৩০ পারা)
✅তাজবীদ সহ ছহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত।
✅প্রয়োজনীয় মাসনূন দো'আর অনুশীলন।
✅আম্মা পারা মুখস্থকরণ।
✅ ৪০ টি হিফযুল হাদীস অনুশীলন।

🛑হিফযুল কুরআন শাখা
✅আন্তর্জাতিক মানের হাফেয ও কারীগণ দ্বারা অনুশীলন।
✅ মাশকের মাধ্যমে ছাত্রদের কুরআন তিলাওয়াতের মানোন্নয়ন।
✅মাত্র ৩ বছরে ইয়াদসহ হিফয সম্পুর্ণ করা।
✅বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ (পর্যায়ক্রমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ)।
✅ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ।

🏵️🌹মারকাযুস সুন্নাহ আস-সালাফীর অনন্য বৈশিষ্ট্য সমূহ :
🌺পবিত্র কুরআন মাজীদ ও ছহীহ সুন্নাহ্‌র পূর্ণ অনুসরণ।
🌺সকল বিভাগে মেধাবী ও উচ্চ ডিগ্রীধারী অভিজ্ঞ এবং আদর্শ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান।
🌺সাপ্তাহিক বাংলা, ইংরেজি, আরবী বক্তব্য প্রশিক্ষণ ক্লাস।
🌺অত্যন্ত পরিচ্ছন্ন, মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে পাঠদান।
🌺হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, রাজশাহী ও নিজস্ব কারীকুলামে পাঠ দান।
🌺আবাসিক ছাত্রদের ৩ বেলা স্বাস্থ্য ও মানসম্মত খাবার ও ১ বেলা নাশতা পরিবেশন।
🌺দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ গুরুত্বারোপ ।
🌺প্রবাসী অভিভাবকগণের সন্তানদের ও ইয়াতীম ছাত্রদের অভিভাবকত্ব গ্রহণ।
🌺হিফজ শেষে বয়স ও মেধা অনুযায়ী কিতাব বিভাগে ভর্তি হওয়ার জন্য ক্লাসের প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষা দান এবং সুন্দর হস্তাক্ষরের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান।
🌺নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতি কার্যক্রম ও শিক্ষা সফর-এর ব্যবস্থা।
🌺মাদ্রাসায় থাকা অবস্থায় কোন শিক্ষার্থী অসুস্থ হলে তার প্রাথমিক চিকিৎসার ত্বরিৎ ব্যবস্থা নেওয়া হয়।
🌺 বরেণ্য আলেমগণের পরামর্শে পরিচালিত।
🌺ইসলামী ও আধুনিক শিক্ষার সুসমন্বয়।
🌺মনোরম ও আধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন সুবিশাল ৫,৬২৫ স্কয়ার ফিটের নিজস্ব বিশালায়তনের ভবন।
🌺খেলাধূলা ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে শিক্ষার্থীদের প্রফুল্ল রাখা।
🌺 সম্পূর্ণ প্রতিষ্ঠান সি.সি. ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ।
🌺শিক্ষার্থীদের সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
🌺৫ম শ্রেণী থেকেই কম্পিউটার ক্লাসের ব্যবস্থা।
🌺আরবী মুকালামাহ ও ইংলিশ স্পোকেনের সমন্বয়।
🌺অনাবাসিক ছাত্রদের পরিবহন ব্যবস্থা (প্রযোজ্য ক্ষেত্রে)
🌺মাদ্রাসার নিজস্ব ইউনিফর্ম (ড্রেস) ও আইডি কার্ড সরবরাহ।
🌺আন্তর্জাতিক কিরাআতের প্রশিক্ষণের ব্যবস্থা।
🌺আবাসিক ছাত্রদের ক্লাস টাইম ব্যতীত দৈনিক ৪ বেলা শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান।
🌺 ফরয ইবাদতের পাশাপাশি বিভিন্ন নফল ইবাদতে অভ্যস্ত করানো (তাহাজ্জুদ, ছালাতুয যোহা, তাহিইয়াতুল মাসজিদ)।
🌺যোগ্য আলেম তৈরীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
🌺অভিভাবক সমাবেশ/মতবিনিময় সভার আয়োজন।
🌺মাসিক পাঠ মূল্যায়ন পরীক্ষা।
🌺আরবী ভাষা ও সাহিত্যে বিশেষভাবে গুরুত্ব প্রদান।

🛑ভর্তি নির্দেশিকা
👉 ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
👉জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
👉 পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
👉 অভিভাবকের আইডি কার্ডের ফটোকপি।
👉লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা।

❤🕌যোগাযোগ : মারকাযুস সুন্নাহ আস-সালাফী, পূর্বাচল নতুন শহর, সেক্টর # ৫, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

📲কিতাব, হিফয, নাযেরা ও মক্তব বিভাগে ভর্তির জন্য যোগাযোগ করুন :
✅০১৯৭৮-৮০১০৪৬ (অফিস টাইমে)
✅০১৩০০- ৮০১০৪৬ (বোর্ডিং/টিউশন ফী লেনদেনের জন্য বিকাশ ও নগদ)।

📣আসুন! উন্নত চরিত্র গঠনে অনন্য প্রতিষ্ঠান মারকাযুস সুন্নাহ আস-সালাফীর সাথে থেকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।

🟥বি.দ্র. ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ডিং ফি অর্ধেক মওকূফ থাকবে (সীমিত সময় ও আসনের জন্য)।

13/11/2025

🕌 আল্লাহু আকবার। কুরআনের এ কি মশক্ দেখছি! ছাত্রদের জন্য ওস্তাদের এই মেহনত সত্যিই অতুলনীয়।

13/11/2025

আস্সালামু আলাইকুম।
উন্নত চরিত্র গঠনে অনন্য প্রতিষ্ঠান,
মারকাযুস সুন্নাহ আস-সালাফী, পূর্বাচল।
এভাবেই আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আমাদের মারকাযে ছাত্রদের আদব আখলাক্ব উন্নতি করনে ক্লাস হয়ে থাকে।

তুমিই হবে আগামী দিনে কুরআনের রাহবার।জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-২০২৬ ইং রূপগঞ্জ অডিশন।স্থান: মারকাযুস সুন্নাহ আ...
12/11/2025

তুমিই হবে আগামী দিনে কুরআনের রাহবার।
জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-২০২৬ ইং রূপগঞ্জ অডিশন।
স্থান: মারকাযুস সুন্নাহ আস-সালাফী। পূর্বাচল নতুন শহর সেক্টর ০৫, আন্তর্জাতিক বাণিজ্য মেলার পশ্বিম পার্শ্বে। যোগাযোগ: ০১৯৭৮-৮০১০৪৬/ ০১৮৬৬-৪৫৩১০৮

10/11/2025

GTV তে আগামী রমজান ২০২৬ ইং হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি চলছে.......
সকলের কাছে দোয়ার অনুরোধ রইলো আল্লাহ যেন কবুল করেন।
উন্নত চরিত্র গঠনে অনন্য প্রতিষ্ঠান মারকাযুস সুন্নাহ আস-সালাফী।
পূর্বাচল নতুন শহর সেক্টর ০৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
যোগাযোগ: ০১৯৭৮-৮০১০৪৬ (প্রিন্সিপাল)
০১৩০০-৮০১০৪৬ (অফিস)

07/11/2025

সাপ্তাহিক প্রশ্নোত্তরে সবিনা। মারকাযুস সুন্নাহ আস-সালাফী। (হিফয বিভাগ)

মডেল টেস্ট পরীক্ষা ২০২৫ ইং - এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্মৃতিচারণ।অত্র প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে ভর্তি করতে...
05/11/2025

মডেল টেস্ট পরীক্ষা ২০২৫ ইং - এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্মৃতিচারণ।
অত্র প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে ভর্তি করতে যোগাযোগ করুন।
০১৯৭৮-৮০১০৪৬ (প্রিন্সিপাল)
০১৩০০-৮০১০৪৬ (অফিস)

03/11/2025

🌸 মাশাআল্লাহ। বাচ্চাদের তাশাহুদ শিখাচ্ছে,
🕌দ্বিতীয় শ্রেণীর ছাত্র মুস্তাকিম বিল্লাহ।

01/11/2025

প্রশ্নোত্তরে সাপ্তাহিক সবিনা। হিফয বিভাগ মারকাযুস সুন্নাহ আস-সালাফী। পূর্বাচল নতুন শহর সেক্টর ০৫, ঢাকা উত্তর সিটি।
অত্র প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ করুন:
০১৯৭৮-৮০১০৪৬ (প্রিন্সিপাল)
০১৩০০-৮০১০৪৬ (অফিস)

30/10/2025
28/10/2025

সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন মারকাযুস সুন্নাহ আস-সালাফীর ছাত্রদের মেধা ও পড়াশোনার আগ্রহ বৃদ্ধি করে দেন।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৯৭৮-৮০১০৪৬ (প্রিন্সিপাল)
০১৩০০-৮০১০৪৬ (অফিস)

25/10/2025

🔴মডেল টেস্ট পরীক্ষা ২০২৫ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🎖️🏆🏅

Address

দড়িগুতিয়াব, সেক্টর # ০৫, রোড#৪০৫/২২১, হাউজ #৪৪, পূর্বাচল নতুন শহর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
Dhaka

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801865293004

Alerts

Be the first to know and let us send you an email when Markazus Sunnah As-Salafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Markazus Sunnah As-Salafi:

Share