Alamin Speech

Alamin Speech Assalamualaikum. This page is based on all the learning People. Here you learn about Digital Marketin

Life Before Internet ❤️
26/08/2024

Life Before Internet ❤️

My Dear Client,India's Damming of International Rivers: A Violation of Bangladesh's RightsIndia's construction of dams o...
23/08/2024

My Dear Client,

India's Damming of International Rivers: A Violation of Bangladesh's Rights
India's construction of dams on several international rivers that flow into Bangladesh has raised significant concerns about the country's violation of its neighbor's rights. This practice has far-reaching consequences for Bangladesh's economy, agriculture, environment, and overall well-being of its population.
The Ganges-Brahmaputra-Meghna (GBM) River System
The Ganges-Brahmaputra-Meghna (GBM) river system is a lifeline for Bangladesh, providing water for irrigation, drinking, and transportation. India has built numerous dams and barrages on the Ganges and Brahmaputra rivers, including the Farakka Barrage, the Tehri Dam, and the Kaleshwaram Lift Irrigation Scheme. These structures significantly alter the natural flow of water into Bangladesh, leading to several adverse effects:
1. Reduced Water Flow and Salinity Intrusion:
Dams trap water upstream, reducing the amount of water reaching Bangladesh during dry seasons. This water scarcity affects agriculture, fisheries, and drinking water supply.
During monsoon seasons, when dams release excess water, it can cause flooding in Bangladesh, leading to displacement and property damage.
The reduction of freshwater flow also allows saltwater to intrude further upstream, contaminating agricultural land and drinking water sources.
2. Erosion and Sedimentation:
Dams trap sediment, depriving Bangladesh of fertile silt that replenishes its agricultural land.
Without this sediment, riverbeds erode, leading to increased riverbank erosion and flooding.
3. Impact on Fisheries:
Changes in water flow and salinity levels disrupt fish migration patterns and breeding grounds, negatively impacting the fisheries sector, which is crucial for Bangladesh's economy and food security.
4. Environmental Degradation:
Dams and barrages can alter the natural ecosystems of rivers, affecting biodiversity and aquatic life.
The reduction of water flow can also contribute to deforestation and land degradation in Bangladesh.
Need for International Pressure and Cooperation
The Indian government must be urged to reconsider its dam-building policies and engage in meaningful dialogue with Bangladesh to address these concerns. International organizations like the United Nations and World Bank can play a vital role in facilitating negotiations and promoting cooperation between the two countries.
Impact on India's Internal Ecosystem
It's important to note that India's damming of rivers also has negative consequences for its own internal ecosystem. Dams can disrupt the natural flow of water, affecting agriculture, biodiversity, and the overall ecological balance within India.
Conclusion
The issue of India's dams on international rivers is a complex one with significant implications for both India and Bangladesh. It is imperative that both countries work together to find sustainable solutions that respect the rights of each other and protect the environment for future generations. International pressure and cooperation are essential to ensure that this vital issue is addressed in a just and equitable manner.

অনেক তো মানবতার ওই সব লোক দেখানো ভন্ড ফেরিওয়ালাদের মাধ্যমে বন্যা বা অন্যান্য দূর্যোগপূর্ন মূহুর্তে সাহায্য দিছেন । এবার ...
21/08/2024

অনেক তো মানবতার ওই সব লোক দেখানো ভন্ড ফেরিওয়ালাদের মাধ্যমে বন্যা বা অন্যান্য দূর্যোগপূর্ন মূহুর্তে সাহায্য দিছেন । এবার ওইসব ভন্ড গুলারে বাদ দেন আর আসুন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমার -আপনার সাহায্যের সুষম বন্টন নিশ্চিত করি ।
আস-সুন্নাহ ফাউন্ডেশন এর বন্যার্ত মানুষদেরকে সহায়তার লিঙ্ক পাবেন এই পোস্টের কমেন্টে ।
আল্লাহ আমাকে, আপনাকে মানুষের বিপদে পাশে থাকার তৌফিক দান করুক, এবং আমাদের সবাইকে হেফাজত করুক - আমিন ।

😭😭😭
17/08/2024

😭😭😭

20/06/2024

নিচের উক্তি টা আমার খুবই পছন্দের , এই উক্তিটা মনে সাহস ও যোগায় ।

"শক্তি রেখে যারা চলে তারা হারেনা,ব্যর্থতা একটা পরীক্ষা মাএ।স্বীকার করো,কি ঘাটতি রয়েছে দেখো, পূরণ করো।যতক্ষন না সফল হও শান্তির ঘুম ত্যাগ করো।লড়াই করো,মাঠ ছেড়ে পালিয়ে যেওনা।কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না। যারা শক্তি রেখে চলে তারা হারেনা কখনো।"

---KD PATHOK

বিশ্বকাপের খেলা হবে এবার সব আউলা ঝাউলা, কে যে কোন দিক দিয়া বাউলি মাইরা বের হয়ে যাবে কেউ বলতে পারবে না । বাংলাদেশ শ্রীলংক...
08/06/2024

বিশ্বকাপের খেলা হবে এবার সব আউলা ঝাউলা, কে যে কোন দিক দিয়া বাউলি মাইরা বের হয়ে যাবে কেউ বলতে পারবে না ।

বাংলাদেশ শ্রীলংকারে হালকা করে সফট মিশাল করে দিলো , আবার অন্যদিক দিয়া আফগান রা নিউজিল্যান্ড রে একদম ভরে দিলো ।

#কিয়েক্টবস্থা

30/05/2024

শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন 😊
কিভাবে বুঝবেন আপনার জমির দলিল বৈধ কি না?

জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন, এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি বোঝা জরুরি। জমির দলিল হলো একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে। তাই, জমি কেনার আগে দলিলটি সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, এবং আইনি জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

১. দলিলের মূল কপি পরীক্ষা করুন:

👉নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাব-রেজিস্ট্রারের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে।
👉দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন।
👉দলিলের সকল পাতায় সঠিকভাবে স্ট্যাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন।

২. দলিলের তথ্য যাচাই করুন:

👉দলিলে উল্লেখিত মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক কিনা তা খতিয়ান, দাগ খতিয়ান, এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন।
👉দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক কিনা তা যাচাই করুন।

৩. আইনি পরামর্শ নিন:

👉একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায়।
👉আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনাকে দলিলটি বৈধ কিনা তা জানাতে পারবেন।

৪. অনলাইন মাধ্যম ব্যবহার করুন:
👉সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন।
👉কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমির দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে।

৫. সতর্কতা অবলম্বন করুন:

👉দলিলের বৈধতা সম্পর্কে কোন সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরত থাকুন।
অসৎ ব্যক্তিদের প্রতারণার শিকার হতে সাবধান থাকুন।
👉জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করতে পারবেন।

জমির দলিল বৈধ কিনা তা বোঝার জন্য কিছু প্রশ্ন ও উত্তর

১) দলিলে কি সকল প্রয়োজনীয় তথ্য আছে?

দলিলে জমির মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা, উপজেলা, জেলা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা?
,👉দলিলের সাক্ষীদের নাম, ঠিকানা স্পষ্টভাবে

মেনে চলতে পারলে আসলেই ভাল একটা ফলাফল পাওয়া যেতঃ বয়স ৩০ পার হতে না হতেই শরীরে ভিবিন্ন রোগ-ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে।...
09/05/2024

মেনে চলতে পারলে আসলেই ভাল একটা ফলাফল পাওয়া যেতঃ

বয়স ৩০ পার হতে না হতেই শরীরে ভিবিন্ন রোগ-ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। এগুলো থেকে রেহাই পওয়ার জন্য হেলথি লাইফস্টাইল মেনে চলার কোনো বিকল্প নাই। বিশেষ করে যারা শহরে থাকেন এবং ডেস্ক জব করেন তারা অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন।
অনেক ঘাঁটাঘাঁটি করে নিজের জন্য একটা হেলথি লাইফস্টাইল চার্ট তৈরি করলাম যেটা অনেকের কাজে লাগতে পারে।
সকালের খাবারঃ
১।সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ০.৫-১ লিটার পানি পান করতে হবে
২। প্রতিদিন ১/২ টি ফল
৩। মিক্সড বাদাম, অঙ্কুরিত ছোলা এবং খেজুর
৪। সিয়া চিড/লেবু পানি/মধু পানি/ সজনে পাতার জুস/ ফ্রটস এবং ভেজিটেবল জুস (আপেল, গাঁজর, বীটরুট ইত্যাদি)
৫। ডিম
৬। টক দই
৭। লাল আটার রুটি, ওটস, লাল ছিঁড়া
দুপুরের খাবারঃ
৮। মিক্সড ভেজিটেবল সালাদ
৯। লাল চালের ভাত
১০। সাপ্তাহে ২ দিন বড় মাছ, ২ দিন ছোট মাছ, ১ দিন মাংস এবং ২ দিন নিরামিষ
রাতের খাবারঃ
১১। মিক্সড ভেজিটেবল সালাদ
১২। ফল
১৩। ১ টি ডিম
১৪। মাংস, মশলা জাতীয় এবং তেল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে
অন্যান্য:
১৫। ৩০ মিনিট ব্যায়াম
১৬। ১০ মিনিট রোদে থাকতে হবে
১৭। ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে
১৮। শারীরিক ওজন উচ্ছতা অনুযায়ী ঠিক রাখতে হবে
১৯। ৮ ঘন্টা ঘুমাতে হবে
২০। জন প্রতি মাসে আধা লিটার তেল
২১। প্রতিদিন ২-৩ লিটার পানি
২২। সব ধরনের পক্রিয়াজাত, পেকেটজাত, ভাজাপোড়া, ফাস্টফুড এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলতে হবে ( মাঝে মাঝে খাওয়া যেতে পারে, তবে সব সময় না)

from MD Jahidul Islam

"A smile is the universal language of kindness."
23/04/2024

"A smile is the universal language of kindness."

তুলিতে আঁকা ছবি, তাই স্বযত্নে তুলে রাখি!Guess the location?
22/04/2024

তুলিতে আঁকা ছবি,
তাই স্বযত্নে তুলে রাখি!

Guess the location?

Vinicius Jr  এর এতো মিসের পরও তারে নিয়া কেন এত মাতামাতি ? তার একটাই কারণ এই এল ক্লাসিকোর মতো এমন মাস্টারক্লাস এসিস্ট এর ...
21/04/2024

Vinicius Jr এর এতো মিসের পরও তারে নিয়া কেন এত মাতামাতি ? তার একটাই কারণ এই এল ক্লাসিকোর মতো এমন মাস্টারক্লাস এসিস্ট এর জন্য !

তিন ধরনের মানুষ সব সময় পেরেশানিতে থাকে সাহায্যকারী, দায়িত্বশীল এবং যার অন্তর পরিচ্ছন্ন।- হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা...
25/03/2024

তিন ধরনের মানুষ সব সময় পেরেশানিতে থাকে
সাহায্যকারী, দায়িত্বশীল এবং যার অন্তর পরিচ্ছন্ন।
- হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Alamin Speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alamin Speech:

Share

Category