24/08/2025
happy birthday my dear princess 🥰আজ এই দিনে তুমি অনেক ঝড় তুফান করে এই পৃথিবীতে এসেছো,,, অনেকটা কষ্ট আমি করেছি,, অনেকটা কষ্ট তুমি করে,,, NICU প্রায় এক মাসেরও বেশি ছিলাম,, ১কেজি৫০০ গ্রাম হইছে 😭তোমার ওয়েট অনেকটাই কম হইছে,, তার মানে এই না তুমি অনেক অসুস্থ হইছো,,, 😏ডাক্তার বলছে এখন,,, তোমার বাসায় যাওয়ার সময় হয়নি,,, ছোট্ট একটা বাবুকে নিয়ে আমি কিভাবে বাসায় যাব,,, মাত্র ৩২ সপ্তাহে আমার ডেলিভারি হয়ে যায়,,, বেবিরা আসে আরও অনেকটা পরে,,, একমাত্র আমার মেয়ের ভালোর জন্য,,, আমার মেয়েকে আমি বাসায় আনি নাই,,,মানুষ মনে করছে ওর নাকি কত না কত সমস্যা,,, আলহামদুলিল্লাহ একদমই সুস্থ হইতে সুস্থ ছিল এখনো সুস্থ আছে 🥰আমার আশেপাশে মানুষ আমার নিজের মানুষ অত খারাপ মন্তব্য করতে পারে,, সবাইকে আমার জানা চেনা আছে, 🤭আমার খারাপ সময় কেউ আমাকে দেখতেও আসে নেয় সঙ্গে কল দিও জিজ্ঞেস করে তুমি কেমন আছো,, তোমার বাবু কেমন আছে,,, আমার কাছের মানুষরা আমার খারাবি চেয়েছে অলওয়েজ 😪 সবাইকে একটা কথা বলতে চাই,,, আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে নিয়ে তিনজনের লাইক,, অনেক পারফেক্ট আছে,,, 🥰আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি🙂