09/08/2024
এমন একজন গুণী, যোগ্য, শিক্ষিত মানুষকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে পেয়েছি এটা আমাদের ভাগ্য।
এরপরেও কিছু সংখ্যক গোষ্টি এখনই প্রশ্ন করতেছে ড. মুহাম্মদ ইউনুস ঠিক কতদিন থাকবেন?
Doctrine of Necessity অনুযায়ী একটা রাষ্ট্রের অধিকাংশ জনগণ যেটা চায় সেটাই আইন। জনগণ যদি মনে করে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত না করা পর্যন্ত, একটা স্বাধীন নির্বাচন ব্যবস্থা গঠন না করা পর্যন্ত এই সরকারের থাকা উচিত তাহলে Doctrine of Necessity অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ২/৩ বছর থাকাতে বাধা নেই।
তবে খুব ব্যক্তিগত মতবাদ থেকে বলছি- তার long term থাকাটা প্রয়োজন এবং চাচ্ছিও তিনিই থাকুক।