জ্ঞানী মানুষ সর্বদা সত্যের সন্ধানে থাকেন। যেখানেই সত্য পান, সেখানেই ছুটে যান। মানুষ প্রথমে নিজের জ্ঞান মোতাবেক সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু পরক্ষণে তা ভুল প্রমাণিত হ’লে পুনরায় সত্যের সন্ধানে রত হয়। এভাবেই চলে মানুষের জীবন, যতক্ষণ না সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেকারণ আল্লাহ নিজ দয়াগুণে যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়ে বান্দাকে সত্যের সন্ধান দিয়েছেন। যারা তা গ্রহণ করেছে, তারা নিশ্চিন্ত হয়েছে। আর য
ারা তা গ্রহণ করেনি, তারা সারা জীবন যুক্তির অন্ধকারে পথ হাতড়ে ফিরেছে।
আমরা কিছু যুবক মিলে চেষ্টা করছি, ইসলামের সত্যটাকে জানতে এবং জানাতে, যাতে নিজেরা সঠিক পথে চলতে পারি। সেই সাথে আমাদের দর্শকদের কেউ সঠিকটা জানাতে। ইসলামের এই দাওয়াতই পুর্ন কাজে আপনি ও আমাদের সাথে শরিক হতে পারেন। সহযোগিতা করতে পারেন বিভিন্ন ভাবে তথ্য উপাত্ত, উৎস এবং দিক নির্দেশনা দিয়ে। আমাদের এই ক্ষুদ্র জ্ঞান ও প্রয়াসে চেষ্টার কোন কমতি নেই, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ্ সবাই কে সঠিক বুঝ দান করুন। আমিন।