14/04/2025
—হালাল ভাবে একটা নারীকে স্পর্শ করতে ২৮/৩০ বছর ব্যয় করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। ভালো স্যালারি লাগবে। টেকসই জব লাগবে। মোহরানা জমাতে হবে। লোকজন খাওয়াতে হবে। এছাড়াও কতো প্রতিবন্ধকতা!
আবার একই নারীকে হারাম ভাবে স্পর্শ করতে, উপভোগ করতে মাত্র দুই দিন সময় দিলেই হবে। স্যালারি ও লাগবে না, জব ও লাগবে না। মোহরানা ও দিতে হবে না। ১৭/১৮ বছর বয়সেই ভোগ করা যাবে। তখন কেউ আপনাকে ছোট বলবে না।।
বিয়ে করতে যান। বয়স হয়নি। ক্যারিয়ার হয়নি। সেটেল হয়নি। কত অঘোষিত নিষিদ্ধ আইন।
এই সমাজ ব্যবস্থায় মুসলমানদের ঈমান রাখা হাতে যে জ্বলন্ত কয়লা রাখার মত পরিস্থিতি। বলার ভাষা নাই। এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্র, এই শিক্ষা ব্যবস্থা সবই আমাদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ!
©️