Bd Health Topics

Bd Health Topics It is an online based appointment service application.

BD Health Topics is working for building awareness on health care services.Also it is video based information communication channel which will notify mass population about general health care.

05/09/2021

#পুঁইশাক পেতে ভিজিট করুন- https://rebrand.ly/9cs1gsa
পুঁইশাক খাওয়ার কারণে আপনি না জেনে আপনার শরীরের ক্ষতি করছেন না তো ? আর উপকার তো সব খাবারে রয়েছে। কিন্তু উপকারের চেয়ে ক্ষতির দিক যদি বেশী হয় তবে সেই খাদ্য এডিয়ে চলা উচিত। পুইশাক খাওয়ার কারনে আপনার শরীরের মধ্যে কোন কোন রোগ তৈরি হচ্ছে বা কোন রোগ সৃষ্টি হচ্ছে কিনা, তা না জানলে আপনার শরীরের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ । পুঁইশাক শ্লেষ্মা বৃদ্ধি তে বেশি কাজ করে। যদি আপনি কফ রোগে ভুগে থাকেন, আপনার প্রায়শ ঠান্ডা কফ,কাশি হাঁচি এলার্জি এবং আপনার যদি সাইনোসাইটিসস জনিত মাথাব্যথা হয়ে থাকে তাহলে আপনি ভুলেও কখনো পুইশাক খাওয়ার কথা চিন্তাও করবেন না। পুই শাক খাওয়ার সাথে সাথে আপনার এসব রোগ বৃদ্ধি পাবে।
পুঁইশাক খাওয়ার সবচেয়ে বড় কথা হলো আরও একটি গুরুত্বপূর্ণ উপকার হলো পুঁইশাক শুক্রাণু বৃদ্ধি বরে। পুইশাক খাওয়ার পর ফলে পুরুষের যৌন ক্ষমতা অনেক গুন বেড়ে যায়। এবং এতে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট জিংক ও ফলিক এসিড রয়েছে তা শুক্রাণুকে শক্তিশালী করে এবং সবল রাখতে খুব বেশি পরিমাণে সহায়তা করে। যারা সস্তান নেওয়া কথা ভাবছেন তারা বেশী বেশী পুইশাক খান।

26/08/2021

করোনার নতুন প্রজাতি ডেল্টা ভ্যারিয়ান্ট । বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এই মারণ ভাইরাসের এই প্রজাতিই এখন সবচেয়ে বেশি চিন্তার কারণ। বিস্তারিত জানতে ক্লিক করুন https://youtu.be/vKwSswp2DuM
ভারতেই প্রথম খোঁজ মিলেছে এই প্রজাতির। আর এখন বিশ্বের প্রায় ৮০ টি দেশে ছড়িয়ে পড়েছে। ব্রিটেনে এই ডেল্টা ভ্যারিয়ান্টই এখন সুপার-স্প্রেডার হয়ে ছড়িয়ে পড়েছে। সংক্রমণের কার্ভ বাড়ছে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। করোনার বাকি প্রজাতিগুলির মধ্যে এই ডেল্টা ভ্যারিয়ান্টকেই উদ্বেগজনক ভাইরাল স্ট্রেনের তকমা দিয়েছে হু। এখন প্রশ্ন হল এই ডেল্টা ভ্যারিয়ান্ট কী? কতটা সংক্রামক? ভ্যাকসিন দিয়ে এই প্রজাতিকে বশে আনা যাবে কি?

ভারতীয় ভ্যারিয়েন্ট আত বেশি বিপদজ্জনক এবং ছোঁয়াচে  কেনো ? করোনা থেকে সুস্থ হতে কত দিন সময় লাগে ? বিস্তারিত দেখুনhttps...
26/08/2021

ভারতীয় ভ্যারিয়েন্ট আত বেশি বিপদজ্জনক এবং ছোঁয়াচে কেনো ? করোনা থেকে সুস্থ হতে কত দিন সময় লাগে ? বিস্তারিত দেখুন
https://youtu.be/vKwSswp2DuM

করোনার নতুন প্রজাতি ডেল্টা ভ্যারিয়ান্ট । বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এই মারণ ভাইরাসের এই প্রজাতিই এখন সব...

26/07/2021

ঘরোয়া পদ্ধতিতে শীতে শুষ্ক ত্বকের যত্ন | Winter Skin Care

YouTube: youtu.be/_aL730PRDfw

13/07/2021

ক্যালসিয়ামের ঘাটতি শরীরে কি কি বিপদ ডেকে আনতে পারে | Absence Of Calcium

YouTube: youtu.be/UZkjh6ShvYk

রমজানের ইফতার ও সেহরিতে কী খাবেন? কতটুকু খাবেন? | Ramadan | iftar | Bd Health topics
29/04/2021

রমজানের ইফতার ও সেহরিতে কী খাবেন? কতটুকু খাবেন? | Ramadan | iftar | Bd Health topics

What Should You Eat for Sehri and Iftar? রমজান হচ্ছে সংযমের মাস। সব কিছুতে সংযম করতে হবে। কিন্তু রমজানের আগে মুসলমানদের বাজার করার হিড়িক দ...

করোনায় রোজার খাদ্য তালিকায় যা যা রাখবেন | রমজানে খাদ্য তালিকা | Ramadan | Health tips
29/04/2021

করোনায় রোজার খাদ্য তালিকায় যা যা রাখবেন | রমজানে খাদ্য তালিকা | Ramadan | Health tips

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মধ্যেই এবার শুরু হচ্ছে পবিত্র রমজান। করোনাভাইরাস মূলত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তা...

কোন কোন খাবার পুনরায় গরম করে খেলে বিষ ক্রিয়া হয় জেনে নিন ।নয় তো বিপদে  পড়তে পারেন।
22/04/2021

কোন কোন খাবার পুনরায় গরম করে খেলে বিষ ক্রিয়া হয় জেনে নিন ।নয় তো বিপদে পড়তে পারেন।

অনেক খাবার আছে যা ঠান্ডা হলে খেতে তেমন ভালোলাগে না। শহুরে ব্যস্ত জীবনে প্রতিবেলা রান্নার সময় নেই অনেকেরই। আর তাই ....

মাত্র ১ মিনিটেই মাথা ব্যাথা দুর করুন ঘরোয়া পদ্ধতিতে ।
22/04/2021

মাত্র ১ মিনিটেই মাথা ব্যাথা দুর করুন ঘরোয়া পদ্ধতিতে ।

রোগ হিসেবে আমরা মাথা ব্যথাকে তেমন একটা গুরুত্ব না দিলেও এটি কিন্তু বেশ যন্ত্রণার একটি বিষয়। ছোট বড় প্রায় সকলেই না....

10/01/2021
25/11/2020

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, আমাদের সুস্থ রাখতে অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি। কিন্তু রোদের অভাবে আমাদের শরীরে সেই ভিটামিন ডি-র ঘাটতি হচ্ছে।
যার ফলে দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা। সে সম্পর্কে আমরা বিশেষ অবগত নই। জেনে নিন ভিটামিন ডি-র ঘাটতির কিছু লক্ষণ।
এ দেশে বিভিন্ন বয়সের মানুষেরা ভিটামিন ডি-র ঘাটতিতে ভুগছেন। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ভিটামিন ডি ডেফিশিয়েন্সি (ভিডিডি)। ভিটামিন ডি ঘাটতি অন্যতম গুরুতর অথচ সাধারণ স্বাস্থ্য সমস্যা হিসাবে ধরা হয়। এনসিবিআই অনুসারে বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ ভিটামিন ডি ঘাটতিতে ভোগেন।

কথায় আছে, জন্মের পর প্রথম মুখে মধু দিলে মিষ্টি কথা বলা শেখে শিশুরা। এটা সত্যি নয়, কথার কথা। কিন্তু মধুর যে প্রকৃতই বিশ...
25/11/2020

কথায় আছে, জন্মের পর প্রথম মুখে মধু দিলে মিষ্টি কথা বলা শেখে শিশুরা। এটা সত্যি নয়, কথার কথা। কিন্তু মধুর যে প্রকৃতই বিশেষ গুণ আছে, সে কথা স্বীকার করতেই হয়। হয়তো মিষ্টি কথা বলানোর গুণ নয়। শরীরের ক্ষেত্রে বিশেষ গুণ। সেই গুণ কিন্তু আবার একটি-দুইটি নয়। অসংখ্য। মধুর সুফল বা উপকারিতা যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে রয়েছে, তেমনই রয়েছে রূপচর্চা ও চুলের যত্নে। তবে প্রথম পর্বে আমরা জানব মধু সম্পর্কে বেশ কিছু অজানা কিন্তু জরুরি তথ্য।

প্রাচীন কাল থেকেই মধুর ব্যবহার দেশে ব্যাপক মাত্রায় হয়ে আসছে। তবে শুধু যে দেশে তাই নয়, বিদেশেও কিন্তু মধুর কদর প্রচুর। চিন-সহ এশিয়ার বহু দেশই সকাল শুরু করে মধুর হাত ধরে। অর্থাৎ প্রাতরাশের তালিকায় থাকে মধু।

অনেকেই গরম জলে মধু, চায়ের সঙ্গে মধু ইত্যাদি নিয়মে নিয়মিত মধু খেয়ে থাকেন। তার উপকারিতা বা সুফলও পান পুরোদমে।

সেই সুফলগুলি কী? তা তো অবশ্যই জানতে হবে। তবে তার আগে বলে নেওয়া যেতে পারে বিভিন্ন ফুলের মধু থেকে তৈরি মানুষের খাদ্য এই মধুতে রয়েছে দারুণ খাদ্যগুণ।

কী সেই খাদ্যগুণগুলি?

মধুতে রয়েছে ৪৫টিরও বেশি খাদ্যগুণ। তার মধ্যে কয়েকটি হল

১। মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ,

২। ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ,

৩। ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ

৪। ৫ থেকে ১২ শতাংশ মন্টোজ

৫। ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড

৬। ২৮ শতাংশ খনিজ লবণ

৭। ১১ শতাংশ এনকাইম

৮। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।

৯। ভিটামিন বি১

১০। ভিটামিন বি২

১১। ভিটামিন বি৩

১২। ভিটামিন বি৫

১৩। ভিটামিন বি৬

১৪। আয়োডিন

১৫। জিংক

১৬। কপার

১৭। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান

১৮। অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান

১৯। এতে চর্বি ও প্রোটিন নেই।

এই তো গেল মধুর খাদ্যগুণ। এবার দেখে নেওয়া যাক মধু নিয়মিত খেলে কী কী উপকারিতা লাভ করা যায়?

১। রোগ প্রতিরোধশক্তি বাড়ায় – প্রথমেই যে কথাটি বলার তা হল মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। শরীরের ভেতরে বাইরে কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে প্রতিরোধ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রতিরোধকারী শক্তি গড়ে তোলে, যে কোনো রকম সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

২। ওজন কমাতে – নিয়মিত মধু খেলে পাকস্থলীতে বাড়তি গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ মস্তিষ্কের সুগার লেভেল বাড়িয়ে দেয়। তার ফলে মেদ কমানোর হরমোন নিঃসরণের জন্য বেশি মাত্রায় চাপ সৃষ্টি করে। ফলে মেদ কমে যায়।

৩। অনিদ্রায় – অনিদ্রার জন্য খুব ভালো ওষুধ হল মধু। রাতে নিয়ম করে মধু খেলে গভীর ঘুম হয়।

৪। কোষ্ঠকাঠিন্য – মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্স কোষ্ঠকাঠিন্য দূর করে।

৫। ডায়রিয়া – মধু ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। তাই যাঁদের আমাশা, ডায়রিয়া বা পেট খারাপের প্রবণতা আছে তাঁরা নিয়মিত মধু সেবন করতে পারেন।

৬। অম্বলের সমস্যা – খাঁটি মধু যদি ভোরবেলা খাওয়া যায় তা হলে অম্বলের সমস্যা, মুখে টক ভাব দূর করে।

৭। হজমের সমস্যা – মধুর মধ্যে থাকা উপাদানগুলি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ফলে খাবার খাওয়ার পর বদ হজম, গলা বুক জ্বালা ইত্যাদি সমস্যা দূর হয়।

৮। পাকস্থলীর সুস্থতায় – মধু খেলে পাকস্থলীর কাজ জোরালো হয়। কারণ এটি হজমে সাহায্য করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যসিড ক্ষরণ কমিয়ে দেয়। তার ফলে পাকস্থলীর কাজ ভালো হয়।

৯। অরুচি – অনেকেই বেশি খেতে পারেন না। একটু খেয়েই হাঁপিয়ে ওঠেন। বা খাবারে ইচ্ছাটাই থাকে না। অরুচিতে ভোগেন। সে ক্ষেত্রে মধু খেলে খাবরে অরুচি কমে। খাবার চাহিদা বাড়ে।

১০। বমিভাব – অনেকেই আছেন খাবার দেখলেই বা সামান্য খেলেই বমি বমি ভাব আসে। সেই সমস্যার সমাধানও করে মধু। বমিভাব কনায় মধু।

১১। বুদ্ধি বাড়ে – মধু যে শুধু আপনার কায়িক শক্তি বাড়ায়, তা নয়। ঘুমানোর আগে এক চামচ মধু খেলে তা মস্তিষ্কের কাজ সঠিক ভাবে চালাতে সাহায্য করে। তার ফলে মস্তিষ্কের কার্য ক্ষমতা বৃদ্ধি পায়। তথা বুদ্ধির জোর বাড়ে।

১২। হৃদরোগে – এটা হৃদপেশিকে সুস্থ সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। ফলে আয়ু বৃদ্ধি পায়।

১৩। রক্ত ও রক্তনালী পরিষ্কার – মধু নিয়মিত খেলে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হয়। অর্থাৎ রক্তনালী পরিষ্কার থাকে। সেখানে দূষিত কোনো পদার্থ যা স্বাস্থ্য হানির কারণ তা জমতে পারে না। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।

১৪। রক্ত উৎপাদনে – রক্ত উৎপাদনকারী উপকরণ হল আয়রন। আর এই আয়রন প্রচুর পরিমাণে রয়েছে মধুতে। ফলে শরীরে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা-সহ রক্তের ইত্যাদি উপাদানগুলি গড়ে তুলতে সাহায্য করে মধু।

১৫। কোলেস্টেরলের ক্ষেত্রে – মধু রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০% পর্যন্ত কমিয়ে দেয়। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমার অর্থ হল হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশে কমে যাওয়া।

১৬। শরীরের নানান ব্যথায় – আজকাল বেশি ভাগ মানুষেরই শরীরের বিভিন্ন জায়ফগায় ব্যথা। ছোটো বড়ো সকলেরই গাঁটে বা জয়েন্টে ব্যথায় কষ্ট পাওয়ার একটি সমস্যা তো লেগেই থাকে। এই সমস্যার কারণ হল শরীরের অবাঞ্ছিত রস। এই রসের কারণে বাতের ব্যথা তৈরি হয়। সেই খারাপ রস অপসারিত করতে মধু বিশেষ ভূমিকা পালন করে।

১৭। পেশিশক্তি বাড়াতে – পেশিশক্তি বাড়াতে সাহায্য করে মধু। এতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি। এই প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায়। পেশিকে অনেক বেশি কর্মক্ষম রাখতে সাহায্য করে।

১৮। দুর্বলতা দূর করতে – অনেকেই সারাক্ষণ ঝিমুনি বা দুর্বল অনুভব করেন। এই ঝিমুনি, ঘুম ঘুম বা দুর্বল ভাব কাটানোর জন্য ও সারাক্ষণ তরতাজা থাকতে নিয়মিত খেতে পারা যায় মধু।

১৯। যৌন দুর্বলতায় – অনেক পুরুষের একটা সমস্যা থাকে, তা হল যৌন দুর্বলতার সমস্যা। এই সমস্যা নানান রকমের হয়। এই সমস্যার একটিও যদি কোনো পুরুষের থাকে তবে তিনি নিয়মিত মধু খাওয়া শুরু করতে পারেন। তাতে এই সমস্যা থেকে রেহাই মিলবে।

২০। হাঁপানি – মধুর নানান গুণাগুণগুলির মধ্যে একটি হল এটি হাঁপানি রোগ কমাতে সাহায্য করে। তাই এই রোগ থাকলে তা কমাতে হলে খাওয়া যেতে পারে মধু।

২১। গ্যাসট্রিক আলসারে – যাঁরা গ্যাসট্রিক আলসারের সমস্যায় রয়েছে তাঁরা নিয়মিত মধু খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

২৩। দাঁতের যত্নে – মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহার করা হয়। অর্থাৎ এটি দাঁতের জন্য খুবই ভালো। দাঁতের ক্ষয়রোধ করতে পারে মধু। অনেক সময়ই দাঁতে স্টোন হয় অর্থাৎ যাকে দাঁতে পাথর জমা বলে, সেই দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে মধু। তা ছাড়াও দাঁত পড়ে যাওয়া আটকাতে বা তা বিলম্বিত করতে সাহায্য করে মধু। সঙ্গে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে।

২৪। মুখের ঘায়ে – অনেক সময়ই ভিটামিনের অভাবে মুখের ভেতরে ঘা হয়। অথবা দাঁতের মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। সে ক্ষেত্রে মধু জলে কুলি করলে উপকার মেলে।

২৫। দৃষ্টি শক্তি বাড়াতে – চোখের জন্য খুবই ভালো মধু। দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে এই মধু।

২৬। সর্দি কাশি কমাতে – শিশুদের সর্দি কাশি ঠাণ্ডা লাগা কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মধু দেওয়া উচিত।

২৭। গলার স্বর যন্ত্রের জন্য – গলার স্বর যন্ত্রে বা স্বরনালীতে সংক্রমণ হলেও সেই ক্ষত দূর করতে নিয়ম মাফিক মধু সেবন করা যেতে পারে। তা ক্ষত নিরাময় করে। সংক্রমণ দূর করে।

২৮। তাপমাত্রা বাড়াতে – অনেক সময়ে শরীরের তাপমাত্রা কমে যায়। কাঁপুনি দেয়। ইত্যাদি সমস্যায় অথবা শীতকালেও শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে মধু।

২৯। আর্দ্রতা বজায় রাখা – অনেক সময় নানান কারণে শরীর জলশূন্য হয়ে পড়ে। শরীরে জলের অভাব বোধ হয়। তার থেকে দেখা দেয় অন্যান্য অনেক সমস্যা। এই জলশূন্যতা বা আর্দ্রতার অভাব দূর করতে মধু খুবই সাহায্য করে। কারণ এতে রয়েছে জলীয় উপাদানও।

৩০। ড্রেসিং করতে – ক্ষত স্থান সারাতেও মধুর উপকারিতা আছে। ক্ষতস্থানে ড্রেসিং করতে মধুর ব্যবহার করা যেতে পারে।

৩১। তারুণ্য ধরে রাখতে – মধু এমন একটি উপাদান যাতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বল রং, টানটান ভাব ধরে রাখে। ফলে রিঙ্কেল পড়ে না। মধু তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

৩২। রূপচর্চায় – ত্বক টানটান চকচকে করতে মধু একটি বিশেষ উপকারী উপাদান হিসাবে বিবেচ্য হয়।

৩৩। চুলের স্বাস্থ্যে – শুধু ত্বক নয়। সৌন্দর্য বিদ্যায় চুলের বিশেষ যত্নেও মধুর উপকারিতার কথা বলা হয়। তাই চুলের যত্নেও ব্যবহার করা হয় মধু।

২২। হাড় ও দাঁতের গঠনে – মধুর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভেঙে যাওয়া রোধ করে।

23/11/2020

ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদান।ছোটবেলায় আমরা প্রায় প্রতিদিনই দুধ খেতাম ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং হাড়ের বৃদ্ধি ভালো করতে। তবে বড় হওয়ার সাথে সাথে এই অভ্যাস যেন চলেই যায়। দুধ খাওয়া হয় কদাচিত্‍। তবে কেবল ছোটবেলাতেই নয়, হাড় ভালো রাখতে বড় হওয়ার পরও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।
আপনি নিশ্চয়ই জেনে আশ্চর্য হবেন যে আমাদের শরীরের ৯৯ শতাংশ ক্যালসিয়াম থাকে হাড়ে এবং কিছু থাকে দাঁতে। এ ছাড়া কিছু সফট টিস্যু এবং ফ্লুইডের মধ্যে পাওয়া যায়। তাই হাড় মজবুতভাবে গঠনে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন।

19/11/2020

বর্তমান সময়ে মেয়েদের কাছে বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে পিরিয়ড। হঠাৎ করে .....

06/09/2020

আমরা অনেকেই জানি খেজুর খাওয়া সুন্নত, আবার এই একটি সুন্নতের পেছনেও আছে অনেক উপকারিতা আর এই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। এই সম্পর্কে আরো ভিডিও দেখতে ক্লিক করুন https://www.youtube.com/bdhealthtopics

04/09/2020

অন্তত টানা চার দিন কিশমিশের পানি পান করলে, পেট একদম পরিষ্কার হয়ে যাবে। পেটের গণ্ডগোল থাকবে না। সেইসঙ্গে ভরপুর এনার্জি পাবেন।কিশমিশের আচার্য স্বাস্থ্য উপকারীতা।
কিশমিশ হার্টকে ভালো রাখে। সেইসঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে, তা দূর করে। কিশমিশে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে। পানিতে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে।
রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে। তাই লিভার ও কিডনির সমস্যা হলে, ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে।
তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে। কিশমিশ ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে। যার দরুণ হজমশক্তি বাড়ে।

02/09/2020

ক্যালসিয়ামের ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা দেয়? ক্যালসিয়ামের ঘাটতি হলে পেশীতে ব্যাথা হয়। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান তবুও আপনার পেশীতে টান টান অনুভুতি হতে পারে। শুধু টান ধরছে তাই নয়, বার বার পেশী সংকোচন হতে পারে। আর সেই সঙ্গে হাটুতে ব্যথাও হতে পারে। পায়ের নিচের দিকের অংশে টান ধরতে পারে ও ব্যথা হয়। এ ধরণের লক্ষণগুলো বার বার দেখা দিলে বুঝতে হবে দেহে ক্যালসিয়ামের অভাব হয়েছে।

প্রতিদিন কতটুকু গরু বা খাসির মাংস নিরাপদে খাওয়া যাবে, এ ব্যাপারে সঠিক তথ্যটা না জানলেও সবাই জানেন বেশি রেড মিট বা লাল ম...
06/08/2020

প্রতিদিন কতটুকু গরু বা খাসির মাংস নিরাপদে খাওয়া যাবে, এ ব্যাপারে সঠিক তথ্যটা না জানলেও সবাই জানেন বেশি রেড মিট বা লাল মাংস খাওয়াটা স্বাস্থ্যের জন্য খারাপ। হ্যাঁ, প্রতিদিন গরুর মাংস খাওয়াটা আপনার ওজন বাড়াবে, পেটের মেদও বাড়াবে। কিন্তু এ ছাড়াও অতিরিক্ত মাংস খাওয়ার অনেকগুলো সমস্যা রয়েছে।
কোরবানির ঈদে অনেকেই অতিরিক্ত মাংস খেয়ে ফেলেন, ফলে শরীরে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এসব ক্ষতি কমাতে মাংস খাওয়া একদম বাদ দেবেন তা কিন্তু না, তবে মাংস খাওয়ার সময়ে পরিমিত পরিমানে খাওয়া উচিত।
অতিরিক্ত মাংস খাওয়ার ৯টি ক্ষতিকর দিক

প্রতিদিন কতটুকু গরু বা খাসির মাংস নিরাপদে খাওয়া যাবে, এ ব্যাপারে সঠিক তথ্যটা না জানলেও সবাই জানেন বেশি রেড মিট বা...

Address

Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bd Health Topics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Health Topics:

Share

Category