16/08/2023
সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সাল থেকে চলতি বছরের জুন মাস অবধি ৩০৯ কোটি ১৬ লাখ টাকার গ্রাহক দাবী পরিশোধ করেছে। এ অংকের মধ্যে ২০২০ সালে ৫৬ কোটি ৬ লাখ, ২০২১ সালে ১০০ কোটি ২৫ লাখ, ২০২২ সালে ১১৪ কোটি ৮৫ লাখ (অনিরীক্ষিত) এবং ২০২৩ সালের জুন অবধি ৩৮ কোটি টাকা। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম অর্থকাগজকে এ পরিসংখ্যান প্রদান করে বলেন, চলতি বছর (২০২৩) গ্রাহক দাবী ১০০ কোটি টাকা পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, জীবন বীমার ব্যবসা সবসময় জনমুখী। গ্রাহকবান্ধব সেবামূলক এ ব্যবসায়ে আমাদের পর্ষদ চেয়ারপার্সন, পরিচালকসহ কোম্পানির সকলেই বীমা পরিশোধে বদ্ধপরিকর।
তিনি বলেন, সানলাইফ প্রতিষ্ঠার পর থেকে বীমা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে জনগণের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে। সম্প্রতি আমরা ‘স্মার্ট প্রজেক্ট’ নামে একটি যুগোপযোগী পণ্য চালু করেছি। নতুন বিন্যাসে বীমার পরিকল্পটি বাজারজাতকরণ শুরু হয়েছে। কেন্দ্রীভূত ‘ইআরপি’ পদ্ধতি চালুর পাশাপাশি ‘মোবাইল অ্যাপস’ চালুর মাধ্যমে কম সময়ে বীমা সেবা জনগণের কাছে পৌছে দেওয়াই পণ্যটির লক্ষ্য। আশা করি স্বল্প সময়ে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কাঙ্খিত গন্তব্যে পৌছতে সক্ষম হবে। ●
_________________________________________
সকল আপডেট পাবেন এই পেইজে
👇👇👇👇??👇👇
fb.me/sunlifeinsbd
_________________________________________
#সানলাইফ_চেক #ইসলামী_আদর্শ_বীমা
অর্থকাগজ প্রতিবেদন ● বেসরকারি খাতে জীবন বীমা কোম্পানি সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সাল থেকে চলতি ব.....