
04/05/2024
সৌদি লীগে গোল করা সহজ এ কথা যারা বলে তাঁদের কে আমি বলবো খেলা দেখা বন্ধ করুন প্লিজ৷
করিম বেঞ্জেমা লালীগা রিয়াল মাদ্রিদের হয়ে শেষ মৌসুমেও উজ্জ্বল ছিল৷ সৌদি লীগে এসে করিম বেঞ্জেমা হারিয়ে গেছে৷
এখন কি আমি এটা বলতে পারি তাহলে লালীগা গোল করা ডাল ভাত?
সকার লীগে গোল করা সহজ এটা আমি ১০০% বলতে পারি কারন সকার লীগের প্রায় ক্লাবে কলেজের ছাত্ররাও ফুটবল খেলে৷
সকার লীগে ১০ জন ফুটবলার পাবেন না যারা টপ ৫ লীগে খেলে গেছে৷
বরং আপনি সৌদি লীগে পাবেন টপ ৫ লীগে খেলে গেছে এরকম ৭০+ ফুটবলার সৌদি লীগে আছে৷
করিম বেঞ্জেমা সাম্প্রতিক সময়ে একটা কথা বলেছে সৌদি লীগে গোল করা সহজ নয়৷ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সহজ৷
ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন ফুটবলার যে কিনা সব কঠিনকেই সহজ করে তুলে৷
সকার লীগ সহজ বলে, মেসি সৌদি লীগে আসেনি৷ লালীগা সহজ বলে মেসি প্রিমিয়ার লীগ ও সিরিআায় লীগে আসার চ্যালেঞ্জ কখনোও গ্রহন করেনি
এসব লীগে মেসি খেললে প্রমান হয়ে যেতো মেসি একজন এভারেজ ফুটবলার৷
কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সব লীগে খেলেই এটা প্রমান করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোই সেরা সর্বসেরা 💪