NFSC - Uttara City BookZone

NFSC - Uttara City BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

স্বাগতম আপনাকে,
নট ফর সেল ক্লাব পাঠকদের ক্লাব। আমরা যারা বই ভালোবাসি তারা কয়েকজন একসাথে হয়ে ভেবেছি বাংলাদেশের প্রথাগত বই লেখা, নির্মান এবং বিপননের প্রাচীন দীর্ঘসূত্রিতার জায়গায় কিভাবে লেখক এবং পাঠকের মাঝের দূরত্ব এবং বইয়ের উচ্চমূল্য হ্রাস করা যায়।

07/05/2023

আসছে কালেক্টর’স এডিশন: মক্কায় মুহাম্মদ (সাঃ)
(ম্যাপ ও গাইডবুক সংস্করণ)

09/04/2023

NFSC লাইভ: (রকমফের)
নট ফর সেল ক্লাবের
অতিথি সদস্য হতে আগ্রহীদের জন্য
আমন্ত্রণমূলক লাইভ!

পার্ফিউম বইটি এসেছে !!!প্রিয় সুহৃদ,কনজয়েন্ট টুইন উপন্যাস পারফিউম ও আউট অব দ্যা ডার্ক ছাপা শেষে এখন পাঠক ও বুকজোনগুলোতে ব...
08/07/2022

পার্ফিউম বইটি এসেছে !!!

প্রিয় সুহৃদ,

কনজয়েন্ট টুইন উপন্যাস পারফিউম ও আউট অব দ্যা ডার্ক ছাপা শেষে এখন পাঠক ও বুকজোনগুলোতে বিতরনের অপেক্ষায়।

আপনি নিতে চাইলে বই নিতে পারেন।

পারফিউম-আউট অফ দ্যা ডার্ক পেপারব্যাক ক্লাব নির্ধারিত মূল্য ২২০ টাকা। পেপারফ্লাই কুরিয়ারের মাধ্যমে আপনি পাবেন পেপারফ্লাই ডেলিভারি চার্জে।

সেক্ষেত্রে ঢাকার ভিতরে উত্তরায় ফ্রী উত্তরার বাইরে ঢাকার ভিতরে ৫০ টাকা কুরিয়ার খরচ যোগ হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের জন্য যোগ হবে ১২০ টাকা। আপনি আগে বিকাশ পে করে অথবা বই তাতে পাবার পর ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন।

ছবিঃ Samia Ahammed

27/06/2022
25/06/2022

একই মলাটে যুগ্ম উপন্যাস পেট্রিক সাসকিন্ডের পারফিউম এবং পেট্রিক মোদিয়ানোর আউট অফ দ্যা ডার্ক নিয়ে এলো নট ফর সেল ক্লাব প্রকাশনা

বইয়ের মূল্য কুরিয়ার খরচ বাদে মাত্র ২২০ টাকা

বই পেতে আপনার পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বরসহ ম্যাসেজ করুন নিচের লিংকে
https://www.facebook.com/NfscUttaraCityBookZone

বিকাশে পে করুন, পেপারফ্লাই কুরিয়ারে বই পৌঁছে যাবে আপনার কাছে

বিদ্রঃ উত্তরার ভিতরে বিনা কুরিয়ার খরচে বই আপনার কাছে পৌঁছে যাবে

প্রায় ৩০০ বই দিয়ে উপন্যাসের প্রথম সংস্করণ বাজারে আনে আমার নতুন লেখক এক বন্ধুর বহুত পুরানো এক প্রকাশক।প্রকাশকের চুক্তি হল...
29/01/2022

প্রায় ৩০০ বই দিয়ে উপন্যাসের প্রথম সংস্করণ বাজারে আনে আমার নতুন লেখক এক বন্ধুর বহুত পুরানো এক প্রকাশক।

প্রকাশকের চুক্তি হলো, সেই ৩০০ ছাপানো বইয়ের অর্ধেক অর্থাৎ ১৫০ টি বইয়ের ব্যায়ভার বহন করবেন আমার লেখক বন্ধু এবং বাকী ১৫০ টি বই ছাপাবেন মহাশয় প্রকাশক। উপরন্তু, দয়া পরবশত হয়ে নবীন লেখকের বই ছাপানোর রিক্স নেবার জন্য প্রকাশক তার নিজের ছাপানো সেই দেড়শত খানা বইয়ের ভিতর থেকে আবার অর্ধ শতখানা লেখক বন্ধুকে ফ্লাট রেটে বেচে দিবেন। অর্থাৎ সরলীকরণ করলে দাঁড়ায়, আমার বন্ধুটির কাজ হবে ১৫০ খানা বইয়ের খরচ বহন এবং প্রকাশকের ছাপানো ৫০ খানা বই নিজ অর্থে ক্রয় (নিজের বই নিজে কেনা...) এবং বেচে দেয়া।

বই প্রকাশের প্রথম দু মাস দেখা হলেই প্রকাশক অন্তরিকভাবে তার অফিসে বসিয়ে বন্ধুকে লেবু চা খাওয়াতেন আর গভীর দুঃখের সাথে জানাতেন বইটার বিক্রি বাট্টা একদম নাই। ভালো লেখা কেউ নাকি পড়ে না। তবে তিনি প্রচুর উৎসাহ দিতেন লেখা চালিয়ে যেতে এবং মাঝে মাঝে ফোন করে বন্ধুর নতুন লেখার খোঁজ খবরও নিতেন। তৃতীয় মাসেই প্রকাশক সাহেব আমার বন্ধুটির কাছ থেকে তার দ্বিতীয় বইটিও আদায় করে নেন।

দুঃখের ঘটনা হলো সেইবারও আমার লেখক বন্ধুটির বইখানি প্রথম সংস্করণের মায়া কাটিয়ে উঠতে পারলো না।

আমার সেই বন্ধুটি সেই আমলে লিটিলম্যাগের নিয়মিত লেখক ছিলো, তার পরিচিতের গণ্ডীও কম বৃহৎ ছিলো না এবং বেশ অনেক বছর পরেও আমরা প্রায়শই বিভিন্ন সাংষ্কৃতিক আড্ডায় চেনা অচেনা মানুষদের হাতে তার বই দুটো দেখতাম। তবে সবই সেই প্রথম সংষ্করন, ফার্ষ্ট এডিশন।

আমার লেখক বন্ধুটি দেড় বছরের মাথায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নেয়। প্রথম সিদ্বান্ত, সে আর লেখালেখি করবে না। দ্বিতীয় সিদ্বান্ত, সে প্রকাশক হবে, প্রকাশনী দিবে সে।

সম্ভবত, ১৩/১৪ সালে বন্ধুর সাথে বইমেলায় দেখা। মেলায় দোকান পাতানো রীতিমতো ঝানু ব্যাবসায়ী সে। অনেক নামী পরিচিত লেখকের বই ছাপা হয় তার প্রকাশনী থেকে। কথায় কথায় জানলাম বহু বছর আগে কেন তার চমৎকার দুটি বই কখনো প্রথম সংষ্করনের গোলকধাঁধা থেকে বের হতে পারেনি এখন সেটা সে জানে। তার প্রকাশনীতেও বেশ কিছু নবীন পোষ্য ভালো লেখক আছে যাদের লেখা বই কখনোই ৩০০ কপির বেশি বিক্রি ছোঁবে না।

সেদিন বিচ্ছিন্ন হবার আগে লেখক/প্রকাশক বন্ধুটি একটা আশাব্যাঞ্জক কথা শুনিয়েছিলো আমাকে। তার অতীত বই বিক্রির রহস্য উদঘাটনের পর থেকে সে নাকি মাঝে মাঝে আবার লেখালেখির পায়তারা করে।
কিছুটা বিব্রত ভাঙ্গীতে তাৎক্ষনিক কয়েক পাতা পড়েও শোনালো সে আমাকে। তবে ব্যাবসার জন্য নাকি বন্ধু আমার লেখালেখিতে সময় দিতে পারে না আর ওর বদ্ধমূল ধারনা প্রকাশনীর মতো ব্যাবসা বন্ধ না করলে তার লেখক স্বত্তার পুনর্জীবন এ জীবনে ঘটবে না...

কিছুদিন আগে বন্ধুটি ফোন করে জানালো, তার লেখক জীবনের দুঃসহ প্রথম সংষ্করনের ফাঁড়া কাটতে যাচ্ছে অচিরেই। তার আগের দুটি বই এক মলাটে এনে, নিজেই পুনঃপ্রকাশ করতে যাচ্ছে নিজের বই। তার কথার মূল সুর, "শুধু লেখক বলে এতোদিন শুধু ঠকেই গেলাম, এবার আমায় ঠকায় কে?"

বিদ্রঃ নট ফর সেল ক্লাবের অন্যতম একটা উদ্দেশ্য প্রকাশকের এই শৃঙ্খলা থেকে লেখককে মুক্ত করা। কিন্তু কিভাবে? জানতে আমাদের সাথে থাকুন। ❤️

সন্মানিত অতিথি সদস্য প্রিয়বরেষু,
08/01/2022

সন্মানিত অতিথি সদস্য প্রিয়বরেষু,

তাঁরা আসছেন..... চলমান বিজ্ঞান বইয়ের অলংকরনের ফুল কালার ইলাস্ট্রেড তিনটি পৃষ্ঠা। বিস্তারিত, কিছুদিনের মাঝেই জানানো হবে ❤
05/01/2022

তাঁরা আসছেন...
.. চলমান বিজ্ঞান বইয়ের অলংকরনের ফুল কালার ইলাস্ট্রেড তিনটি পৃষ্ঠা।
বিস্তারিত, কিছুদিনের মাঝেই জানানো হবে ❤

21/12/2021
01/11/2021

ইউভাল নোহা হারারির সেপিয়েন্স গ্রাফিক নভেল বাংলায় অনুবাদ চার পর্বের মাঝে প্রথম পর্বটি নট ফর সেল ক্লাব প্রকাশ করেছিলো। সেটির সবগুলি শেষ হয়ে গেছে। দ্বিতীয়বার ছাপার কাজ আমরা ধরেছি।

খুশির খবর হলো, ইতোমধ্যেই পরবর্তী দ্বিতীয় পর্বটির বাংলায় অনুবাদের কাজ শুরু হয়েছে।

দ্বিতীয় পর্বটি আসার সাথে সাথেই আপনাদের জানিয়ে দেয়া হবে।

https://fb.watch/8-0-3dFEOL/

"Not For Sale Club" পৃথিবীর সর্বপ্রথম (কালেক্টর’স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের কপিরাইটেড ভার্চুয়াল অংশীদার ক্লাব!...
29/10/2021

"Not For Sale Club" পৃথিবীর সর্বপ্রথম (কালেক্টর’স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের কপিরাইটেড ভার্চুয়াল অংশীদার ক্লাব!

ক্লাব চায় সমস্ত পাঠককে একত্রিত করে পাঠকদের দ্বারা এমন এক কাঠামো তৈরি করতে যার মাধ্যমে পাঠকগণ প্রায় সরাসরি তার নিজ বই নির্মাণে অংশ নিতে পারবে এবং প্রথাগত বই বিপণন প্রক্রিয়ার সীমাবদ্ধতা গুলোকে কাটিয়ে উঠতে সক্ষম হবে। সেই সাথে নতুন পাঠক সৃষ্টি ও পাঠাভ্যাসকে উৎসাহিত করার মাধ্যমে বোধের জাগরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চায় ক্লাব।

"ক্রয় নয়, অর্জন করুন" -এই স্লোগানকে সামনে রেখে ক্লাব পাঠক তথা মানুষের মধ্যে অর্জনের স্পৃহা ও প্রক্রিয়াকে জাগিয়ে তুলতে চায় আর একতার শক্তিতে বলীয়ান হয়ে মানুষের চিন্তা প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনতে চায়।

ক্লাবকে বুঝতে নিম্নোক্ত দুটো ভিডিও দেখা ও ক্লাব পেইজ ভিজিট করা উপকারী হবে।

এক মিনিটে ক্লাব
https://www.facebook.com/100009954879646/videos/587998895655900/

বিস্তারিত বুঝতে (১ ঘন্টায় ক্লাব)
https://youtu.be/Mu0MVmzYMxs

ক্লাব পেইজঃ fb.com/NotForSaleClub
পাব্লিক গ্রুপঃ Not For Sale Club

খুব সহজে "নট ফর সেল ক্লাব" এর সদস্য হবার দরজা আপনার জন্য সর্বদাই খোলা। তবে সদস্য হবার ক্ষেত্রে অবস্থাভেদে ক্লাবের নীতিমালা অনুযায়ী আপনাকে কিছুটা অপেক্ষা করতে হতে পারে।

বই বিপ্লবে স্বাগতম!
বোধের বিপ্লবে স্বাগতম!

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Uttara City BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Uttara City BookZone:

Share