DCMT & PMA Crush & Confession

DCMT & PMA Crush & Confession Anyone can message us of their real love story and confess their love. We will post it here for you.

কনফেস করার নিয়মাবলি : #নিয়ম ১ঃ-Name : যাকে নিয়ে কনফেশন লিখবেন তার নাম অথবা ফেসবুক আইডি যাতে তাকে খুঁজে পেতে সুবিধা হয়। #...
03/07/2023

কনফেস করার নিয়মাবলি :

#নিয়ম ১ঃ-Name : যাকে নিয়ে কনফেশন লিখবেন তার নাম অথবা ফেসবুক আইডি যাতে তাকে খুঁজে পেতে সুবিধা হয়।

#নিয়ম ২ঃ- Batch : আপনার ক্রাশ ডিসিএমটি এবং প্রফেসর মীর আফসার নার্সিং কলেজের কোন ক্লাস অধ্যয়নরত কিংবা কত ব্যাচের শিক্ষার্থী ছিল সেটি উল্লেখ করতে হবে।

#নিয়ম ৩ঃ - From: আপনার নাম(চাইলে নিজের নাম না লিখে যাকে নিয়ে কনফেশন লিখবেন সে যাতে বুঝতে পারে এমন নিকনেমও ব্যাবহার করতে পারেন।)

#নিয়ম ৪ঃ- তাকে নিয়ে মনের কথা গুলো লিখবেন।

#নিয়ম ৫ঃ -এই সবকিছু লিখে তার একটা ফটো সহ (আপনার ইচ্ছা)পেইজ এর ম্যাসেজ অপশনে ম্যাসেজ করে দিবেন।এডমিন যত দ্রুত সম্ভব আপনার কনফেশনটি পোস্ট করে তা আপনার ক্রাশ/ভালোবাসার মানুষের কাছে পৌছে দিতে সাহায্য করবে।
বিদ্রঃ- আপনার নাম অবশ্যই গোপন রাখা হবে এ ব্যপারে শতভাগ নিশ্চয়তা প্রদান করা হচ্ছে।

কিছু শর্ত :

১। যার উপর ক্রাশ খাবেন তাকে ডিসিএমটি এবং প্রফেসর মীর আফসার নার্সিং কলেজের স্টুডেন্ট হতে হবে। আপনি বাইরের প্রতিষ্ঠানের হলেও চলবে।

২। ডিসিএমটি এবং প্রফেসর মীর আফসার নার্সিং কলেজের ১ম বর্ষ থেকে শুরু করে সাবেক স্টুডেন্ট সবার উপরেই ক্রাশ প্রযোজ্য।

৩। ছেলে হয়ে ছেলের উপর কনফেশন লেখা যাবে না।
একইভাবে মেয়ে হয়ে মেয়ের উপর কনফেশন লেখা যাবে না।

৪। কোনো মেয়ের ছবি দেওয়ার ক্ষেত্রে দেখে নিন সে ফেসবুকে পাবলিকলি ছবি আপলোড করে কি না? যদি না করে, তাহলে তার ছবি পাঠানোর দরকার নাই। ছবি ছাড়াই পোস্ট হবে।

৫।একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ টি কনফেশন পাঠাতে পারবে। তবে আলাদা আলাদা ৫ জনের উপর, একই জনের উপর না।

তো আর দেরি কেন? এখনি লিখে ফেলুন।

বি.দ্র: ক্রাশ বিষয়টা নিছকই ফান করার উদ্দেশ্যে। তার পরও কেউ যদি মনে করে(যার সম্পর্কে ক্রাশিত পোস্ট) তাকে ভিকটিম বানানো হয়েছে। এটা পেজে প্রকাশ হওয়াতে তার সম্মানহানি হয়েছে। তাহলে সে আমাদের কাছে ইনফর্ম করলে সাথে সাথে সেই পোস্ট ডিলিট দেওয়া হবে।

বিশেষ সর্তকতাঃ পেজের কমেন্ট বক্সে কেউ কাওকে পার্সোনাল অ্যাটাক করলে, কারো নামে আজেবাজে বললে, গালা-গালি করলে, তাকে ডিরেক্ট ব্যান দেওয়া হবে।

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCMT & PMA Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share