Depends On My Mood

Depends On My Mood GOALS are personal.

18/07/2025

বেশি কিছু চাই না মালিক, শুধু চাই নসিবটা নিজ হাতে ঠিক করে দেন। ভিতরে অনেক তিক্ত যন্ত্রণা নিয়ে ঘুরি।

05/07/2025

RIP LEGEND
Diogo Jota

ভুলগুলো সব ফুল হয়ে ঝড়ে যাক❤️🌸
04/07/2025

ভুলগুলো সব ফুল হয়ে ঝড়ে যাক❤️🌸

একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার জীবনসঙ্গী। যেই আমি কিনা ৩০০ টাকা দিয়ে ঘড়ি কিনে হাতে পড়ি না, সেই আমাকে আমা...
02/07/2025

একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার জীবনসঙ্গী। যেই আমি কিনা ৩০০ টাকা দিয়ে ঘড়ি কিনে হাতে পড়ি না, সেই আমাকে আমার ওয়াইফ রুপার ব্রেসলেট কিনে হাতে পড়িয়ে দিয়েছিল। তখন আমি রিকশায় বসে ছিলাম। উপহার পেয়ে আমি আনন্দে "ইয়েস" বসে চিল্লায়া উঠি। আশেপাশের মানুষজন আমার দিকে তাকিয়ে ছিল। কিন্তু সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি তাকিয়ে আছি আমার অপ্সরার দিকে🫣🌸

😎😎😎😎
02/07/2025

😎😎😎😎

Mention your love not in the comments section, just close your eyes and mention him/her in your imagination!❤️
01/07/2025

Mention your love not in the comments section, just close your eyes and mention him/her in your imagination!❤️

ভালবাসা ফুলের সুবাসের মত, ছড়িয়ে যায়! এটি ছোয়াচে! মারাত্মক রকমের ছোয়াচে, যতটা ছোয়াচে হলে দু'পক্ষের মানুষ চরম বিষাদ/সুখে ভ...
29/06/2025

ভালবাসা ফুলের সুবাসের মত, ছড়িয়ে যায়! এটি ছোয়াচে! মারাত্মক রকমের ছোয়াচে, যতটা ছোয়াচে হলে দু'পক্ষের মানুষ চরম বিষাদ/সুখে ভোগে! এটি ভোগান্তিও বটে! তবে যত ভোগান্তি তার চেয়েও হাজারগুন শান্তি! ❤️ ভালো থাকুক সবার ভালোবাসা!
- এডমিন

Tired me :-
10/06/2025

Tired me :-

27/05/2025

No regrets because i know the love i showed was straight from the heart...

18/05/2025

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ। না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি “যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।”

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে...🤍

15/05/2025

কারো প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর তখন ভালোবাসা, মায়া, টান এসব আর দেখে না। একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে, ঠিক তেমনি সেই মানুষটার অবহেলা, ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায়!

প্রচন্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে, যাদের স্বভাবে মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে, তাদের প্রতি অনুভূতি কখনোই একইরকম থাকে না।

অনুভূতি এমন এক জিনিস, যেটার যত্ন না নিলে নষ্ট হয়ে যায়। মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারে না। মানুষ যেখানে যত্ন পায়, সম্মান এবং গুরুত্ব পায়, ভালোবাসা এবং আদর পায়, সেখানেই নিজেকে রাখতে চায়।

আর যেখানে নিজের আত্মত্যাগ এবং ভালোবাসার বিনিময়ে শুধুই অবহেলা পায়, অসম্মান পায়, সেখানে একটা সময় পর গিয়ে থেকে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে! সম্পর্ক যখন অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়, যখন মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, মানুষ তখন আর ভালোবাসা, মায়া, টান, এসব আর দেখে না–সম্পর্ক থেকে মুক্তি চায়।

কারো প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে, সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতিই কাজ করে না। যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায়, তার সাথে থাকতে গেলেই মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়!

Address

Dhaka

Telephone

+8801635840682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Depends On My Mood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share