21/11/2022
ফ্রিল্যান্সিং পেশাঃ
ইন্টারনেট থেকে অনলাইন ইনকাম করতে চান!? ঘরে বসেই কিছু করতে চাচ্ছেন!? ক্যারিয়ার গড়তে চান!?
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি পারবেন আপনার ক্যারিয়ার গড়তে ও ঘরে বসেই টাকা আয়।
ফ্রিল্যান্সিং (Freelancing) হলো একটি মুক্ত আউটসোর্সিং পেশা। এটি একটি স্বাধীনভাবে আয়ের উৎস। আপনি আপনার কাজ, মেধা, পরিশ্রম ও সময় দিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন ও স্বনির্ভর হয়ে উঠতে পারবেন।
যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন তাদের ফ্রিল্যান্সার বলে।এখানে আপনি যখন যে বায়ারের কাজ নিবেন তখন সেই হবে আপনার ইমপ্লয়ার বা ক্লায়েন্ট। আপনি আপনার ক্লায়েন্টের সাথে আগে থেকে চুক্তি করে সঠিকভাবে কাজ শেষ করে দিলে আপনি আপনার টাকা পাবেন।
সবকিছুর আগে আপনাকে কিছু দক্ষতা সম্পর্কে অবগত হওয়া লাগবে। এখানে কাজ করার অনেক ক্ষেত্র আছে। যেমনঃ গ্রাফিক ডিজাইন(Graphic Design), ওয়েব ডিজাইন(Web Design), ওয়েব ডেভেলপমেন্ট(Web Development), ডিজিটাল মার্কেটিং(Digital Marketing), সফটওয়্যার ডিজাইন(Software Design), এইচটিএমএল(HTML) ইত্যাদি। এগুলোর মধ্যে আপনার যেটিতে দক্ষতা আছে সেটিকে নিয়ে ইন্টারনেটের সোশাল মিডিয়ায় প্রচার বা মার্কেটিং করতে হবে। তখন ক্লায়েন্ট আপনার উপর ভরসা করে কাজটি দিবেন।
ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য বিভিন্ন সাইট ও মার্কেটপ্লেস আছে।যেমনঃ ফাইভার(Fiverr), আপওয়ার্ক(Upwork), গুরু(Guru) ইত্যাদি। এই ওয়েবসাইট গুলোতে একাউন্ট বানিয়ে নিজের প্রোফাইলে কাজের অভিজ্ঞতা, দক্ষতা, পড়াশোনা সব বিষয়ই উপস্থাপন করা লাগবে। আপনি ক্লায়েন্টকে কি কি কাজ করে দিতে পারবেন, নিজের আগ্রহ উপস্থাপন করতে হবে।
বর্তমানে বাংলাদেশে ও পৃথিবী জুড়ে ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সবচেয়ে বেশি।
ফ্রিল্যান্সিং করে টাকা আয়ের কোনো সীমা নেই। এটি একটি ব্যবসার মতো। আপনি যত কাজ করে দিতে পারবেন তত টাকা আয় করতে পারবেন। কোনো বিশেষ কাজে যতো বেশি অভিজ্ঞতা থাকবে,ততটাই বেশি টাকা আপনি প্রতিটি কাজের জন্য চার্জ করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য কিছু বিশেষ কোর্স করতে পারেন। কিন্তু, আপনার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা বা যদি কোনো কাজে এক্সপার্ট থাকুন তাহলে আপনি সামগ্রিক ধারণা নিয়েও কাজ শুরু করতে পারেন।
তাছাড়া এখানে সফল হলে আপনি ফ্রিল্যান্সিং থেকে একটি সুন্দর ক্যারিয়ার পাবেন, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠতে পারবেন।
সবশেষে আপনি আপনার একাগ্রতা, অদম্য ইচ্ছা, নিষ্ঠা ও ধৈর্যের মাধ্যমে হতে পারবেন সফল। হয়ে উঠতে পারবেন নিজেই নিজের বস।
*Build your Career as a Freelancer*