
04/03/2025
বাবা নামক এই মেশিনটার বিশেষত্ব বুঝতে পেরেছি এখন। নিজে বাবা হয়ে। মাত্র কয়টা টাকা বাঁচাতে কখনো নিজের ইচ্ছার কথা চিন্তা করেনি। সবসময় সন্তান আর পরিবারের কথা ভেবে নিজের ইচ্ছে গুলো কে মাটি চাপা দিয়ে গেছে। তারপরেও এই সমাজে দেখি কিছু মানুষ নামে অমানুষ গুলো বাবাকে কষ্ট দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি খুব ভালোবাসি বাবা তোমাকে তুমি হয়তো আমাদের পাহাড় পরিমাণ অর্থ বিলাশ বহুল গাড়ি বাড়ি দিতে পারো নি। কিন্তু তুমি যা আমাদের দিয়েছ এর ঋণ এই জীবনে পরিশোধ করতে পারবো না বাবা।