Life of Jannat

Life of Jannat Daily vlogs & Lifestyle

20/07/2023
Cutie pie 😘
07/04/2023

Cutie pie 😘

আমার দাদার ১০০ বিঘা জমি ছিলো।  আমার বাবার ১০ বিঘা। এর কারণ এই নয় যে বাবারা ১০ ভাই ছিলেন।  কারণ এই যে, বাবা জানতেন দাদা ত...
06/04/2023

আমার দাদার ১০০ বিঘা জমি ছিলো। আমার বাবার ১০ বিঘা।

এর কারণ এই নয় যে বাবারা ১০ ভাই ছিলেন। কারণ এই যে, বাবা জানতেন দাদা তার জন্য ১০ বিঘা জমি রেখে যাবেন। তাই তিনি ঘুম আর খাওয়া ছাড়া পরিশ্রমের কোনো কাজ করেনি।

যে বাবা-মা সন্তানের জন্য নিরাপদ পরিমান সম্পদ রেখে যান তাদের সন্তানদের আমি দিনে দিনে নিঃশেষ হতে দেখেছি। জমিদারের ৩য় জেনারেশন তাই না খেয়ে মরে।

নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে।
আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে? ভুল।

আপনার অর্থ আপনার ৫ বছরের বাচ্চাকে দামী খেলনা দাবী করার মানসিকতা দেবে। ক্লাস টেনে পড়তেই সে চাইবে আই ফোন। ইন্টারে বাইক। অনার্সে গাড়ি, বিস্তর পকেটমানি, সেশন গ্যাপ দেয়ার অধিকার, দামী ঘড়ি আর শুধু জাংক ফুডেই মাসে ১০ হাজার টাকা।

আপনি না দিলে সে বিরক্ত হবে, আপনাকে কৃপণ আর সন্তানের ইমোশোনের গুরুত্ব না দেয়া হার্টলেস বাবা-মা মনে করবে।

আমি বিশ্বাস করি পৃথিবীটা পরকালের হাশরের ময়দানের মতোই হওয়া উচিত। যার যার পাপ-পূণ্যের মতোই যার যার অর্থ, পরিশ্রমের প্রাপ্তি শুধু তারই হওয়া উচিত।

আপনার কিছু স্বপ্ন ছিলো! আপনি কলেজে পড়ার সময় ভেবেছিলেন দুটো মেয়ের পড়ার খরচ চালাবেন, আমেরিকা না হোক অন্তত নেপাল ঘুরে আসবেন, হজ্জে যাবেন। সেই স্বপ্ন আপনি ভুলে গেছেন সন্তানের নিশ্চিত ভবিষ্যতের ভাবনায়। আপনার এই ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন। অপরাধ সন্তানের নয় কিন্তু। ভুল আপনার। আপনি তাকে জানিয়েছেন 'যা আমার তার সবই তোমার!'

আমি তা করিনি, করবো না। যা আমার তা শুধুই আমার। আমার মৃত্যুর পর তারা পেলেও পেতে পারে, নাও পেতে পারে৷ আমার যদি কঠিন কোনো অসুখ হয় আমি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নেবো সমস্ত প্রোপার্টি বিক্রি করে। মাত্র ৫ দিন বেশি বেঁচে থাকার জন্য হলেও এটা আমি করব। আমার সন্তানেরা সেটা জানে। তাই তাদের কোনো নিশ্চয়তা নেই। তাই তারা সারভাইভ করা শিখছে, আমি শিখিয়েছি।

আমি শুধু তাদের পড়া আর চিকিৎসা নিয়ে কোনো প্রকার কার্পণ্য করিনি, করবো না। মা হিসেবে, একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষ যাকে আমি এ ধরণীতে এনেছি তার প্রতি আমার এটুকুই দায়িত্ব। তারপর সে পৃথিবীর সন্তান। তারপর তাকে আরো লক্ষ সন্তানের সাথে দৌঁড় দিতে হবে, নিজের জায়গা নিজেকে তৈরী করতে হবে। যদি সে তা করতে সক্ষম হয়, তবেই সে পাবে জীবনের প্রকৃত আনন্দ।

আমার রেখে যাওয়া অর্থ দিয়ে সুখে থাকা আর অন্যের আন্ডারওয়্যার পরে ইজ্জত ঢাকা একই জিনিস৷

আমার সন্তানেরা অন্তত এইটুকু বুঝুক, এইটুকু মেরুদণ্ড তাদের হোক।

সত্যিই যদি সন্তানের ভালো চান তবে তাকে বুঝতে দিন সে একজন পূর্ণ মানুষ। তার দায়িত্ব তার। আপনি তার নির্দিষ্ট দায়িত্ব পাওয়া একজন আপনজন। সন্তানকে আন্তরিকতা দেখান, অর্থ নয়।

যদি পারেন, জেনে রাখবেন আপনার ১০ বিঘা জমি ছিলো আপনার সন্তানের ১২ বিঘা হবে। আপনারটুকু না নিয়েই হবে।

ইতি
একজন মা
©
Collected

25/10/2022

প্রচন্ড ঝড়ে কোথাও বিদ্যুৎ নাই। হাসপাতালের জেনারেটর নস্ট।Ruptured Ectopic Pregnancy পেশেন্ট এর অপারেশন চলছে মোবাইল আর টর্...
24/10/2022

প্রচন্ড ঝড়ে কোথাও বিদ্যুৎ নাই। হাসপাতালের জেনারেটর নস্ট।

Ruptured Ectopic Pregnancy পেশেন্ট এর অপারেশন চলছে মোবাইল আর টর্চের আলোতে।

অপারেশন না করলে রুগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ,তখন তো একটু ঝুঁকি নিতেই হবে।

ধন্যবাদ ডা.জাকিয়া সুলতানা ম্যাডাম,ডা.তানিয়া আফরোজ ম্যাডাম,ডা.হাবিবুর রহমান স্যার, ইন্টার্ন চিকিৎসক এবং নার্সসহ উপস্থিত সকলকে সফলভাবে অপারেশন সম্পন্ন করার জন্য।

স্থানঃ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল

স্যালুট ❤

24/10/2022

আল্লাহ সবাইকে হেফাজত এ রাখুক আমিন

24/10/2022

তোমার পাশেই হাঁটতে চাই শুধু 💞

বাড়িয়ে দাও তোমার হাত💕 আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই 💞
24/10/2022

বাড়িয়ে দাও তোমার হাত💕 আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই 💞

21/10/2022

Feel the natural sounds ☺️
How peaceful is this sound😇😇
Plz use the headphone 🎧 for better quality

21/10/2022

পবিত্র জুম্মা মোবারক সবাইকে

Khana`s এর নতুন আউটলেট মিরপুর ১২ তে। সেই উপলক্ষ্যে বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল। ২০ তারিখ পর্যন্ত অফারটি চলবে। প্রথম ১০০...
19/10/2022

Khana`s এর নতুন আউটলেট মিরপুর ১২ তে। সেই উপলক্ষ্যে বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল। ২০ তারিখ পর্যন্ত অফারটি চলবে। প্রথম ১০০ জনকেই অফারটি মূলত দেওয়া হবে। সব থেকে ভালো একটা বিষয় ছিল যে অনেক সময় আছে যে অফারের জিনিসগুলো,ভালো হয় না , জিনিসগুলো ছোট থাকে, মজা হয় না. মানে কেমন হয় যেন জানো। কিন্তু তারা তাদের খাবারের গুণগত মান ধরে রেখেছে। খাবারে কোনরকম কম বেশি দেওয়া হয় নাই সবাইকে সমানভাবে সুন্দরভাবে পরিবেশন করেছে। ওয়েটারদের ব্যবহার খুবই ভালো ছিল। আর সব থেকে মজার বিষয় হলো তাদের থেকে সস চাইলে একসাথে চার পাঁচটা দিয়ে যেত।কোন না ছিল না। Truffle fried wings যেমন ছিল ক্রিস্পি ,তেমনি ছিল টেন্ডার এবং জুসি। এই প্রথমবার বাই ওয়ান গেট ওয়ান এর কোন অফার আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু ছোট্ট একটা কমপ্লেইন আছে ,সেটা হল তাদের নতুন একটা আইটেম ছিল কোসলো যেটা খেতে খুবই বাজে ছিল জানিনা কেন এমন লাগলো হয়তো তাড়াহুড়ায় বানাইছে এর জন্য বাট তারপরও আমি অনেক হ্যাপি 🥰

Address

Mirpur
Dhaka
1216

Opening Hours

09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Life of Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life of Jannat:

Share

Category