Ibnat

Ibnat Life is beautiful. So it’s better to let life go on as life does.�

প্রিয়,তোমাকে প্রিয় বলার কোনো অধিকার তো নেই তাও বললাম।আমি তোমার অপ্রিয় হতে পারি কিন্তু তুমি সারা জীবন আমার প্রিয়দের ত...
06/11/2023

প্রিয়,
তোমাকে প্রিয় বলার কোনো অধিকার তো নেই তাও বললাম।
আমি তোমার অপ্রিয় হতে পারি কিন্তু তুমি সারা জীবন আমার প্রিয়দের তালিকায় থেকে যাবে।

অনেক ভালো আছো সেটা আমি ভালোভাবেই জানি, বুঝতে পারি। আমি তোমার জীবনের অপ্রিয় একটা অধ্যায় সেটা শুধু বুঝেছি এমনটা না বহুবার বলেও দিয়েছো।

একটা সত্য কথা কি জানো.?
তুমি আমাকে ছেড়ে যাওয়ার কোনো কারণ কখনো স্থিরভাবে নির্ধারণ করতে পারো নি। কখনো পারবেও না, কারণ তুমি জানোই না কি অপরাধে আমাকে তোমার ছাড়তে হলো, কোন দোষ আমার ছিলো তুমি নিজেও স্থির করে বলতে পারবে না। তুমি ভাসাভাসা কিছু অজুহাত ছুড়ে দিতে পারবে স্বাভাবিক, কিন্তু কোনোদিন যদি অনুতাপ জেকেবসে তবে গভীর ভাবে ভেবে দেখ যে, আমার কোন এমন অপরাধ যেটা আমাকে ছাড়তে তোমায় বাধ্য করলো।

তবুও যা হয়েছে ভালো হয়েছে,
জানতো? মানুষ বলে ভালোবাসার মানুষ পেয়ে গেলে নাকি কদর থাকে না।
আমিও হয়তো তোমার কদর করতে জানতাম না।
তাই দূরে তাড়িয়ে দিয়ে ভালই করেছ।

আর কিছু হোক আর না হোক
একটা কাজ খুব ভালো হয়েছে যে, তোমাকে হারিয়ে এমন কিছু সময়ের সম্মুখীন হয়েছি যা তুমি থাকলে হতে হতো না।
তুমি থাকলে হয়তো রোজ নতুন করে ভালোবাসা শিখতাম, নতুন আঙ্গিকে তোমাকে দেখা শিখতাম, নতুন করে তোমাকে যত্ন নেয়া শিখতাম,

কিন্তু তুমি হারালে যে, প্রতিদিন কয়েকশ বার তোমাকে ভেবে উদাস হতে হয়, হাজার বার তোমাকে নিয়ে চিন্তামগ্ন হতে হয়, শতজনের ভিড়েও যে তোমাকে নিয়ে গভীর অরণ্যে হারিয়ে উদাস হয়ে যাওয়া যায়, সব আড্ডা কে তুচ্ছ করে তোমাকে নিয়ে ভাবনার জগতে ডুবে থাকা যায়, সেটা কক্ষনো জানাই হতো না।

মানুষ বলে না.? যে ব্যাস্ত থাকলে সব ভুলে থাকা যায়.?
এটা একটা ডাহা মিথ্যা বাক্য। আসলে কাউকে মন থেকে চাইলে সে একমুহুর্তও মনের আড়াল হয় না, শত ব্যস্ততা, ক্লান্ত শরীর, অসুস্থতায় জর্জরিত হয়ে মানুষ তাকে একটা মুহূর্তের জন্যও ভুলে যেতে পারে না।

তুমিও যে আমার এমন অসুখ যা ভুলার ক্ষমতা আমি সারা পৃথিবীর বিনিময়েও পাবো না, সেটা তুমি থাকলে হয়তো বুঝা হতো না।

জানো.?
এখনো শত ব্যাস্ততার মাঝে হাজারো কল্পনা তাড়া করে.!
সেও কি আমাকে হারিয়েছে.? যেমন আমি তাকে হারিয়েছি।
আবার নিজে নিজেই উত্তর দেই আমি তো তার জীবনের সব থেকে খারাপ অধ্যায় সে আমাকে কেনো হারাবে? সেতো খাচা থেকে মুক্তি পেয়েছে।

জানো.?
কত শত প্রশ্ন আমাকে দিনের পর দিন কুড়ে কুরে খায়.?
খুব ইচ্ছে হয় একটু জানতে আমার প্রিয় মানুষটাকে কেমন আছে.? তোমার ভূঁইচাপা ফুলগুলো কি এখনও ফোটে.? গোলাপ গাছগুলো কি এখন বড়বড় ফুল দেয়..? এখনো কি রাত জেগে বাহিরে বসে মশার কামড় খাও?
থাক অনেক কিছু বলে ফেললাম আজ এটুকুই থাক ক্লাসের সময় হয়ে গেছে।

তুমি আমার থেকে হারালেও আমি তো আর নিজের থেকে হারাতে পারি নাই। তাই পরিবেশের সাথে মানিয়ে চলছি। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু আল্লাহ চায়নি তাই নিজের থেকে আর হারানো হলো না।

তুমি ভালো আছো এটা শুনলে অনেক শান্তি শান্তি অনুভব হয়।
কথা না বলে, সম্পর্ক না থাক, মাঝে মাঝে একটু জানিয়ে দিয়ো যে তুমি ভালো আছো। এতেও একটু ভালো লাগবে। আমি আগবেড়ে আর জানতে যাই না তোমার দেয়া ...... গুলো নিতে আমার বুক ফেটে যায় তাই.।
Sorry আবদার করে ফেললাম। আমি খারাপ থাকলেও বা তোমার কি ? আমি তো আর তোমার কেউ না..।

ইতি
(যাকে তুমি একমুহুর্তের জন্যও যাকে ভালোবাসতে পারলে না)

যতটা দূরে মনে হয়,ততটা দূরে আমি নয়।আকাশের দিকে তাকিয়ে দেখো,তোমার সাথেই আমি রই।
04/11/2023

যতটা দূরে মনে হয়,ততটা দূরে আমি নয়।
আকাশের দিকে তাকিয়ে দেখো,তোমার সাথেই আমি রই।

কি বিমর্ষ শরীর কি বিমর্ষ চেহারা, দেখে মনে হয় শত কোটি বার ভেঙেছে হৃদয়টা,তার পরেও কান্নার যেন ক্লান্তি নেই সে শুধু গাল দ...
08/10/2023

কি বিমর্ষ শরীর কি বিমর্ষ চেহারা,
দেখে মনে হয় শত কোটি বার ভেঙেছে হৃদয়টা,

তার পরেও কান্নার যেন ক্লান্তি নেই সে শুধু গাল দিয়ে গড়িয়ে যাচ্ছে।
তার কাছে এখন ভালোবাসাটা আকাশে ওরা ফানুসটির মতন, যেন কিছু দূর গিয়ে নিঃশেষ হয়ে যাবে।

যে স্মৃতিগুলো গাছের শিকড়ের মতন বেঁধেছিল, তা এখন চোখের পানি হয়ে ঝরে যায়।

কতো রোগ সেরে উঠলো, শুধু কষ্ট গুলো সেরে উঠলো না।
কষ্ট অনেক ছোট কিন্তু এর তীব্রতা অনেক।

#ইবনাতইবনাত

গল্প/ কথা:~--------------যখন খারাপ সময় আসে,তখন সবার ব্যবহার হয়ে যায় ঠিক চোখে পড়ার মতো!যে মানুষটাকে আপনি কখনোই এক চুল পরি...
07/10/2023

গল্প/ কথা:~
--------------

যখন খারাপ সময় আসে,তখন সবার ব্যবহার হয়ে যায় ঠিক চোখে পড়ার মতো!যে মানুষটাকে আপনি কখনোই এক চুল পরিমাণ মূল্যও দেননি কখনোই,সেই মানুষটাই আপনাকে আঙ্গুল তুলে কথা বলবে!

রাস্তা দিয়ে হেঁটে যাবেন,রাস্তায় পড়ে থাকা কোনো অদৃশ্য কিংবা দৃশ্যমান জিনিসে হোঁচট খেয়ে আঘাত পাবেন!ব্যথায় গোংরাতে থাকবেন,তবে মলম তো দূরের কথা;সান্ত্বনা দেয়ার জন্যও কাউকে পাশে পাবেন না!

আবার একা থাকতে চাইবেন,লোকসমাগমে আপনি একপ্রকার বিরক্তই হবেন বৈকি!যেখানে যাবেন,সেখানেই একটা না একটা ঝামেলা ঘটবেই।

যে বিষয়ে সতর্ক থাকতে চাইবেন,সেই বিষয়টা নিয়েই আপনাকে দুঃখ কিংবা ঝামেলা পোহাতে হবে!

সবচেয়ে চোখে পড়ার মতো যে বিষয় তখন খেয়াল করবেনঃ
যে মানুষটা আপনার মানসিক শান্তির কারণ,সেই মানুষটাই আপনাকে যন্ত্রণা দিবে!যার সাথে কথা বললে একটু শান্তি পাবেন মনে করবেন,সেই মানুষটাই থাকবে অতিশয় ভীষণ ব্যস্ত!

তাহলে যাবেন কোথায়?

রাস্তায় যাবেন?
সেখানেও ইটপাটকেলে হোঁচট খাওয়ার সম্ভাবনা!
নদীতে যাবেন?
সেখানেও অথৈজলে ডুবে যাওয়ার ভয়!
আপনজনের কাছে যাবেন?
তাদের কাছেও আপনি নিতান্তই অসহায়,আপনাকে কিংবা আপনার পরিস্থিতি বিন্দুমাত্র বুঝার চেষ্টাটুকুও কেউ করবে না!

তাহলে আপনি ঠিক করবেন টা কি?

হুম,
এই সময়ে আপনি একদম স্থির থাকুন,স্থীর থাকতে নিজেকে প্রশিক্ষিত করুন।সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একা থাকার চেষ্টা করুন,প্রার্থনা করুন।মনে অসীম ব্যথা নিয়ে মানুষের সামনে দাঁড়ালে কেবল উপহাস কিংবা বিনা পয়সায় সান্ত্বনা কিংবা উপদেশ আর নয়তো অবহেলাই করে,তবে মনে তীব্র ব্যথা নিয়ে উপরওয়ালার সামনে দাঁড়ালে সে বান্দার মনের কষ্ট বুঝতে পারে।

মনে রাখবেনঃ
স্বার্থের পৃথিবীতে নিজের বলতে কিচ্ছু নেই,যা আছে তা কেবল ক্ষনিকের মায়া।স্বার্থে আঘাত লাগলে যেখানে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো পর হয়ে যায়,সেখানে পর মানুষ কভু আপন হতে পারে না–কস্মিনকালেও না!

অনেকটা আঘাত দিয়ে ফেলেছেন নিজেকে,মানুষের ভালোবাসা-সহানুভূতি কিংবা নিজের একটু মানিসক শান্তির জন্য!এবার না হয় নিজেই একা থাকার চেষ্টা করুন।

প্রয়োজন নেই এমন মানুষের;যারা কেবল আপনার মাধ্যমে ভালো থাকতে চায়–ভালো থাকতে আসে।কিন্তু আপনাকে কিংবা আপনার অসহায়ত্ব অনুভূতিটুকুন বুঝার ক্ষমতা কিংবা ইচ্ছা,কোনোটাই রাখে না,আপনার খারাপ সময়ে যারা ভীষণ ব্যস্ত থাকে!

গল্প/ কথা:~সে চলে গিয়েছিলো—কোনো এক মধ্যরাতে বৃষ্টির বায়না করে।আমি তাকে বৃষ্টি দিতে পারিনি। এ যে আমার সৃষ্টিগত অপারগতা; ক...
06/10/2023

গল্প/ কথা:~

সে চলে গিয়েছিলো—
কোনো এক মধ্যরাতে বৃষ্টির বায়না করে।
আমি তাকে বৃষ্টি দিতে পারিনি।
এ যে আমার সৃষ্টিগত অপারগতা;
কারন এ ক্ষমতা স্রষ্টা আমাকে দেননি।

সেই রাতে আকাশে জোছনা ছিলো
অথচ সে আঁধার ভালোবাসতো!
আমি যখন দ্বাদশীর নিয়ন আলোয়
কবিতা লেখার প্রহর গুনতাম;
সে তখন কোনো এক অতীত অমাবস্যার
স্মৃতিচারণ করতো!

আমি আলো চাইলে সে আঁধার,
আমি জোছনা তো সে অমাবস্যা!

অদ্ভুদ গড়মিল!
তবুও কী এক অদৃশ্য ঈন্দ্রজালে
জড়িয়ে ছিলাম দুজন দুজনাতে।

কিছু কথা :-কেন এমন হয় ? আমি তাকে জড়িয়ে ধরে তার নামেই অভিযোগ করি। তার সঙ্গে থাকি, অথচ তার সঙ্গেই লড়াই করি। আমার একাকী...
04/10/2023

কিছু কথা :-

কেন এমন হয় ?
আমি তাকে জড়িয়ে ধরে তার নামেই অভিযোগ করি। তার সঙ্গে থাকি, অথচ তার সঙ্গেই লড়াই করি। আমার একাকীত্বের কারণ সে। কিন্তু তার কাছেই বারবার আশ্রয় নিতে যাই। আমার মনকেমন, অভিমান, বিষাদের কারণও সে। তবুও বারবার তার কাছে যাই। ওই তো একটু দূরে সুখ সাজানো আছে। তবুও কেন দুঃখ ভালোবাসতে চাই ? কেন রোজ স্মৃতিদের বাড়াবাড়ি সহ্য করি ? তোকে মাঝে মাঝে অসহ্য লাগে। তবুও দিনের শেষে হাঁফিয়ে উঠলে তোর ঠিকানায় একটু শান্তি খুঁজতে যাই। আমার ছোট্ট জগৎ ওলট - পালট করে দিস তুই। আর তোর সঙ্গেই তা সাজিয়ে তোলার স্বপ্ন দেখতে চাই। কেন চেয়েও এসব থেকে রেহাই পাই না। তুই অপরাধী। তবুও তোর নামে আমার রোজকার আবেগ - অনুভূতিদের এজলাসে অভিযোগ তোলার সাহস পাই না। মনে হয় প্রতিশোধ নিই। কিন্তু তোর সামনে গেলেই নিঃস্ব হয়ে যাই। তোর থেকে পালাতে চাই। কিন্তু সবকিছু তুই ঘিরেই। বড্ড কঠিন এই চক্রব্যূহ। সহস্র বছর ধরে বারবার আমরা এভাবেই আসি - যাই। তুই নীরব। তবুও শুধু তোর সঙ্গেই কথা বলতে চাই।

পরান-প্রিয়! কেন এলে অবেলায়শীতল হিমেল বায়ে ফুল ঝ’রে যায়।।সেদিনো সকাল বেলাখেলেছি কুসুম-খেলা,আজি যে কাঁদি একেলা ভাঙ্গা এ ম...
02/10/2023

পরান-প্রিয়! কেন এলে অবেলায়
শীতল হিমেল বায়ে ফুল ঝ’রে যায়।।
সেদিনো সকাল বেলা
খেলেছি কুসুম-খেলা,
আজি যে কাঁদি একেলা ভাঙ্গা এ মেলায়।।

-কাজী নজরুল ইসলাম

25/09/2023

"সবাই সবকিছু পারে না"
____________________

সবাই সবকিছু পারে না
যারা ভাবে আমি সব কিছু পারি
তারা আর যাইহোক পারার দলে পরে না।

সবাই সহজ করে ভাবতে পারে না
যারা সহজ করে ভাবতে পারে
তাদের জীবনটা আবার সহজ হয় না।

সবাই অল্পতে খুশি হয় না
যারা অল্পতে খুশি হয়
তাদের কপালে আবার অল্পটাও জোটে না।

সবাই মন খুলে হাসতে পারে না
যারা মন খুলে হাসতে পারে
তাদের হাসিটা আবার অভিনয় ছাড়া কিছুই না।

সবাই মনের প্রেমে পড়তে পারে না
যারা মনের প্রেমে পড়ে
তাদের প্রেম গুলো আবার গুরুত্ব পায় না।

সবাই টাকা-পয়সা, রূপ-যৌবনকে
উপেক্ষা করতে পারে না
যারা উ'পে'ক্ষা করতে পারে
তাদেরকে আবার সঠিকভাবে কেউ
মূল্যায়ন করতে পারে না।

মানব জীবন বড্ড অদ্ভুত!
যার আশা যত কম তার পাওয়াটাও ততোটাই কম
আমরা যে যেমন ধারার তার কপালে তার বিপরীত ধারার মানুষটাই জোটে
এমনি করেই পাওয়া- না-পাওয়ার নানান হিসাব কষতে কষতে জীবনটা যায় কেটে।

আমি অনেককেই হারিয়েছি, আমাকে কেউ হারায় নি। আমি নিজেকেই হারাই বারংবার নিঃশব্দে, নিভৃতে। অবাক চেয়ে রই জীবনের দিকে, আমি দেখি...
15/09/2023

আমি অনেককেই হারিয়েছি, আমাকে কেউ হারায় নি। আমি নিজেকেই হারাই বারংবার নিঃশব্দে, নিভৃতে। অবাক চেয়ে রই জীবনের দিকে, আমি দেখি কি ভীষণভাবে একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি রোজ। এই যে হাসতে ভুলে গেলাম, কাঁদতে ভুলে গেলাম, বলতে ভুলে গেলাম, নিজেকে গুটিয়ে নিলাম সব থেকে, সবার থেকে। তবুও তো দিব্যি বেঁছে আছি। মুখের কিনারায় লেগে থাকা হাসি জানান দিচ্ছি জীবন সুন্দর, সুখের। একদিন সুখের অসুখে হারাব অন্ধকারের তীব্রতায়। সবশেষে জীবনের এপিটাফে লেখা হবে- 'শূন্যতার মুক্তি হলো মহাশূন্যে বিলীন হয়ে।'

ইবনাত
ছবি)-সংগৃহীত

15/09/2023

ইংরেজি বক্তব্য এমনই হওয়া উচিত 👌

12/09/2023

Motivational speech...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share