Nurunnabi Sarker

Nurunnabi Sarker Hi
I am Nurunnabi Sarker, IT Consultant at PeopleNTech Bangladesh Branch.

💡 নেটওয়ার্কিংয়ে দক্ষতা অর্জনের সঠিক সময় এখনই!PeopleNTech নিয়ে এসেছে 𝖢𝖢𝖭𝖠 ও 𝖬𝗂𝗄𝗋𝗈𝖳𝗂𝗄-এর ওপর বিশেষ Friday ব্যাচ – যেখানে আ...
26/10/2024

💡 নেটওয়ার্কিংয়ে দক্ষতা অর্জনের সঠিক সময় এখনই!
PeopleNTech নিয়ে এসেছে 𝖢𝖢𝖭𝖠 ও 𝖬𝗂𝗄𝗋𝗈𝖳𝗂𝗄-এর ওপর বিশেষ Friday ব্যাচ – যেখানে আপনাকে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তোলা হবে।
🎯 কেন এই কোর্সগুলো আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ?
বর্তমান যুগে IT এবং নেটওয়ার্কিং সেক্টরে দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। CCNA এবং MikroTik-এর মতো জনপ্রিয় সার্টিফিকেশন অর্জন আপনাকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এক ধাপ এগিয়ে রাখবে।
এই কোর্সের মাধ্যমে আপনি কেবলমাত্র সার্টিফিকেশনই পাবেন না, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধান এবং রিয়েল ডিভাইসে কাজের অভিজ্ঞতাও অর্জন করবেন।
✅ আপডেটেড কোর্স মডিউল:
CCNA 200-301: নেটওয়ার্কিং বেসিক থেকে অ্যাডভান্সড বিষয়গুলো নিয়ে বিস্তৃত ধারণা।
MTCNA (MikroTik Certified Network Associate): MikroTik রাউটারের বেসিক কনফিগারেশন ও ম্যানেজমেন্ট।
MTCRE (MikroTik Certified Routing Engineer): রাউটিং প্রোটোকলস ও ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শেখার সুযোগ।
ISP Support Module: আইএসপি-র নেটওয়ার্ক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন।
✅ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেইনার:
নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষকরা ক্লাস পরিচালনা করবেন।
বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোর সমাধান শেখানো হবে।
✅ রিয়েল ডিভাইস এবং আধুনিক ল্যাব:
বাস্তব ডিভাইস ও সরঞ্জাম ব্যবহার করে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ।
ল্যাব সেশনের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞানকে প্রাকটিক্যাল কাজে রূপান্তর করার দক্ষতা অর্জন।
🎓 কোর্স শেষে যা অর্জন করবেন:
বিশ্বব্যাপী স্বীকৃত CCNA ও MikroTik সার্টিফিকেশন
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার দক্ষতা
বাংলাদেশের IT এবং নেটওয়ার্কিং ফার্মে চাকরির সুযোগ
উচ্চশিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টে এগিয়ে যাওয়ার পথ
🔗 ক্যারিয়ার কাউন্সেলিং বা কোর্স সম্পর্কে জানতে যোগাযোগ করুন:
📞 01762-002444
📍 আমাদের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার (৭ম ও ৮ম তলা)
পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

খুব দ্রুতই শুরু হচ্ছে ৪টি কোর্সের অরিয়েন্টেশন ও ডেমো ক্লাস। আপনারা যারা স্কিল ডেভেলপ করে নিজের ক্যারিয়ারে দ্রুত সফল হতে ...
23/10/2024

খুব দ্রুতই শুরু হচ্ছে ৪টি কোর্সের অরিয়েন্টেশন ও ডেমো ক্লাস। আপনারা যারা স্কিল ডেভেলপ করে নিজের ক্যারিয়ারে দ্রুত সফল হতে চান তারা আজই রেজিস্ট্রেশন করুন আর জয়েন করুন আপনার পছন্দের কোর্সের ফ্রি অরিয়েন্টেশন ও ডেমো ক্লাসে।

গাইডলাইন পেতে ইনবক্স করুন বা সরাসরি যোগাযোগ করুন:
📞 01762002444
🏢 অফিস ঠিকানা:
১৫১/৭, গুডলাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা

💡 নেটওয়ার্কিংয়ে দক্ষতা অর্জনের সঠিক সময় এখনই!PeopleNTech নিয়ে এসেছে CCNA ও MikroTik-এর ওপর বিশেষ Friday স্পেশাল ব্যাচ।👉 ...
22/10/2024

💡 নেটওয়ার্কিংয়ে দক্ষতা অর্জনের সঠিক সময় এখনই!
PeopleNTech নিয়ে এসেছে CCNA ও MikroTik-এর ওপর বিশেষ Friday স্পেশাল ব্যাচ।

👉 কোর্স রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/7H2AZX8wV2nXnHuK7

🔗 ক্যারিয়ার কাউন্সেলিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 01762002444

আপনার নেটওয়ার্কিং ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে CCNA & MikroTik-এর ওপর স্কিল অর্জন অত্যন্ত জরুরি।
#) আপডেটেড কোর্স মডিউল (CCNA 200-301, MTCNA, MTCRE, ISP Support)
#) 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার
#) রিয়েল ডিভাইস এবং আধুনিক ল্যাব ব্যবহার করে প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ার গড়ুন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে।
📍 আমাদের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার (৭ম ও ৮ম তলা)
পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

ডিজিটাল আর Artificial Intelligence এই যুগে স্কিল ডেভেলপ না করা মানেই পিছিয়ে থাকা। এই উপলব্দি থেকে মোজাম্মেল সাহেব তার গ্...
23/06/2024

ডিজিটাল আর Artificial Intelligence এই যুগে স্কিল ডেভেলপ না করা মানেই পিছিয়ে থাকা। এই উপলব্দি থেকে মোজাম্মেল সাহেব তার গ্রাজুয়েট মেয়েকে আজকে ভর্তি করিয়ে দিলেন বর্তমান সময়ের সব থেকে ডিমান্ডিং কোর্স "𝗗𝗶𝗽𝗹𝗼𝗺𝗮 𝗶𝗻 𝗖𝘆𝗯𝗲𝗿 𝗦𝗲𝗰𝘂𝗿𝗶𝘁𝘆" তে। যা নিশ্চিত করবে তার মেয়ের উজ্জ্বল ক্যারিয়ার।

✅কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং অভিজ্ঞদের পরামর্শ নিতে কল করুন এই নাম্বারেঃ 01929554499

🏫আমাদের অফিসের ঠিকানাঃ
১৫১/৭ গুডলাক সেন্টার (৭ম&৮ম তলা), গ্রীনরোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫.

ক্যাপটেন শান্ত আজও আশাবাদী!!!!জিম্বাবুয়ের সাথে ম্যাচ হার মিরপুরে, আমেরিকার মত দলের সাথে সিরিজ হার, প্রস্তুতি ম্যাচের ভার...
02/06/2024

ক্যাপটেন শান্ত আজও আশাবাদী!!!!

জিম্বাবুয়ের সাথে ম্যাচ হার মিরপুরে, আমেরিকার মত দলের সাথে সিরিজ হার, প্রস্তুতি ম্যাচের ভারতের সেই লজ্জা জনক হার এত কিছুর পর ও ক্যাপটেন শান্ত আশাবাদী।

মনে আছে কি আপনার??? সিটি কলেজ থেকে মোহাম্মদপুর বাস স্টান্ড এই সাতমসজিদ রোডে কত বড় বড় গাছ ছিল এবং সবুজের সমারোহ ছিল।নগর ...
22/04/2024

মনে আছে কি আপনার???
সিটি কলেজ থেকে মোহাম্মদপুর বাস স্টান্ড এই সাতমসজিদ রোডে কত বড় বড় গাছ ছিল এবং সবুজের সমারোহ ছিল।

নগর আধুনিকায়ন এর নামে ভণ্ডামি, অদক্ষ এবং অযোগ্য প্লানিং এর ফল আজ আমরা রাজধানীবাসী উপভোগ করছি।

প্রযুক্তির উন্নয়নে আমরা যতটা স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করছি তার সাথে বাড়ছে ঝুঁকির পরিমাণ। আর...
06/03/2024

প্রযুক্তির উন্নয়নে আমরা যতটা স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করছি তার সাথে বাড়ছে ঝুঁকির পরিমাণ। আর তাই কম্পিউটার বা ডিভাইস, ডাটা সিকিউর, নেটওয়ার্ক, অবৈধ ভাবে সিস্টেমে প্রবেশ করে ডাটা নষ্ট ইত্যাদি এগুলোর বাইরেও প্রচুর অন্যান্য ধরণের cyber crime রয়েছে যেগুলো ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। তাই সাইবার সিকিউরিটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
📍 তাই পিপলএনটেকে শীঘ্রই শুরু হতে যাচ্ছে Spring Session এর দুটি সিডিউলে ক্লাস।
⌚ প্রথম সিডিউলের সময়ঃ সন্ধ্যা ০৬ঃ০০ থেকে রাত ১০ঃ০০ টা (শুক্রবার এবং শনিবার)
⌚ দ্বিতীয় সিডিউলের সময়ঃ সন্ধ্যা ০৭ঃ০০ থেকে রাত ১০ঃ০০ টা (রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার)
👉 আমাদের এই ১ বছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স গুলো শেষ করে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যের দিকে এবং সফলতা অর্জনের পথে।
🔰 কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারেঃ -
০১৯২৯ ৫৫৪৪৯৯
০১৩২৪ ৭৬৩৫৯০
🔰 এছাড়া আপনারা আমাদের সাথে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমাদের অফিসের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

🎉পিপলএনটেক থেকে যারা CCNA কোর্স শেষ করেছেন, তাদের জন্য ৫০% ডিস্কাউন্টে Red Hat Linux কোর্স করার সুযোগ। 👉রেজিস্ট্রেশন করু...
04/02/2024

🎉পিপলএনটেক থেকে যারা CCNA কোর্স শেষ করেছেন, তাদের জন্য ৫০% ডিস্কাউন্টে Red Hat Linux কোর্স করার সুযোগ।
👉রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কেঃ https://forms.gle/6egdN2mBCRjKK2D16
🔰আপনি কি সার্ভার নিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান? হতে চান সার্ভার সিস্টেম এডমিনিস্ট্রেটর? জানতে চান সার্ভার অপারেটিং সিস্টেম নিয়ে কীভাবে কাজ করতে হয়?
🔰সিসিএনএ কোর্স কমপ্লিট করে নেটওয়ার্কিং নিয়ে কাজ করার সময়/পাশাপাশি সার্ভার নিয়ে কাজ করতে বা ক্যারিয়ার তৈরি করতে অনেকে বেশ আগ্রহ প্রকাশ করে।
🔰 আর সার্ভার নিয়ে আপনাদের অদম্য কৌতূহলকে বাস্তবে রূপ দিতে হলে জানতে হবে “Red Hat Linux ” সম্পর্কে। বর্তমানে এটি কর্পোরেট জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত ও স্ট্যান্ডার্ড সার্ভার।
⭕️সার্ভার সম্পর্কে জানতে এবং ক্যারিয়ার তৈরি করতে #পিপলএনটেকে “ Red Hat Linux ” কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে।
⭕️৯ই ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হলে পাবেন ৫০% ডিস্কাউন্ট। তাই দেরি না করে ভর্তি হতে যোগাযোগ করুন আমাদের সাথে।
👉ক্লাস সময়কালঃ শনিবার, সোমবার এবং বুধবার ( বিকাল ৩.০০টা – সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত )
👉বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন - +৮৮০ ১৯২৯-৫৫৪৪৯৯

আমাদের অফিসের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

⏩দেশে এবং দেশের বাহিরে আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য ভালো জব প্রত্যাশিদের সব চেয়ে পছন্দের কোর্স ১ বছরের Post Graduation Dip...
24/01/2024

⏩দেশে এবং দেশের বাহিরে আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য ভালো জব প্রত্যাশিদের সব চেয়ে পছন্দের কোর্স ১ বছরের Post Graduation Diploma in Network System Administration.

⏩বর্তমানে একটি ডিমান্ডেবল সেক্টর হচ্ছে আইটি। টেকনিক্যাল ও ননটেকনিক্যাল ছাত্রছাত্রীদের আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজন একটি আপডেটেড মডিউল, উপযুক্ত গাইডলাইন, একজন দক্ষ প্রশিক্ষক এবং জব প্লেসমেন্ট সহায়তা। আপনার এই আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য সবগুলো রিকোয়ারমেন্ট সম্পূর্ণ করবে আমাদের এই ১ বছরের Post Graduation Diploma in Network System Administration কোর্স।

এছাড়াও সাথে পাচ্ছেন, আমেরিকান ইউনিভার্সিটি Washington University of Science and Technology (WUST) এর পার্টনারশীপ সার্টিফিকেট‼️

👉ফ্রি ক্লাসে জয়েন করতে অথবা আমাদের প্রশিক্ষকের সাথে সরাসরি কথা বলতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/Gt1MDsdqmPnbMuv5A
👉এই কোর্সের আপডেটেড মডিউল দেখতে ক্লিক করুন এই লিংকে:
https://piit.com.bd/.../post-graduate-diploma-in-network...

*** চলছে ৪০% ডিস্কাঊন্টের মাধ্যমে ভর্তির সুযোগ।

👉বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে কিংবা সরাসরি যোগাযোগ করুন -
০১৯২৯ ৫৫৪৪৯৯
০১৩২৪ ৭৬৩৫৯০
আমাদের অফিসের ঠিকানা:
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুডলাক সেন্টার, (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫

20/01/2024

Microsoft Web Application Development using C #, Asp.net নতুন ব্যাচ এর ক্লাস শুরু আজ সন্ধ্যা ৭ টায়।
ডটনেট নিয়ে আগ্রহী থাকলে একটা ডেমো ক্লাস করে দেখতে পারেন আজ সন্ধ্যা ৭ টায়।

First time in cricket history Bangladesh beat New Zealand in New Zealand. Congratulations Bangladesh Cricket : The Tiger...
23/12/2023

First time in cricket history Bangladesh beat New Zealand in New Zealand.

Congratulations Bangladesh Cricket : The Tigers

𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 শিখে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞𝐍𝐓𝐞𝐜𝐡 আজ শুরু করেছে 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 এর আরও একটি নতুন ব্যাচ। অসংখ্য শিক্ষার্থ...
23/12/2023

𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 শিখে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞𝐍𝐓𝐞𝐜𝐡 আজ শুরু করেছে 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 এর আরও একটি নতুন ব্যাচ। অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহনে পরিপূর্ণ ছিল ক্লাসটি।

➡️ একটি ওপেন সোর্স এবং দ্রুততম ওয়েব ফ্রেমওয়ার্ক হচ্ছে 𝐀𝐒𝐏.𝐍𝐄𝐓, যা মাইক্রোসফটের সর্বশেষ রিলিজ হওয়া 𝐌𝐕𝐂. এটি যেকোন 𝐰𝐞𝐛-𝐛𝐚𝐬𝐞𝐝 সলিউশন তৈরির মাধ্যমকে সহজ করে তোলে। বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓, এই কারণে 𝐀𝐒𝐏.𝐍𝐄𝐓 ডেভলপারদের চাহিদা ও ব্যাপক হারে বাড়ছে। অধিক চাহিদা সম্পন্ন এই 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 ডেভলপারদের যেমন রয়েছে চাকুরীর সুযোগ, তেমনি বৃদ্ধি পাচ্ছে তাদের বাৎসরিক আয়ের সম্ভাবনা।

➡️ 𝐀𝐒𝐏. 𝐍𝐄𝐓 এ ক্যারিয়ার গড়তে চলে আসুন 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞𝐍𝐓𝐞𝐜𝐡 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞 𝐨𝐟 𝐈𝐓 তে।
👉 ASP. NET কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন কিংবা সরাসরি যোগাযোগ করুন - 01929 554499

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি
১৫১/৭, গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল
গ্রীন রোড, ঢাকা – ১২০৫, বাংলাদেশ।
ওয়েবসাইটঃ www.peoplentech.com.bd
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/peoplentechbd

Address

West Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Nurunnabi Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurunnabi Sarker:

Share