SR LifeBook

SR LifeBook A Storyteller..................

20/10/2023

যাদের বাচ্চারা মসজিদে যাওয়ার মত উপযুক্ত হয়নি তারা ঘরে বসে বাচ্চাদের জুম্মার বয়ান শুনান যাতে তার মধ্যে ছোট থেকেই ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়।

ছোট বাচ্চাদেরকে গল্পের ছলে নবীদের জিবনী শোনান যাতে তার মধ্যে নবীদের প্রতি মহব্বত ও ভালাবাসা সৃষ্টি হয়।

আল্লাহ সবাইকে সুস্থতা, নেক হায়াত ও হেদায়েত দান করুন।
আমিন

Portsmouth jame Mosque এর ইউটিউব লিংক👇👇👇
https://youtube.com/?si=wmH0O9MsRl7PqA48
যেখানে জুম্মার বয়ান সরাসরি প্রচার করা হয়।

18/10/2023

আল্লাহ বলেন,
তিনিই সেই সত্তা, যিনি স্বীয় রাসূলকে হেদায়াত (কুরআন) ও সত্যদ্বীন (ইসলাম) সহ প্রেরণ করেছেন,
যেন তাকে সকল দ্বীনের উপর বিজয়ী করে দেন।
যদিও মুশরিকরা তা অপচ্ছন্দ করে'
(তওবা ৩৩; ৯)।

A Storyteller..................

03/10/2022

রাসুলুলস্নাহ (সা.) ইরশাদ করেন,
'আলস্নাহর শপথ! আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করছি না? বরং আমি এই ভয় করছি যে, দুনিয়ার ধন-সম্পদ তোমাদের সামনে প্রসারিত করে দেয়া হবে। তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন প্রসারিত করা হয়েছিল। তারপর তারা যেমন লালসা ও মোহগ্রস্ত হয়ে পড়েছিল তেমনি তোমরাও মোহগ্রস্ত হয়ে পড়বে এবং এই দুনিয়ার ধন-সম্পদ তাদেরকে যেমন ধ্বংস করেছিল তোমাদেরকেও তেমনি ধ্বংস করবে।"
(সহিহ বুখারি: ৩১৫৮, সহিহ মুসলিম: ২৯৬১)

03/10/2022

"প্রত্যেক উম্মতের জন্যই একটি পরীক্ষার বস্তু থাকে, আমার উম্মতের পরীক্ষার বস্তু হচ্ছে অর্থ-সম্পদ।"
(সুনানে তিরমিজি: ১৯০৫)

03/10/2022

'হে বিশ্বাসীগণ! তোমাদের প্রতিপত্তি, ধন-সম্পত্তি ও সন্তান-সন্ততি যেন তোমাদের আলস্নাহর স্মরণ থেকে গাফেল না রাখে। যদি তোমরা গাফেল বা উদাসীন হও তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে।
(সূরা মুনাফিকুন : ৯)

03/10/2022

'তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তো পরীক্ষাবিশেষ। আর আলস্নাহ, তার কাছে রয়েছে মহাপুরস্কার।'
(সুরা (তাগাবুন: ১৫)

03/10/2022

'জেনে রেখো, তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষাস্বরূপ। (এই পরীক্ষায় উত্তীর্ণ হলে) তোমাদের জন্য আলস্নাহর কাছে মহাপুরস্কার রয়েছে।'
(সুরা আনফাল: ২৮)

03/10/2022

'প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।
(সুরা তাকাসুর: ১-৩)

03/10/2022

আমরা ভাবি, ধন সম্পদের মালিক হওয়া, পয়সাওয়ালা হওয়া আল্লাহর অনুগ্রহ। অথচ এটা সবচেয়ে বড় পরীক্ষাও। এই পরীক্ষাই কাউকে শোকরগোজার বানায়, তার মাবুদের দিকে অগ্রসর করে, এই পরীক্ষাই কাউকে এতটাই নীচে নামায় যে, সে এর শেষ কোথায় সেটাও অনুমান করতে পারে না।

01/10/2022

A Storyteller..................

01/10/2022

‘সত্য তোমাদের রবের পক্ষ থেকে।
সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফরী করে। "
(সূরা আল কাহাফঃ ২৯)

একটি মৌমাছি ৪০ দিনের কম বাঁচে,কমপক্ষে ১০০০টি ফুল পরিদর্শন করে এবং এক চা চামচেরও কম মধু উৎপন্ন করে।আমাদের কাছে এক চা চামচ...
01/10/2022

একটি মৌমাছি ৪০ দিনের কম বাঁচে,
কমপক্ষে ১০০০টি ফুল পরিদর্শন করে এবং এক চা চামচেরও কম মধু উৎপন্ন করে।
আমাদের কাছে এক চা চামচ মধু, মৌমাছির জন্য জীবন!!
🐝🍯🐝🍯🐝🍯
সুবহান আল্লাহ

"অতঃপর সমস্ত ফল খাও এবং তোমার পালনকর্তার নির্ধারিত পথ অনুসরণ কর।" তাদের পেট থেকে একটি পানীয় বের হয়, বিভিন্ন রঙের, যাতে মানুষের জন্য নিরাময় রয়েছে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।"
(১৬নং সূরাঃ আন-নাহালঃ ৬৯ নং আয়াত)

Address

Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when SR LifeBook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SR LifeBook:

Share